alt

মতামত » উপ-সম্পাদকীয়

নাগাসাকি দিবস : পারমাণবিক বোমার অপপ্রয়োগ বন্ধ হোক

শুভাশিস ব্যানার্জি শুভ

: শনিবার, ০৯ আগস্ট ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধারাবাহিকতার একপর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান-বহর সম্পূর্ণ অমানবিকভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের হিরোসিমা শহরে। চোখের পলকে ধ্বংস হয় শহরটির সিংহভাগ। প্রাণ হারায় ১৫ হাজার নিরপরাধ নিরীহ বেসামরিক মানুষ। পৃথিবীর ইতিহাসে এ ঘটনার মধ্য দিয়ে সৃষ্টি হয় প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা। বর্বোরচিত এ ঘটনার মাত্র ৩ দিন পর অর্থাৎ ৯ আগস্ট একইভাবে মার্কিন যুদ্ধবিমান পারমাণবিক বোমা ফেলে জাপানের আরেকটি শহর নাগাসাকিতে।

বোমাটির বৈজ্ঞানিক নাম দেয়া হয় ‘দি ফ্যাট ম্যান’। পারমাণবিক বোমার আঘাতে ভস্ম হয়ে যায় নাগাসাকি শহরের এক-তৃতীয়াংশ। ৮০ হাজারেরও বেশি নিরাপরাধ নিরীহ মানুষ প্রাণ হারিয়ে বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ এতো বিশাল যে ক্ষয়-ক্ষতির প্রকৃত হিসাব ছিলো প্রায় অসম্ভব। তারপরও হিসাব করে দেখা গেছে নাগাসাকির ঘটনার মৃতের সংখ্যা ছিলো প্রায় ৭৩ হাজার ৮৮৪ জন, আহত ৭৪ হাজার ৯০৯ জন, নিঃস্ব হয় ১ লাখ ২০ হাজার ৮২০ জন আর গৃহ ক্ষতিগ্রস্ত হয় ১৮ হাজার ৪০৯টি।

এসব ক্ষতিগ্রস্ত গৃহের মধ্যে ১১ হাজার ৫৭৮টি পুড়ে ছাই হয়ে যায়। ১ হাজার ৩২৬টি চুরমার হয়ে যায় পুরোপুরি আর ৫ হাজার ৫০৯টি চুরমার হয় আংশিকভাবে। নাগাসাকির তৎকালীন মোট জনসংখ্যা অর্থাৎ ২ লাখ ১০ হাজার মানুষের মধ্যে ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত ও আহত হয়। গাণিতিক হিসেবে এই সংখ্যা শতকরা ৭১.৪ শতাংশ।

আকস্মিক এবং অকল্পনীয় এই ধ্বংসযজ্ঞের ক্ষেত্রে উদ্ধার কার্যক্রম মূলত তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি। যারা কোনোভাবে প্রাণে বেঁচে যায় তারাও প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কারণ তৎকালীন ডাক্তারদের এ ধরনের বোমার তেজস্ক্রিয়তা সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা ছিলো না। আর তাই, ঘটনা ঘটার পরও দিনের পর দির ক্রমান্বয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। পরবর্তীতে বোমাক্রান্তদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী তাদের মধ্যে বিতরণ করা হয় ‘স্বাস্থ্য কার্ড’, যার ফলে তারা সবাই আজীবন অবৈতনিক চিকিৎসা পাবে।

এখনো প্রায় ৩০ হাজারের মতো বোমাক্রান্ত কার্ডধারী মানুষ আছে যাদের শরীরে রয়েছে বোমার তেজস্ক্রিয়তার বিষ! পারমাণবিক বোমা নিক্ষেপের দ্বিতীয় এ ঘটনাটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় পারমাণবিক বোমা ব্যবহারের ঘটনা। শুধু জাপানিরা নয়,পৃথিবীর সকল মানুষ এখনো শিউরে ওঠে এই ঘটনার কথা মনে করে বা নতুন করে জেনে।

এই দুটি বোমা হামলার মধ্য দিয়ে সভ্যতার আবিষ্কারে কালিমা লেপন করা হয়, যা বিশ্বব্যাপী এক ঘৃণার ইতিহাস সৃষ্টি করে। দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয়তার কারণে পরের বেশ কয়েকটি বছর ক্রমাগত মৃত্যুর কোলে শামিল হয় আরো ১ লাখ ৩০ হাজার লোক। এখনো জাপানের অধিবাসী সেই তেজস্ক্রিয়তার মাশুল দিয়ে যাচ্ছেন।

জাপানের হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আনবিক বোমা হামলার পর পার হয়েছে বহু বছর। প্রতি বছর ৬ ও ৯ আগস্ট ঘুরে ঘুরে আসে। যুক্তরাষ্ট্রের নিমর্মতার কথা জাপানিরা কোনো দিন ভুলতে পারবে না।

আনবিক বোমা লিটল বয়ের ধ্বংসযজ্ঞ এতই নির্মম ছিলো যে, সে দিন এ বোমাটি ২ কিলোমিটারের মধ্যে যতগুলো কাঠের স্থাপনা ছিল সবগুলোকে মাটির সাথে সমতল করে দেয়। সেখানে ৫০০ মিটার বৃত্তের মধ্যে আলিশান দালানগুলো চোখের পলকে নেতিয়ে পড়ে। ৫ বর্গমাইল এলাকা মোটামুটি ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার নিয়ে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বার্ষিকী পালন হয় প্রতি বছর। তেজস্ক্রিয় বিকিরণের ভয়াবহতা আজও বয়ে বেড়াচ্ছেন নাগাসাকির লাখ লাখ মানুষ। আজও সেখানে জন্ম হচ্ছে বিকলাঙ্গ শিশুর। প্রশ্ন জাগে সেই দুঃসহ স্মৃতি বিশ্ব শক্তিধরদের পারমাণবিক শক্তির নির্ভরতা কমিয়ে আনার পথে ফিরিয়ে আনতে পারবে তো?

[লেখক : সংবাদকর্মী]

জোটের ভোট নাকি ভোটের জোট, কৌশলটা কী?

প্রমাণ তো করতে হবে আমরা হাসিনার চেয়ে ভালো

ছবি

কৃষি ডেটা ব্যবস্থাপনা

যুক্তরাজ্যে ভর্তি স্থগিতের কুয়াশা: তালা লাগলেও চাবি আমাদের হাতে

শিক্ষকদের কর্মবিরতি: পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধ

জাতীয় রক্তগ্রুপ নির্ণয় দিবস

জাল সনদপত্রে শিক্ষকতা

সাধারণ চুক্তিগুলোও গোপনীয় কেন

ছবি

শিশুখাদ্যের নিরাপত্তা: জাতির ভবিষ্যৎ সুরক্ষার প্রথম শর্ত

ছবি

ফিনল্যান্ড কেন সুখী দেশ

ছবি

কৃষকের সংকট ও অর্থনীতির ভবিষ্যৎ

আলু চাষের আধুনিক প্রযুক্তি

ই-বর্জ্য: নীরব বিষে দগ্ধ আমাদের ভবিষ্যৎ

ঢাকার জনপরিসর: আর্ভিং গফম্যানের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

আলু চাষের আধুনিক প্রযুক্তি

কলি ফুটিতে চাহে ফোটে না!

কৃষিতে স্মার্ট প্রযুক্তি

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে লোকালাইজেশন অপরিহার্য

আইসিইউ থেকে বাড়ি ফেরা ও খাদের কিনারায় থাকা দেশ

বিচারবহির্ভূত হত্যার দায় কার?

ছবি

ট্রাম্পের ভেনেজুয়েলা কৌশল

অযৌক্তিক দাবি: পেশাগত নৈতিকতার সংকট ও জনপ্রশাসন

সড়ক দুর্ঘটনা এখন জাতীয় সংকট

কেন বাড়ছে দারিদ্র্য?

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্জন্ম

লবণাক্ততায় ডুবছে উপকূল

বিশ্ব জলবায়ু সম্মেলন ও বাস্তবতা

সড়ক দুর্ঘটনার সমাজতত্ত্ব: আইন প্রয়োগের ব্যর্থতা ও কাঠামোর চক্রাকার পুনরুৎপাদন

ছবি

অস্থির সময় ও অস্থির সমাজের পাঁচালি

ভারতে বামপন্থার পুনর্জাগরণ: ব্যাধি ও প্রতিকার

চিপনির্ভরতা কাটিয়ে চীনের উত্থান

একতার বাতাসে উড়ুক দক্ষিণ এশিয়ার পতাকা

ছবি

স্মরণ: শহীদ ডা. মিলন ও বৈষম্যহীন ব্যবস্থার সংগ্রাম

মনে পুরানো দিনের কথা আসে, মনে আসে, ফিরে আসে...

রাসায়নিক দূষণ ও ক্যান্সারের ঝুঁকি

আছদগঞ্জের শুটকি : অতীতের গৌরব, বর্তমানের দুঃসময়

tab

মতামত » উপ-সম্পাদকীয়

নাগাসাকি দিবস : পারমাণবিক বোমার অপপ্রয়োগ বন্ধ হোক

শুভাশিস ব্যানার্জি শুভ

শনিবার, ০৯ আগস্ট ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধারাবাহিকতার একপর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান-বহর সম্পূর্ণ অমানবিকভাবে পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের হিরোসিমা শহরে। চোখের পলকে ধ্বংস হয় শহরটির সিংহভাগ। প্রাণ হারায় ১৫ হাজার নিরপরাধ নিরীহ বেসামরিক মানুষ। পৃথিবীর ইতিহাসে এ ঘটনার মধ্য দিয়ে সৃষ্টি হয় প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘটনা। বর্বোরচিত এ ঘটনার মাত্র ৩ দিন পর অর্থাৎ ৯ আগস্ট একইভাবে মার্কিন যুদ্ধবিমান পারমাণবিক বোমা ফেলে জাপানের আরেকটি শহর নাগাসাকিতে।

বোমাটির বৈজ্ঞানিক নাম দেয়া হয় ‘দি ফ্যাট ম্যান’। পারমাণবিক বোমার আঘাতে ভস্ম হয়ে যায় নাগাসাকি শহরের এক-তৃতীয়াংশ। ৮০ হাজারেরও বেশি নিরাপরাধ নিরীহ মানুষ প্রাণ হারিয়ে বোমার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ এতো বিশাল যে ক্ষয়-ক্ষতির প্রকৃত হিসাব ছিলো প্রায় অসম্ভব। তারপরও হিসাব করে দেখা গেছে নাগাসাকির ঘটনার মৃতের সংখ্যা ছিলো প্রায় ৭৩ হাজার ৮৮৪ জন, আহত ৭৪ হাজার ৯০৯ জন, নিঃস্ব হয় ১ লাখ ২০ হাজার ৮২০ জন আর গৃহ ক্ষতিগ্রস্ত হয় ১৮ হাজার ৪০৯টি।

এসব ক্ষতিগ্রস্ত গৃহের মধ্যে ১১ হাজার ৫৭৮টি পুড়ে ছাই হয়ে যায়। ১ হাজার ৩২৬টি চুরমার হয়ে যায় পুরোপুরি আর ৫ হাজার ৫০৯টি চুরমার হয় আংশিকভাবে। নাগাসাকির তৎকালীন মোট জনসংখ্যা অর্থাৎ ২ লাখ ১০ হাজার মানুষের মধ্যে ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত ও আহত হয়। গাণিতিক হিসেবে এই সংখ্যা শতকরা ৭১.৪ শতাংশ।

আকস্মিক এবং অকল্পনীয় এই ধ্বংসযজ্ঞের ক্ষেত্রে উদ্ধার কার্যক্রম মূলত তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি। যারা কোনোভাবে প্রাণে বেঁচে যায় তারাও প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কারণ তৎকালীন ডাক্তারদের এ ধরনের বোমার তেজস্ক্রিয়তা সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা ছিলো না। আর তাই, ঘটনা ঘটার পরও দিনের পর দির ক্রমান্বয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। পরবর্তীতে বোমাক্রান্তদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী তাদের মধ্যে বিতরণ করা হয় ‘স্বাস্থ্য কার্ড’, যার ফলে তারা সবাই আজীবন অবৈতনিক চিকিৎসা পাবে।

এখনো প্রায় ৩০ হাজারের মতো বোমাক্রান্ত কার্ডধারী মানুষ আছে যাদের শরীরে রয়েছে বোমার তেজস্ক্রিয়তার বিষ! পারমাণবিক বোমা নিক্ষেপের দ্বিতীয় এ ঘটনাটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় পারমাণবিক বোমা ব্যবহারের ঘটনা। শুধু জাপানিরা নয়,পৃথিবীর সকল মানুষ এখনো শিউরে ওঠে এই ঘটনার কথা মনে করে বা নতুন করে জেনে।

এই দুটি বোমা হামলার মধ্য দিয়ে সভ্যতার আবিষ্কারে কালিমা লেপন করা হয়, যা বিশ্বব্যাপী এক ঘৃণার ইতিহাস সৃষ্টি করে। দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয়তার কারণে পরের বেশ কয়েকটি বছর ক্রমাগত মৃত্যুর কোলে শামিল হয় আরো ১ লাখ ৩০ হাজার লোক। এখনো জাপানের অধিবাসী সেই তেজস্ক্রিয়তার মাশুল দিয়ে যাচ্ছেন।

জাপানের হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আনবিক বোমা হামলার পর পার হয়েছে বহু বছর। প্রতি বছর ৬ ও ৯ আগস্ট ঘুরে ঘুরে আসে। যুক্তরাষ্ট্রের নিমর্মতার কথা জাপানিরা কোনো দিন ভুলতে পারবে না।

আনবিক বোমা লিটল বয়ের ধ্বংসযজ্ঞ এতই নির্মম ছিলো যে, সে দিন এ বোমাটি ২ কিলোমিটারের মধ্যে যতগুলো কাঠের স্থাপনা ছিল সবগুলোকে মাটির সাথে সমতল করে দেয়। সেখানে ৫০০ মিটার বৃত্তের মধ্যে আলিশান দালানগুলো চোখের পলকে নেতিয়ে পড়ে। ৫ বর্গমাইল এলাকা মোটামুটি ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার নিয়ে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বার্ষিকী পালন হয় প্রতি বছর। তেজস্ক্রিয় বিকিরণের ভয়াবহতা আজও বয়ে বেড়াচ্ছেন নাগাসাকির লাখ লাখ মানুষ। আজও সেখানে জন্ম হচ্ছে বিকলাঙ্গ শিশুর। প্রশ্ন জাগে সেই দুঃসহ স্মৃতি বিশ্ব শক্তিধরদের পারমাণবিক শক্তির নির্ভরতা কমিয়ে আনার পথে ফিরিয়ে আনতে পারবে তো?

[লেখক : সংবাদকর্মী]

back to top