alt

opinion » post-editorial

আলফ্রেড সরেন হত্যা : বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

মিথুশিলাক মুরমু

: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
image

আলফ্রেড সরেন

আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেনের হত্যাকা-ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট, প্রকাশ্যে দিনের আলোয় চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নিজ গ্রামে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আলফ্রেডের বসতভিটা নওগাঁ, মহাদেবপুরের ভীমপুর আদিবাসী গ্রামটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। গ্রামের ১৫-২০টি সাঁওতাল পরিবারের অনুপস্থিতিতে চিহ্নিত হাতেম-গদাই গংরা বীরদর্পে আগুনে হোলি খেলা চালায়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেন। উত্তরবঙ্গে আদিবাসীদের ওপর উপর্যুপরি অত্যাচার-নির্যাতন, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যাকা-ের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিলেন আলফ্রেড। সেদিন বেলা ১২টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের চৌমাসিয়ার মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আদিবাসীরা। আদিবাসী সাঁওতাল, উরাঁও, মাহালী, মু-া, কর্মকার, ভূঁইয়ারা আশপাশের গ্রাম থেকে ক্রমশই জড়ো হতে থাকেন।

এরই মধ্যে আলফ্রেড সরেন কোনো এক প্রয়োজনে অনুষ্ঠানস্থল থেকে নিজ বাড়িতে যান। অনুষ্ঠানস্থল থেকে ভীমপুর খুব দূরে নয়। ভীমপুর গ্রামের নারী-পুরুষ, পৌঢ়-শিশুরা সবাই ছিলেন অনুষ্ঠানের আমেজে, সমাবেশস্থলে। আলফ্রেড নিজ বাড়িতে যেতেই সন্ত্রাসীরা হামলার প্রস্তুতি নেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নেন। চিহ্নিত সন্ত্রাসীরা সেই বাড়িতে আগুন ধরালে তিনি বেরিয়ে আসেন, আর তখনই ঘাতকরা আলফ্রেডকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একে একে পুরো গ্রামের ঘরবাড়িতে আগুনের লেলিহান জ্বলে ওঠে। ঘরবাড়িতে লুটপাট চালানো হয় এবং কিছু শিশু, যারা অনুষ্ঠানে যেতে পারেনি, তাদের পুকুরে নিক্ষেপ করা হয় ও বেধড়ক মারধর করা হয়।

পীযূষ ভট্টাচার্য ও সীতেশ ভট্টাচার্য নওগাঁর এক ধনী পরিবার। তাদের মামাদের পরিত্যাক্ত অনেক জমিজমি একসময় ২নং খাস খতিয়ান হয়ে যায়। এই জমি নিজেদের দখলে রাখার জন্য তারা ভূমিহীন আদিবাসী সাঁওতালদের ব্যবহার করেন। রাজশাহীর তানোরে থাকতেন গায়না সরেন, আলফ্রেডের বাবা। আদিবাসীদের বলা হয়, ভীমপুরে গিয়ে চাষাবাদ করলে প্রতি পরিবারকে পাঁচ বিঘা করে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। ভীমপুরে এসে ১৩ সাঁওতাল পরিবার কঠিন সংগ্রাম শুরু করেন।

পীযূষ ভট্টাচার্যের কাছ থেকে তারা পান ১২০ বিঘা বরেন্দ্রভূমি। ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্টের আগেই মারা যান পীযূষ ভট্টাচার্য। হাতেম আলী সাঁওতালদের নামে বন্দোবস্ত করে দেওয়া জমি জবরদখলের এক ষড়যন্ত্রের মাধ্যমে ভাঙচুর, হামলা ও হত্যাকা- ঘটায়। ইতোপূর্ব থেকেই হাতেম আলীর বিরুদ্ধে এলাকায় হিন্দুদের আরও ৩২ বিঘা ও আদিবাসীদের ৭ বিঘা জমি জবরদখলের অভিযোগ আছে।

২০০০ খ্রিস্টাব্দের ১১ আগস্ট দুপুরে হাতেম আলীর নেতৃত্বে সীতেশ ভট্টাচার্যের ভাড়াটে বাহিনী ভীমপুর গ্রামে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়। মারাত্মকভাবে জখম হন বিশ্বনাথ বেসরা, আলফ্রেড সরেন, সুবল বেসরা ও শীমন্ত্র হেমব্রম। আহতরা স্থানীয় মহাদেবপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ভীমপুর থেকে স্থানচ্যুত হন আটটি পরিবার। সুবল বেসরা, কমল সরেন, দেবেন সরেন, অনিল সরেন, শ্রীমন্ত হেমব্রমসহ পরিবারগুলো নিরাপদ স্থানের সন্ধানে বেরিয়ে পড়েন। বর্তমানে ৮টি সাঁওতাল পরিবার, ৫টি বর্মন, মালো, বৈরাগী ১টি পরিবারসহ মোট ১৬টি পরিবার ভীমপুরে থিতু হয়েছেন। তারা অধীর অপেক্ষায় রয়েছেন, হয়তো দ্রুতই ভূমি যন্ত্রণার দুঃসহকাল কাটবে। বিচার হবে আলফ্রেড হত্যার।

সেদিনের সভায় বক্তব্য দিতে চৌমাসিয়ার মোড়ে এসেছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা কমিটির তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে গ্রামের দিকে তাকিয়ে দেখি আগুনের কু-লী পাকিয়ে ধোঁয়া উঠছে। সবাইকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করি। কয়েকজন আদিবাসী এর মধ্যেই গ্রামের দিকে দৌড় দেন। আমরাও সেখানেই যাই। তবে ততক্ষণে সব শেষ। সেদিনই ভীমপুরের আদিবাসীদের জীবনপাতা বিবর্ণ হয়ে গেছে। আদিবাসী পরিবারগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়, শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আলফ্রেড সরেনের মা ঠাকুরাণী পরবর্তীতে শোকে মৃত্যুবরণ করেন। আলফ্রেডের স্ত্রী ও কন্যা ঝর্ণা সরেন পৈতৃক ভিটা রাজশাহীর তানোরে আশ্রিত হন। বর্তমানেও মেয়ে সংসার পালন করছেন, স্ত্রী জীবনযুদ্ধে লিপ্ত; এরা কি দেখে যেতে পারবে হত্যাকারীদের বিচার! বছরের পর বছর বিচার প্রক্রিয়ার স্থবিরতায় আলফ্রেড পরিবারের সদস্যরা ক্ষুব্ধ এবং হতাশ।’

চাঞ্চল্যকর হত্যাকা-ের এ ঘটনা আদিবাসী সাঁওতাল নেতার বিচারের দূরবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০০০ খ্রিস্টাব্দের পর আলোচিত গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের জমি দখলকে কেন্দ্র করে পুলিশের হত্যার শিকার হন আদিবাসী সাঁওতাল শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু। ২০২৬ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর সংঘটিত হত্যাকা-ের আজও কোনো সুরাহা হয়নি। উত্তরবঙ্গের আদিবাসীরা অসহায়, নিরুপায়; বিগত ২৫ বছরের আলোচিত দুটি ঘটনার কোনোটিই ন্যায্য বিচারের মুখ দেখেনি। বিচারের বাণী আদিবাসীদের কাছে নীরবে কাঁদছে। প্রজ্ঞাবান ও ক্ষমতাবানদের নৈতিক দায়িত্ব দুর্বল, প্রান্তিক বা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো কঠিন। এর ব্যত্যয় ঘটলে বোঝা যায়, স্রষ্টা আপন হাতে বিচার নিষ্পত্তি করবেন।

[লেখক : কলামিস্ট]

গণিতের বহুমুখী ব্যবহার : আধুনিক বিজ্ঞানের চালিকাশক্তি

প্রসঙ্গ : পেঁপের রিং স্পট ভাইরাস

ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা : রাজনৈতিক বিভেদের অমোচনীয় ক্ষত

কারাম উৎসব : বাংলার প্রাচীন কৃষি ও সংস্কৃতির ধারক

ছবি

আলাস্কা বৈঠক : শান্তির দেখা কি মিলল?

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ কতদূর?

মবের উন্মাদনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার

জীবন থেকে নেয়া শিক্ষাগুলোই এগিয়ে দেয় জীবনকে

রাজনৈতিক কর্মসূচি, যানজট ও আচরণগত অর্থনীতি

সম্পদের অভিশাপ : সিলেটের সাদাপাথরে সংঘাতের সমাজতত্ত্ব ও নীতি-সংকট

নির্বাচন সুষ্ঠু হবে তো

মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহার জরুরি

ছবি

সাদাপাথরের নীলাভ দেশ : ভোলাগঞ্জের সৌন্দর্য ও সংকট

একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার সমাজতত্ত্ব

বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির নতুন ভূরাজনীতি

মব ও জাস্টিস

ইতিহাসকে নতুন করে লেখা এক জগাখিচুড়ি!

নারীর সমঅধিকার : সমাজ পরিবর্তনের চাবিকাঠি

জ্ঞানের মঞ্চ এখন সার্কাস, গবেষণা সেখানে নীরব দর্শক

ছবি

ভরা শ্রাবণে স্বদেশ-ভাবনা

নারীর প্রতি সহিংসতা : বাস্তবতা, আইন ও প্রতিরোধের জরুরি দিকনির্দেশনা

ছাত্র রাজনীতি : নেতৃত্বের হাতেখড়ি নাকি দাসত্বের লেজুড়বৃত্তি?

ছবি

নারীর প্রতি সহিংসতা বন্ধ করতেই হবে

ছবি

উন্নয়ন ও প্রকৃতি

ছবি

কৃষকের চেয়ে বড় উদ্যোক্তা আর কে আছে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষাগত ও সামাজিক সমস্যা

ট্রেড ইউনিয়ন ও বাংলাদেশের প্রেক্ষাপট

সব অর্জনে কৃতিত্ব নিতে নেই

নাগাসাকি দিবস : পারমাণবিক বোমার অপপ্রয়োগ বন্ধ হোক

আদিবাসী অধিকার : দায় ঘোচানোর সুযোগ এসেছে, কাজে লাগাতে হবে রাষ্ট্রকেই

অদৃশ্য আগ্রাসনের বিরুদ্ধে লড়াই : উষ্ণ বাংলাদেশে জলবায়ু-প্রসূত স্বাস্থ্য সংকট

নেতানিয়াহুর এক ভ্রান্ত কৌশলের মুখোমুখি ইসরায়েল

আসিয়ানে বাংলাদেশের অভিযাত্রা : সম্ভাবনার পথে কূটনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক চ্যালেঞ্জ

ভাঙছে নদী, গড়ছে দুঃখের গ্রাম

ছবি

গণঅভ্যুত্থান ও গণআকাক্সক্ষা : এক বছরে অর্জনটা কী?

ছবি

ভিন্নমত, ভিন্নপথ এবং প্রান্তজনের স্বপ্ন

tab

opinion » post-editorial

আলফ্রেড সরেন হত্যা : বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

মিথুশিলাক মুরমু

image

আলফ্রেড সরেন

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেনের হত্যাকা-ের ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট, প্রকাশ্যে দিনের আলোয় চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নিজ গ্রামে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আলফ্রেডের বসতভিটা নওগাঁ, মহাদেবপুরের ভীমপুর আদিবাসী গ্রামটি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। গ্রামের ১৫-২০টি সাঁওতাল পরিবারের অনুপস্থিতিতে চিহ্নিত হাতেম-গদাই গংরা বীরদর্পে আগুনে হোলি খেলা চালায়।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন আদিবাসী সাঁওতাল নেতা আলফ্রেড সরেন। উত্তরবঙ্গে আদিবাসীদের ওপর উপর্যুপরি অত্যাচার-নির্যাতন, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যাকা-ের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিলেন আলফ্রেড। সেদিন বেলা ১২টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের চৌমাসিয়ার মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আদিবাসীরা। আদিবাসী সাঁওতাল, উরাঁও, মাহালী, মু-া, কর্মকার, ভূঁইয়ারা আশপাশের গ্রাম থেকে ক্রমশই জড়ো হতে থাকেন।

এরই মধ্যে আলফ্রেড সরেন কোনো এক প্রয়োজনে অনুষ্ঠানস্থল থেকে নিজ বাড়িতে যান। অনুষ্ঠানস্থল থেকে ভীমপুর খুব দূরে নয়। ভীমপুর গ্রামের নারী-পুরুষ, পৌঢ়-শিশুরা সবাই ছিলেন অনুষ্ঠানের আমেজে, সমাবেশস্থলে। আলফ্রেড নিজ বাড়িতে যেতেই সন্ত্রাসীরা হামলার প্রস্তুতি নেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নেন। চিহ্নিত সন্ত্রাসীরা সেই বাড়িতে আগুন ধরালে তিনি বেরিয়ে আসেন, আর তখনই ঘাতকরা আলফ্রেডকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একে একে পুরো গ্রামের ঘরবাড়িতে আগুনের লেলিহান জ্বলে ওঠে। ঘরবাড়িতে লুটপাট চালানো হয় এবং কিছু শিশু, যারা অনুষ্ঠানে যেতে পারেনি, তাদের পুকুরে নিক্ষেপ করা হয় ও বেধড়ক মারধর করা হয়।

পীযূষ ভট্টাচার্য ও সীতেশ ভট্টাচার্য নওগাঁর এক ধনী পরিবার। তাদের মামাদের পরিত্যাক্ত অনেক জমিজমি একসময় ২নং খাস খতিয়ান হয়ে যায়। এই জমি নিজেদের দখলে রাখার জন্য তারা ভূমিহীন আদিবাসী সাঁওতালদের ব্যবহার করেন। রাজশাহীর তানোরে থাকতেন গায়না সরেন, আলফ্রেডের বাবা। আদিবাসীদের বলা হয়, ভীমপুরে গিয়ে চাষাবাদ করলে প্রতি পরিবারকে পাঁচ বিঘা করে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। ভীমপুরে এসে ১৩ সাঁওতাল পরিবার কঠিন সংগ্রাম শুরু করেন।

পীযূষ ভট্টাচার্যের কাছ থেকে তারা পান ১২০ বিঘা বরেন্দ্রভূমি। ২০০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্টের আগেই মারা যান পীযূষ ভট্টাচার্য। হাতেম আলী সাঁওতালদের নামে বন্দোবস্ত করে দেওয়া জমি জবরদখলের এক ষড়যন্ত্রের মাধ্যমে ভাঙচুর, হামলা ও হত্যাকা- ঘটায়। ইতোপূর্ব থেকেই হাতেম আলীর বিরুদ্ধে এলাকায় হিন্দুদের আরও ৩২ বিঘা ও আদিবাসীদের ৭ বিঘা জমি জবরদখলের অভিযোগ আছে।

২০০০ খ্রিস্টাব্দের ১১ আগস্ট দুপুরে হাতেম আলীর নেতৃত্বে সীতেশ ভট্টাচার্যের ভাড়াটে বাহিনী ভীমপুর গ্রামে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়। মারাত্মকভাবে জখম হন বিশ্বনাথ বেসরা, আলফ্রেড সরেন, সুবল বেসরা ও শীমন্ত্র হেমব্রম। আহতরা স্থানীয় মহাদেবপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ভীমপুর থেকে স্থানচ্যুত হন আটটি পরিবার। সুবল বেসরা, কমল সরেন, দেবেন সরেন, অনিল সরেন, শ্রীমন্ত হেমব্রমসহ পরিবারগুলো নিরাপদ স্থানের সন্ধানে বেরিয়ে পড়েন। বর্তমানে ৮টি সাঁওতাল পরিবার, ৫টি বর্মন, মালো, বৈরাগী ১টি পরিবারসহ মোট ১৬টি পরিবার ভীমপুরে থিতু হয়েছেন। তারা অধীর অপেক্ষায় রয়েছেন, হয়তো দ্রুতই ভূমি যন্ত্রণার দুঃসহকাল কাটবে। বিচার হবে আলফ্রেড হত্যার।

সেদিনের সভায় বক্তব্য দিতে চৌমাসিয়ার মোড়ে এসেছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নওগাঁ জেলা কমিটির তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল। তিনি বলেন, ‘বেলা ১২টার দিকে গ্রামের দিকে তাকিয়ে দেখি আগুনের কু-লী পাকিয়ে ধোঁয়া উঠছে। সবাইকে সেদিকে দৃষ্টি আকর্ষণ করি। কয়েকজন আদিবাসী এর মধ্যেই গ্রামের দিকে দৌড় দেন। আমরাও সেখানেই যাই। তবে ততক্ষণে সব শেষ। সেদিনই ভীমপুরের আদিবাসীদের জীবনপাতা বিবর্ণ হয়ে গেছে। আদিবাসী পরিবারগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়, শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আলফ্রেড সরেনের মা ঠাকুরাণী পরবর্তীতে শোকে মৃত্যুবরণ করেন। আলফ্রেডের স্ত্রী ও কন্যা ঝর্ণা সরেন পৈতৃক ভিটা রাজশাহীর তানোরে আশ্রিত হন। বর্তমানেও মেয়ে সংসার পালন করছেন, স্ত্রী জীবনযুদ্ধে লিপ্ত; এরা কি দেখে যেতে পারবে হত্যাকারীদের বিচার! বছরের পর বছর বিচার প্রক্রিয়ার স্থবিরতায় আলফ্রেড পরিবারের সদস্যরা ক্ষুব্ধ এবং হতাশ।’

চাঞ্চল্যকর হত্যাকা-ের এ ঘটনা আদিবাসী সাঁওতাল নেতার বিচারের দূরবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০০০ খ্রিস্টাব্দের পর আলোচিত গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের জমি দখলকে কেন্দ্র করে পুলিশের হত্যার শিকার হন আদিবাসী সাঁওতাল শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু। ২০২৬ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর সংঘটিত হত্যাকা-ের আজও কোনো সুরাহা হয়নি। উত্তরবঙ্গের আদিবাসীরা অসহায়, নিরুপায়; বিগত ২৫ বছরের আলোচিত দুটি ঘটনার কোনোটিই ন্যায্য বিচারের মুখ দেখেনি। বিচারের বাণী আদিবাসীদের কাছে নীরবে কাঁদছে। প্রজ্ঞাবান ও ক্ষমতাবানদের নৈতিক দায়িত্ব দুর্বল, প্রান্তিক বা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো কঠিন। এর ব্যত্যয় ঘটলে বোঝা যায়, স্রষ্টা আপন হাতে বিচার নিষ্পত্তি করবেন।

[লেখক : কলামিস্ট]

back to top