alt

উপ-সম্পাদকীয়

দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ গ্রন্থাগার

সাজ্জাদুল করিম

: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে বই পড়ার অভ্যাস ও চর্চা যখন একরকম মৃতপ্রায়, সেই সময়ে গ্রন্থাগারের সমৃদ্ধি বা সমৃদ্ধ গ্রন্থাগার তৈরি করা কতটুকু যৌক্তিক? বিশিষ্ট গ্রন্থাগার বিজ্ঞানী ও উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস আর রঙ্গনাথান গ্রন্থাগারকে একটি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, লাইব্রেরি এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেটি প্রতিনিয়ত তার অবকাঠামো, জনবল, কার্যপদ্ধতি, পাঠোপকরণের সংখ্যা বৃদ্ধি ও নতুন নতুন পাঠক তৈরির মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে চলে। এখন কথা হলো সমৃদ্ধ লাইব্রেরি বা লাইব্রেরির সমৃদ্ধি কেন প্রয়োজন?

সমৃদ্ধ গ্রন্থাগার প্রয়োজন সমৃদ্ধ জাতি, উন্নত দেশ ও সভ্যতা গড়ে তুলতে। এই কথার সত্যতা আমরা প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস ঘাটলেই পেয়ে যাব। ইতিহাস থেকে জানা যায়- প্রতিটি বড় বড় সভ্যতায়ই সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে উঠেছিল। যেমন- গ্রিক সভ্যতায় পারগামাম লাইব্রেরি (খ্রিস্টপূর্ব ২৪১), মেসোপটেমিয় সভ্যতায় আসুরবানিপাল লাইব্রেরি, মিসরীয় সভ্যতায় আলেকজান্দ্রিয়া লাইব্রেরি (খ্রিস্টপূর্ব ৩০৫) ইত্যাদি প্রাচীন ও সমৃদ্ধ গ্রন্থাগারের কথা জানা যায়। তাছাড়া বর্তমান পৃথিবীর দিকে তাকালেও দেখবো বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরিটি (লাইব্রেরি অব কংগ্রেস) এ সময়ের সবচেয়ে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। যার অর্থ দাঁড়ায় বিশ্বকে নেতৃত্ব দেয়া দেশটি আধুনিক এই সময়ে দাঁড়িয়েও সমৃদ্ধ গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অস্বীকার করে নি। এসকল উদাহরণ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে, পৃথিবীর সভ্য জাতি ও উন্নত সভ্যতাগুলোর সাথে সমৃদ্ধ গ্রন্থাগারের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই জাতি হিসেবে আমরা যদি সমৃদ্ধ ও উন্নত হতে চাই তাহলে আমাদেরও সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তুলতে হবে।

উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ ও শক্তিশালী। আর তাদের এই সমৃদ্ধ অর্থনীতির পেছনের কারণ হলো তারা জ্ঞান-বিজ্ঞান চর্চা, গবেষণা, উদ্ভাবন ইত্যাদিকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ জ্ঞান-বিজ্ঞান চর্চায় যে জাতি যত এগিয়ে তাদের অর্থনীতিও তত সমৃদ্ধ।

এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী বলেছেন- ‘এ যুগে যে জাতির জ্ঞানের ভা-ার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়।’ সুতরাং বুঝাই যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে জ্ঞান-বিজ্ঞান চর্চা, গবেষণা তথা গ্রন্থাগারের যোগসূত্র রয়েছে। তাছাড়া আগামীর অর্থনীতিও হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি। অর্থাৎ মানুষের বুদ্ধিবৃত্তিক পুঁজিই (বৈজ্ঞানিক আবিষ্কার, উদ্ধাবন, ফলিত গবেষণা ইত্যাদি) যে অর্থনৈতিক ব্যবস্থায় পণ্য ও পরিষেবার উৎপাদন ও ভোগের মূল কাঁচামাল হিসেবে বিবেচিত হবে।

সুতরাং আমাদেরকে এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে মনযোগ দিতে হবে। সেজন্য প্রয়োজন যুগোপযোগী গবেষণা ও নিবিড় জ্ঞানচর্চা। আর এখানেই সমৃদ্ধ গ্রন্থাগারের প্রসঙ্গ।

দুর্নীতি হ্রাস করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে সমৃদ্ধ গ্রন্থাগার অপরিহার্য। আমরা জানি একটি দেশ বা জাতির উন্নয়নে বড় বাধা হলো দুর্নীতি বা অনিয়ম। দুর্নীতি বা অনিয়মই একটি জাতির জীবনে ক্যানসার স্বরূপ যা সেই জাতিকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেয়। অতীত ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারবো- বিভিন্ন প্রাচীন ও বড় বড় সভ্যতাগুলো ধ্বংসের পেছনে একটি অন্যতম কারণ ছিল এই দুর্নীতি। তাছাড়া আমাদের দেশের বর্তমান বাস্তবতায় দুর্নীতিই প্রধানতম কারণ যা টেকসই উন্নয়নে অন্তরায়। আর এ থেকে উত্তরণে কার্যকরী ও সর্বোত্তম উপায় হলো মানুষের বিবেকবোধ জাগ্রত ও শাণিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্র তথা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সমাজ, রাষ্ট্র সর্বত্রই নীতি-নৈতিকতার চর্চা করা। এক্ষেত্রে ভালো ভালো বই যেমন- ধর্মীয়, অনুপ্রেরণামূলক বই, মনীষীদের জীবনী, বিভিন্ন সভ্যতা ও জাতির ইতিহাস ইত্যাদি পাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এভাবেই গ্রন্থাগার একটি দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।

একটি জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনেও সমৃদ্ধ গ্রন্থাগার অপরিহার্য। কেননা গ্রন্থাগার বিশেষ করে গণগ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয় যেখানে সকল শ্রেণি-পেশা, লিঙ্গ-বয়স, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জ্ঞানার্জনের অবারিত সুযোগ রয়েছে। সেই সাথে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করতে গ্রন্থাগারের রয়েছে প্রত্যক্ষ ভূমিকা। তাছাড়া তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে স্ব-শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ প্রদানেও সমৃদ্ধ গ্রন্থাগারের বিকল্প নেই।

তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলতেও সমৃদ্ধ গ্রন্থাগারের প্রয়োজন রয়েছে। বই পড়ার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বিকশিত ও শাণিত হয়, চিন্তা-চেতনার উৎকর্ষ সাধিত হয়, দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস ইতিবাচক ও উন্নত হয়, আচার-আচরণ মার্জিত হয়, কথা-বার্তা ও কাজ-কর্ম পরিশীলিত ও পরিপাটি হয় যা তাকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলে। সেই সাথে একবিংশ শতাব্দীর দক্ষতা রপ্ত করতেও বই পড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। আর এভাবেই তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে গ্রন্থাগার কার্যকর ভূমিকা রাখতে পারে।

গ্রন্থাগার সমৃদ্ধ হলেই সমৃদ্ধ হবে দেশ-জাতি, সমাজ-অর্থনীতি, সভ্যতা-সংস্কৃতি সব।

[লেখক : জেলা লাইব্রেরিয়ান, শেরপুর]

আফ্রিকায় হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের ঝোঁক?

ঢাকা মহানগর ও বুড়িগঙ্গা

জামাই মেলা : উৎসব, ঐতিহ্য ও কৃষ্টির রঙিন চিত্রপট

হারিয়ে যাওয়া ক্লাস, কঠোর মূল্যায়ন আর প্রশ্নের জটিলতায় নুয়ে পড়া এক প্রজন্ম

বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলুন

চিকিৎসা যেন বাণিজ্যের হাতিয়ারে পরিণত না হয়

পথশিশু ও বাংলাদেশে সামাজিক চুক্তির ব্যর্থতা

মেগা প্রকল্প : প্রশ্ন হওয়া উচিত স্বচ্ছতা নিয়ে

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি

স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা : উপগ্রহ চিত্র ও ওয়েবসাইটের অপরিহার্যতা

ক্ষমতা ও জনপ্রশাসন : আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা

জনসংখ্যা : সম্পদ না সংকট?

ব্রিকসে নতুন ভূ-রাজনৈতিক ব্যবস্থার উত্থান

রম্যগদ্য : ‘ল্যাংড়া-লুলা, আতুড়-পাতুড়’

আষাঢ়ী পূর্ণিমা : আত্মশুদ্ধির সাধনায় বুদ্ধের অনন্ত আলো

বদলে যাওয়া মাটিতে সাহসী বীজ : জলবায়ুর বিপরীতে বাংলাদেশের কৃষির অভিযোজনগাথা

ছবি

জুলাই অভ্যুত্থান-গাথা : ‘শিকলে নাহি দিব ধরা’

প্রাচীন যৌধেয় জাতি ও তাদের সাম্যবাদী শাসন

গণঅভ্যুত্থান-উত্তর ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

ছবি

বাংলার অনন্য লোকসংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা

tab

উপ-সম্পাদকীয়

দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ গ্রন্থাগার

সাজ্জাদুল করিম

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে বই পড়ার অভ্যাস ও চর্চা যখন একরকম মৃতপ্রায়, সেই সময়ে গ্রন্থাগারের সমৃদ্ধি বা সমৃদ্ধ গ্রন্থাগার তৈরি করা কতটুকু যৌক্তিক? বিশিষ্ট গ্রন্থাগার বিজ্ঞানী ও উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস আর রঙ্গনাথান গ্রন্থাগারকে একটি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, লাইব্রেরি এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেটি প্রতিনিয়ত তার অবকাঠামো, জনবল, কার্যপদ্ধতি, পাঠোপকরণের সংখ্যা বৃদ্ধি ও নতুন নতুন পাঠক তৈরির মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে চলে। এখন কথা হলো সমৃদ্ধ লাইব্রেরি বা লাইব্রেরির সমৃদ্ধি কেন প্রয়োজন?

সমৃদ্ধ গ্রন্থাগার প্রয়োজন সমৃদ্ধ জাতি, উন্নত দেশ ও সভ্যতা গড়ে তুলতে। এই কথার সত্যতা আমরা প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস ঘাটলেই পেয়ে যাব। ইতিহাস থেকে জানা যায়- প্রতিটি বড় বড় সভ্যতায়ই সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে উঠেছিল। যেমন- গ্রিক সভ্যতায় পারগামাম লাইব্রেরি (খ্রিস্টপূর্ব ২৪১), মেসোপটেমিয় সভ্যতায় আসুরবানিপাল লাইব্রেরি, মিসরীয় সভ্যতায় আলেকজান্দ্রিয়া লাইব্রেরি (খ্রিস্টপূর্ব ৩০৫) ইত্যাদি প্রাচীন ও সমৃদ্ধ গ্রন্থাগারের কথা জানা যায়। তাছাড়া বর্তমান পৃথিবীর দিকে তাকালেও দেখবো বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরিটি (লাইব্রেরি অব কংগ্রেস) এ সময়ের সবচেয়ে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। যার অর্থ দাঁড়ায় বিশ্বকে নেতৃত্ব দেয়া দেশটি আধুনিক এই সময়ে দাঁড়িয়েও সমৃদ্ধ গ্রন্থাগারের প্রয়োজনীয়তা অস্বীকার করে নি। এসকল উদাহরণ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে, পৃথিবীর সভ্য জাতি ও উন্নত সভ্যতাগুলোর সাথে সমৃদ্ধ গ্রন্থাগারের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই জাতি হিসেবে আমরা যদি সমৃদ্ধ ও উন্নত হতে চাই তাহলে আমাদেরও সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তুলতে হবে।

উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ ও শক্তিশালী। আর তাদের এই সমৃদ্ধ অর্থনীতির পেছনের কারণ হলো তারা জ্ঞান-বিজ্ঞান চর্চা, গবেষণা, উদ্ভাবন ইত্যাদিকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ জ্ঞান-বিজ্ঞান চর্চায় যে জাতি যত এগিয়ে তাদের অর্থনীতিও তত সমৃদ্ধ।

এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী বলেছেন- ‘এ যুগে যে জাতির জ্ঞানের ভা-ার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়।’ সুতরাং বুঝাই যাচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে জ্ঞান-বিজ্ঞান চর্চা, গবেষণা তথা গ্রন্থাগারের যোগসূত্র রয়েছে। তাছাড়া আগামীর অর্থনীতিও হবে জ্ঞানভিত্তিক অর্থনীতি। অর্থাৎ মানুষের বুদ্ধিবৃত্তিক পুঁজিই (বৈজ্ঞানিক আবিষ্কার, উদ্ধাবন, ফলিত গবেষণা ইত্যাদি) যে অর্থনৈতিক ব্যবস্থায় পণ্য ও পরিষেবার উৎপাদন ও ভোগের মূল কাঁচামাল হিসেবে বিবেচিত হবে।

সুতরাং আমাদেরকে এই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে মনযোগ দিতে হবে। সেজন্য প্রয়োজন যুগোপযোগী গবেষণা ও নিবিড় জ্ঞানচর্চা। আর এখানেই সমৃদ্ধ গ্রন্থাগারের প্রসঙ্গ।

দুর্নীতি হ্রাস করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে সমৃদ্ধ গ্রন্থাগার অপরিহার্য। আমরা জানি একটি দেশ বা জাতির উন্নয়নে বড় বাধা হলো দুর্নীতি বা অনিয়ম। দুর্নীতি বা অনিয়মই একটি জাতির জীবনে ক্যানসার স্বরূপ যা সেই জাতিকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেয়। অতীত ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারবো- বিভিন্ন প্রাচীন ও বড় বড় সভ্যতাগুলো ধ্বংসের পেছনে একটি অন্যতম কারণ ছিল এই দুর্নীতি। তাছাড়া আমাদের দেশের বর্তমান বাস্তবতায় দুর্নীতিই প্রধানতম কারণ যা টেকসই উন্নয়নে অন্তরায়। আর এ থেকে উত্তরণে কার্যকরী ও সর্বোত্তম উপায় হলো মানুষের বিবেকবোধ জাগ্রত ও শাণিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্র তথা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সমাজ, রাষ্ট্র সর্বত্রই নীতি-নৈতিকতার চর্চা করা। এক্ষেত্রে ভালো ভালো বই যেমন- ধর্মীয়, অনুপ্রেরণামূলক বই, মনীষীদের জীবনী, বিভিন্ন সভ্যতা ও জাতির ইতিহাস ইত্যাদি পাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এভাবেই গ্রন্থাগার একটি দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখে।

একটি জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনেও সমৃদ্ধ গ্রন্থাগার অপরিহার্য। কেননা গ্রন্থাগার বিশেষ করে গণগ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয় যেখানে সকল শ্রেণি-পেশা, লিঙ্গ-বয়স, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জ্ঞানার্জনের অবারিত সুযোগ রয়েছে। সেই সাথে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করতে গ্রন্থাগারের রয়েছে প্রত্যক্ষ ভূমিকা। তাছাড়া তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে স্ব-শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ প্রদানেও সমৃদ্ধ গ্রন্থাগারের বিকল্প নেই।

তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলতেও সমৃদ্ধ গ্রন্থাগারের প্রয়োজন রয়েছে। বই পড়ার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বিকশিত ও শাণিত হয়, চিন্তা-চেতনার উৎকর্ষ সাধিত হয়, দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস ইতিবাচক ও উন্নত হয়, আচার-আচরণ মার্জিত হয়, কথা-বার্তা ও কাজ-কর্ম পরিশীলিত ও পরিপাটি হয় যা তাকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলে। সেই সাথে একবিংশ শতাব্দীর দক্ষতা রপ্ত করতেও বই পড়ার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে। আর এভাবেই তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে গ্রন্থাগার কার্যকর ভূমিকা রাখতে পারে।

গ্রন্থাগার সমৃদ্ধ হলেই সমৃদ্ধ হবে দেশ-জাতি, সমাজ-অর্থনীতি, সভ্যতা-সংস্কৃতি সব।

[লেখক : জেলা লাইব্রেরিয়ান, শেরপুর]

back to top