alt

উপ-সম্পাদকীয়

সক্ষমতা অনুযায়ী রাজস্বের লক্ষ্য ঠিক করতে হবে

এসএম জাহাঙ্গীর আলম

: বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

প্রতি বছর বিশাল অঙ্কের জাতীয় বাজেট পেশ করা হয়। এতে প্রধান ভূমিকা থাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। কিন্তু রাজস্ব আদায়ের বিবেচনায় না নিয়ে প্রতি বছর এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে প্রায় ৩৫ শতাংশ। এ লক্ষ্যমাত্রা নির্ধারণকে অযৌক্তিক বলে আমি মনে করি। কারণ-জাতীয় বাজেট বিবেচনায় সরকার তার আয়-ব্যয়ের পরিকল্পনা করে থাকেন। যখন রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয়, পুরো বিষয়ে একটা বিশৃঙ্খলা দেখা দেয়।

তবে সরকারের উচিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিবেচনায় নিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। যে কোন দেশে জিডিপি হারের রেশিওর ওপর নির্ভর করে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আমাদের দেশে ব্যতিক্রম। এনবিআর সক্ষমতা বিবেচনায় না নিয়েই বরাবরই বিশাল অঙ্কের রাজস্ব আদায় নির্ধারণ করে যা অযৌক্তিক। যার ফলে প্রতি বছরই রাজস্ব আদায় ঘাটতি থেকেই যাচ্ছে। ২২ শতাংশের ওপর রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। তবে ব্যক্তি করের আওতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব কিছুটা বাড়ছে বলা চলে।

আমাদের দেশে রাজস্ব আদায় মূল উৎস হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। এখাত থেকেই সর্বাধিক রাজস্ব পাওয়া যাচ্ছে। যেমন সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের ১০ মাসের হিসাব থেকে দেখা যায় যে, আমদানি পর্যায়ে ভ্যাট থেকে রাজস্ব পাওয়া গেছে ২১ দশমিক ৯৩ শতাংশ। আমদানি পর্যায়ে সম্পুরক শুল্ক পাওয়া গেছে ১১ দশমিক ২৮ শতাংশ, রপ্তানি খাতে আদায়ের পরিমাণ ৫৪ কোটি ৪৯ লাখ টাকা নির্ধারণ করা হলেও এখাতে দশমাসে এক টাকাও পাওয়া যায়নি। আবগারী শুল্ক পাওয়া গেছে ৩ দশমিক ৫৭ শতাংশ, স্থানীয় পর্যায়ে ভ্যাট পাওয়া গেছে ৭ দশমিক ৩৪ শতাংশ, স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক পাওয়া গেছে ১৯ দশমিক ৮৫ শতাংশ, স্থানীয় পর্যায়ে অন্যান্য শুল্ক পাওয়া গেছে ১২ দশমিক ৭৯ শতাংশ।

বিদায়ী অর্থবছরে আয় কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯ হাজার ৫৯৫ কোটি টাকা আর ১০ মাসে আদায় হয়েছে ৫৪ হাজার ৩০৯ কোটি টাকা যা ৯ দশমিক ৩৭ শতাংশ। সাড়ে ১০ হাজার কোটি টাকা ভ্রমণ কর ধরা হলেও ১০ মাসে পাওয়া গেছে মাত্র ৮০৮ কোটি টাকা। সব মিলিয়ে ১০ মাসে রাজস্ব খাতে প্রাপ্তির প্রবৃদ্ধি দাঁড়ায় ১২ দশমিক ৮৭ শতাংশ মাত্র। কাজেই বিদায়ী অর্থবছরেও বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। রাজস্ব ঘাটতি মেটাতে হলে আদায় কার্যক্রম জোরদার করতে হবে, বাড়াতে হবে সক্ষমতা।

প্রতি বছরই বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ছে। যার ধারাবাহিকতায় বাড়ছে জাতীয় বাজেটের আকার। কিন্তু বাজেট বাস্তবায়নের সঙ্গে সক্ষমতার কোন মিল নেই। প্রতি বছরই বাজেট ঘাটতি থাকছে। এমকি সংশোধিত রাজেটেও ঘাটতি লক্ষ করা যাচ্ছে। বড় বাজেটে বড় আয়ের লক্ষ্যমাত্রা, কিন্তু সক্ষমতা না থাকায় আয়ের সঙ্গে ব্যয়ের কোন মিল নেই। আরেকটা বিষয় লক্ষণীয় যে, দুর্নীতি, দুর্বল মনিটরিং আর সক্ষম জনশক্তির অভাবে সমস্যায় পড়তে হচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় বা হচ্ছে যে, সক্ষম জনশক্তি গড়ে তোল হবে। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়?

[লেখক : সাবেক কর কমিশনার, এনবিআর]

দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ গ্রন্থাগার

আফ্রিকায় হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের ঝোঁক?

ঢাকা মহানগর ও বুড়িগঙ্গা

জামাই মেলা : উৎসব, ঐতিহ্য ও কৃষ্টির রঙিন চিত্রপট

হারিয়ে যাওয়া ক্লাস, কঠোর মূল্যায়ন আর প্রশ্নের জটিলতায় নুয়ে পড়া এক প্রজন্ম

বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলুন

চিকিৎসা যেন বাণিজ্যের হাতিয়ারে পরিণত না হয়

পথশিশু ও বাংলাদেশে সামাজিক চুক্তির ব্যর্থতা

মেগা প্রকল্প : প্রশ্ন হওয়া উচিত স্বচ্ছতা নিয়ে

আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি

স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা : উপগ্রহ চিত্র ও ওয়েবসাইটের অপরিহার্যতা

ক্ষমতা ও জনপ্রশাসন : আমলাতন্ত্রের ছায়াতলে আমজনতা

জনসংখ্যা : সম্পদ না সংকট?

ব্রিকসে নতুন ভূ-রাজনৈতিক ব্যবস্থার উত্থান

রম্যগদ্য : ‘ল্যাংড়া-লুলা, আতুড়-পাতুড়’

আষাঢ়ী পূর্ণিমা : আত্মশুদ্ধির সাধনায় বুদ্ধের অনন্ত আলো

বদলে যাওয়া মাটিতে সাহসী বীজ : জলবায়ুর বিপরীতে বাংলাদেশের কৃষির অভিযোজনগাথা

ছবি

জুলাই অভ্যুত্থান-গাথা : ‘শিকলে নাহি দিব ধরা’

প্রাচীন যৌধেয় জাতি ও তাদের সাম্যবাদী শাসন

গণঅভ্যুত্থান-উত্তর ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন

টেকসই উন্নয়নের স্বপ্নপূরণে উপগ্রহ চিত্রই চাবিকাঠি

রাবার শিল্প : সংকট, করণীয় ও উত্তরণের দিশা

রম্যগদ্য : দুধ, দই, কলা...

ছবি

কোপার্নিকাস : আলো হয়ে জন্ম নেওয়া বৈপ্লবিক মতবাদের প্রবর্তক

জলবায়ু সংকটে মানবসভ্যতা

টেকসই অর্থনীতির জন্য চাই টেকসই ব্যাংকিং

ডিজিটাল দাসত্ব : মনোযোগ অর্থনীতি ও জ্ঞান পুঁজিবাদে তরুণ প্রজন্মের মননশীলতার অবক্ষয়

অন্তর্বর্তীকালীন সরকার : আস্থা ভঙ্গ ও জবাবদিহিতার সংকট

আসামি এখন নির্বাচন কমিশন

কোথায় হারাল একান্নবর্তী পরিবার?

এই শান্তি কি মহাঝড়ের পূর্বলক্ষণ?

মেগাসিটি : দারিদ্র্য যখন ‘অবাঞ্ছিত বর্জ্য’

ফলের রাজ্য পার্বত্য চট্টগ্রাম

ছবি

তৃতীয় শক্তির জন্য জায়গা খালি : বামপন্থীরা কি ঘুরে দাঁড়াতে পারে না

জমি আপনার, দখল অন্যের?

সিধু-কানু : ধ্বংসস্তূপের নিচেও জেগে আছে সাহস

tab

উপ-সম্পাদকীয়

সক্ষমতা অনুযায়ী রাজস্বের লক্ষ্য ঠিক করতে হবে

এসএম জাহাঙ্গীর আলম

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

প্রতি বছর বিশাল অঙ্কের জাতীয় বাজেট পেশ করা হয়। এতে প্রধান ভূমিকা থাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। কিন্তু রাজস্ব আদায়ের বিবেচনায় না নিয়ে প্রতি বছর এনবিআরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে প্রায় ৩৫ শতাংশ। এ লক্ষ্যমাত্রা নির্ধারণকে অযৌক্তিক বলে আমি মনে করি। কারণ-জাতীয় বাজেট বিবেচনায় সরকার তার আয়-ব্যয়ের পরিকল্পনা করে থাকেন। যখন রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেয়, পুরো বিষয়ে একটা বিশৃঙ্খলা দেখা দেয়।

তবে সরকারের উচিত প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিবেচনায় নিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। যে কোন দেশে জিডিপি হারের রেশিওর ওপর নির্ভর করে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আমাদের দেশে ব্যতিক্রম। এনবিআর সক্ষমতা বিবেচনায় না নিয়েই বরাবরই বিশাল অঙ্কের রাজস্ব আদায় নির্ধারণ করে যা অযৌক্তিক। যার ফলে প্রতি বছরই রাজস্ব আদায় ঘাটতি থেকেই যাচ্ছে। ২২ শতাংশের ওপর রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। তবে ব্যক্তি করের আওতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব কিছুটা বাড়ছে বলা চলে।

আমাদের দেশে রাজস্ব আদায় মূল উৎস হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট। এখাত থেকেই সর্বাধিক রাজস্ব পাওয়া যাচ্ছে। যেমন সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরের ১০ মাসের হিসাব থেকে দেখা যায় যে, আমদানি পর্যায়ে ভ্যাট থেকে রাজস্ব পাওয়া গেছে ২১ দশমিক ৯৩ শতাংশ। আমদানি পর্যায়ে সম্পুরক শুল্ক পাওয়া গেছে ১১ দশমিক ২৮ শতাংশ, রপ্তানি খাতে আদায়ের পরিমাণ ৫৪ কোটি ৪৯ লাখ টাকা নির্ধারণ করা হলেও এখাতে দশমাসে এক টাকাও পাওয়া যায়নি। আবগারী শুল্ক পাওয়া গেছে ৩ দশমিক ৫৭ শতাংশ, স্থানীয় পর্যায়ে ভ্যাট পাওয়া গেছে ৭ দশমিক ৩৪ শতাংশ, স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক পাওয়া গেছে ১৯ দশমিক ৮৫ শতাংশ, স্থানীয় পর্যায়ে অন্যান্য শুল্ক পাওয়া গেছে ১২ দশমিক ৭৯ শতাংশ।

বিদায়ী অর্থবছরে আয় কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯ হাজার ৫৯৫ কোটি টাকা আর ১০ মাসে আদায় হয়েছে ৫৪ হাজার ৩০৯ কোটি টাকা যা ৯ দশমিক ৩৭ শতাংশ। সাড়ে ১০ হাজার কোটি টাকা ভ্রমণ কর ধরা হলেও ১০ মাসে পাওয়া গেছে মাত্র ৮০৮ কোটি টাকা। সব মিলিয়ে ১০ মাসে রাজস্ব খাতে প্রাপ্তির প্রবৃদ্ধি দাঁড়ায় ১২ দশমিক ৮৭ শতাংশ মাত্র। কাজেই বিদায়ী অর্থবছরেও বড় ধরনের ঘাটতি থেকে যাচ্ছে। রাজস্ব ঘাটতি মেটাতে হলে আদায় কার্যক্রম জোরদার করতে হবে, বাড়াতে হবে সক্ষমতা।

প্রতি বছরই বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ছে। যার ধারাবাহিকতায় বাড়ছে জাতীয় বাজেটের আকার। কিন্তু বাজেট বাস্তবায়নের সঙ্গে সক্ষমতার কোন মিল নেই। প্রতি বছরই বাজেট ঘাটতি থাকছে। এমকি সংশোধিত রাজেটেও ঘাটতি লক্ষ করা যাচ্ছে। বড় বাজেটে বড় আয়ের লক্ষ্যমাত্রা, কিন্তু সক্ষমতা না থাকায় আয়ের সঙ্গে ব্যয়ের কোন মিল নেই। আরেকটা বিষয় লক্ষণীয় যে, দুর্নীতি, দুর্বল মনিটরিং আর সক্ষম জনশক্তির অভাবে সমস্যায় পড়তে হচ্ছে। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় বা হচ্ছে যে, সক্ষম জনশক্তি গড়ে তোল হবে। কিন্তু সেটা আর হচ্ছে কোথায়?

[লেখক : সাবেক কর কমিশনার, এনবিআর]

back to top