alt

উপ-সম্পাদকীয়

আয়ারল্যান্ডে বইমেলা

সাজেদুল চৌধুরী রুবেল

: শনিবার, ২০ মে ২০২৩

সবার ভেতরে প্রকল্প খেলা করে না। প্রকল্প কারিগরও সবাই হতে জানেনা। মৌলিকতার মূল সূচনা ঘটিয়ে উত্তীর্ণ পুরুষ হয়ে ওঠার সৌভাগ্য কি সবার হয়? হয় না। এর জন্য তকদিরের পাশাপাশি শ্রম ও দক্ষতা দুটোরই প্রয়োজন। অন্ধকার চিরে আলোর কুসুম ছড়িয়ে বেড়ানোর লোক কতজন আছে আমাদের সমাজে! সৃষ্টির রূপকল্পে মহান উদ্যোক্তা হিসেবেই বা আমরা কতজনকে কাছে পাই! নেহাত কম। তাছাড়া উদ্যোক্তার হাত ধরে যে কোনো উদ্যোগকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পেছন থেকে যারা কাজ করেন তাদের সংখ্যাটা কি খুব বেশি? নিশ্চয়ই না। হাতেগোনা কয়েকজন থাকেন যারা স্বার্থের কথা না ভেবে যে কোনো সামাজিক কাজেকামে নিজেদের বিলিয়ে দেন। যে কোনো উৎসব, আয়োজন বা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ঝাপিয়ে পড়েন। এরা হচ্ছে সমাজের নিবেদিত প্রাণ। এমন একদল নিবেদিত প্রাণের সঙ্গে আমার দেখা হয় সেদিন।

গত ৪ মে ডাবলিনের ডি সি ইউ (ডাবলিন সিটি ইউনিভার্সিটি) তে তৃতীয়বারের মতো বইমেলা শুরু হয়েছে। এটা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। মেলাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভাটি ডাবলিনের ওল্ড এয়ারপোর্ট রোডের আলসা স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয়। গাড়ি থেকে নেমে বিশাল ক্লাব ভবনের সভাকক্ষে কিভাবে যেতে পারি তা জানার জন্য বইমেলার প্রাণপুরুষ ও প্রধান সংগঠক সৈয়দ মোস্তাফিজুর রহমানকে যখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ফোন দেব ভাবছিলাম ঠিক তখনই ঘাড় ফিরিয়ে দেখি, ‘বাংলাদেশ কমিউনিটি ডাবলিন’ (বিসিডি)- এর হাস্যোজ্জ্বল ও সজ্জ্বন সভাপতি মোহাম্মদ মোস্তফাকে। দেখামাত্রই তিনি তার স্বভাবজাত বৈশিষ্ট্যানুযায়ী জড়িয়ে ধরে উষ্ণ করমর্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে সভা কক্ষে নিয়ে গেলেন।

পৌঁছার কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হলো। উপস্থিত সবাই বইমেলাবিষয়ক অর্থাৎ বইমেলাকে কিভাবে ফলপ্রসূ ও চমকপ্রদ করে তোলা যায় সে ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নতুন ধারণা ও পরামর্শমৃলক অভিমত ব্যক্ত করেন। যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ইতিবাচক মনে হয়েছে ও আমাকে খুব আশান্বিত করেছে তা হলো আয়োজক কমিটির কাউকে নেতৃত্বের তালুকদারি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়নি। এমনকি সামনের সারিতে বা মঞ্চে বসে নিজের চেহারা দেখিয়ে নেতৃত্ব জাহিরের সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগ তারা লুফে নেননি। আগত অতিথিদের আদর-আপ্যায়নসহ সভাটিকে কিভাবে অর্থবহ ও সাফল্যমন্ডিত করে তোলা যায় সে দিকটাতেই তাদের নজর ছিল বেশি। এমন একটি ডেডিকেটেড দল যদি কোনো কাজে হাত দেয় তবে সে কাজ কি সফল না হয়ে পারে! সুতরাং বলতেই পারি, এ দলের দরদি মন ও ভালোবাসায়, কর্মস্পৃহা ও হাতের ছোঁয়ায় প্রস্তুতি সভাটি যেমন সফল হয়েছে তেমনি আগামী ২৮ তারিখের বইমেলাটিও যে অনবদ্য হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই।

কোনো কাজে যখন নারীদের অংশগ্রহণ থাকে সে কাজটি তখন আরও বেশি সহজ, সুন্দর, সাবলীল ও সুচারু হয়ে উঠে। ওইদিনের মিটিংয়ে বেশ কিছু সম্মানিত নারী সদস্যের উপস্থিতি ও সক্রিয়তা পরিলক্ষিত হয়। তারাও যে ভালো দিক মন্দ দিক নিয়ে ভাবেন বা সঙ্গতি-অসঙ্গতি নিয়ে কথা বলতে জানেন তারই প্রতিফলন ঘটেছে ওই সভায়। এক শ্রদ্ধেয় ভাবি তো বলেই ফেললেন, ‘ভাইয়া , সমাজের অসঙ্গতি নিয়ে আর চুপ থাকা যাবে না। তাই এসব নিয়ে আরও বেশি বেশি করে লেখা চাই।’

যে সমাজে নারীরা এমন সাহসী, স্পষ্টবাদী ও অগ্রগামী সে সমাজকে ঠেকিয়ে রাখে ওই সাধ্য কার! আর এমন নারীদের অংশগ্রহণমৃলক কোনো কর্মকান্ডকে বিফল করে দেয় সে শক্তিই বা কার! সুতারাং আমাদের এ সম্মানিত নারীদের সমর্থন ও সহযোগিতা এবং আয়োজক কমিটির একদল নিবেদিত প্রাণের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ২৮ তারিখের বইমেলাটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে আমার বিশ্বাস।

তবে হ্যাঁ, আমজনতা হিসেবে আমাদেরও বেশ দায়িত্ববোধ ও দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বইমেলায় অংশগ্রহণ না করি তবে তা কখনো সফলতার মুখ দেখবে না। কিন্ত সত্যিকারার্থে আমাদের নিজেদের স্বার্থেই বইমেলায় যোগদান করে একে পরিপূর্ণ সার্থক করে তুলতে হবে। আমাদের সন্তান-সন্ততি তথা নতুন প্রজন্মকে বইমেলার প্রয়োজনীয়তা, ইতিহাস ও কৃষ্টি এবং বইমেলা, ভাষা আন্দোলন ও ভাষাদিবস যে একই সুতোয় গাঁথা তা তুলে ধরতে হলে মোট কথা শেকড়ের প্রতি মোহময় করে তুলতে হলে বইমেলার মতো এমন উৎসবে সপরিবারে উপস্থিত হওয়া একান্তই বাঞ্চনীয়।

যখন থেকে আয়ারল্যান্ডে বইমেলার যাত্রা শুরু তখন থেকেই আমি এর সঙ্গে সম্পৃক্ত এবং প্রতিবারই এর ওপর ভিত্তি করে একটি করে নিবন্ধ লিখি। তারই ধারাবাহিকতায় গত কোনো একটি নিবন্ধে বলেছিলাম, একদিন এ বইমেলা এক মহিরুহে পরিণত হবে। আজ আবারো লিখি, পেছন থেকে সহযোগিতা করে যাওয়া এমেরিটাস প্রফেসর হাসমির উদারতা, বইমেলার প্রথম স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমানের সাংগঠনিক দক্ষতা, আয়োজক কমিটির বুদ্ধিমত্তা-পরিকল্পনা-একাগ্রতা, কর্মস্পৃহা ও পরিশশীলতা, নারীদের ত্যাগ ও অগ্রগামীতা এবং সাধারণ মানুষের দরদি ভালোবাসা অর্থাৎ এগুলো রসায়নের সঠিক সংমিশ্রণ অব্যাহত রাখতে পারলে আমাদের এ বইমেলাটি শুধু আয়ারল্যান্ড নয় গোটা ইউরোপের রোল মডেলে যে পরিণত হবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই।

[লেখক: উপদেষ্টা, আয়ারল্যান্ড পরিবহন মন্ত্রণালয়]

খাদ্য নিরাপত্তা ও কৃষিতে জৈবপ্রযুক্তি

আপনি তো আছেন নিজের সঙ্গে

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কি প্রাথমিক থাকা যৌক্তিক?

কর্নাটকের ভোট বনাম ভারতের আসন্ন লোকসভার ভোট

স্মার্ট কৃষি বাস্তবায়নে প্রয়োজন স্মার্ট কৃষক

দূতাবাসের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার ও অবরোধের আশঙ্কা

দাদা ও নানার বাড়ির সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন?

কর্নাটকের ভোট বনাম ভারতের আসন্ন লোকসভার ভোট

ছবি

লেমুপালং পাড়াবনের নিরাপত্তা দেবে কে?

গ্রামীণ জনজীবনে বজ্রপাতের ঝুঁকি

বাজেট নিয়ে ভাবনা

বেসরকারি শিক্ষকদের আর্থিক বৈষম্য কি ঘুচবে

মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে হবে

পরিবেশ দূষণ রোধে আমরা কী করছি

বাজার পরিস্থিতি ও আর্থ-সামাজিক উন্নয়ন

গ্রিনহাউস গ্যাস : সতর্কতা জরুরি

বিদ্যুৎ খাতে অপচয়-দুর্নীতি

মজুতদারদের কাছে অসহায় মানুষ

শিক্ষকদের অনুপস্থিতিতে পরীক্ষা নিচ্ছিলেন দপ্তরি

অসচেতনতায় ডিজিটালি প্রতারিত হবেন না

বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, চাই জনসচেতনতা

ছবি

সাংবিধানিক সংকটে পাকিস্তান

স্মার্ট নাগরিক তৈরিতে স্মার্ট স্কুল

আনস্মার্ট চিকিৎসা ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন

ছবি

নিয়োগ দুর্নীতি এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন

ছবি

সব বাণিজ্যই দখল করে নিচ্ছে কর্পোরেট হাউস

অন্তর্বর্তীকালীন গ্যাস বিপণন প্রসঙ্গে

বাল্যবিয়ের উদ্বেগজনক চিত্র

রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দুরবস্থা

তালাকপ্রাপ্তা স্ত্রীর যৌতুক মামলা ও আইনি বাস্তবতা

সাম্প্রতিক কিছু অগ্নিকাণ্ড ও সিগারেটের জ্বলন্ত অংশ

ব্যাংকে আমানত কমছে কেন

ভিনগ্রহ থেকে এসেছে মানুষ?

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘজীবী হোন

কৃষিপণ্য রপ্তানিতে আরও জোর দিন

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব

tab

উপ-সম্পাদকীয়

আয়ারল্যান্ডে বইমেলা

সাজেদুল চৌধুরী রুবেল

শনিবার, ২০ মে ২০২৩

সবার ভেতরে প্রকল্প খেলা করে না। প্রকল্প কারিগরও সবাই হতে জানেনা। মৌলিকতার মূল সূচনা ঘটিয়ে উত্তীর্ণ পুরুষ হয়ে ওঠার সৌভাগ্য কি সবার হয়? হয় না। এর জন্য তকদিরের পাশাপাশি শ্রম ও দক্ষতা দুটোরই প্রয়োজন। অন্ধকার চিরে আলোর কুসুম ছড়িয়ে বেড়ানোর লোক কতজন আছে আমাদের সমাজে! সৃষ্টির রূপকল্পে মহান উদ্যোক্তা হিসেবেই বা আমরা কতজনকে কাছে পাই! নেহাত কম। তাছাড়া উদ্যোক্তার হাত ধরে যে কোনো উদ্যোগকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পেছন থেকে যারা কাজ করেন তাদের সংখ্যাটা কি খুব বেশি? নিশ্চয়ই না। হাতেগোনা কয়েকজন থাকেন যারা স্বার্থের কথা না ভেবে যে কোনো সামাজিক কাজেকামে নিজেদের বিলিয়ে দেন। যে কোনো উৎসব, আয়োজন বা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ঝাপিয়ে পড়েন। এরা হচ্ছে সমাজের নিবেদিত প্রাণ। এমন একদল নিবেদিত প্রাণের সঙ্গে আমার দেখা হয় সেদিন।

গত ৪ মে ডাবলিনের ডি সি ইউ (ডাবলিন সিটি ইউনিভার্সিটি) তে তৃতীয়বারের মতো বইমেলা শুরু হয়েছে। এটা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। মেলাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভাটি ডাবলিনের ওল্ড এয়ারপোর্ট রোডের আলসা স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয়। গাড়ি থেকে নেমে বিশাল ক্লাব ভবনের সভাকক্ষে কিভাবে যেতে পারি তা জানার জন্য বইমেলার প্রাণপুরুষ ও প্রধান সংগঠক সৈয়দ মোস্তাফিজুর রহমানকে যখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ফোন দেব ভাবছিলাম ঠিক তখনই ঘাড় ফিরিয়ে দেখি, ‘বাংলাদেশ কমিউনিটি ডাবলিন’ (বিসিডি)- এর হাস্যোজ্জ্বল ও সজ্জ্বন সভাপতি মোহাম্মদ মোস্তফাকে। দেখামাত্রই তিনি তার স্বভাবজাত বৈশিষ্ট্যানুযায়ী জড়িয়ে ধরে উষ্ণ করমর্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে সভা কক্ষে নিয়ে গেলেন।

পৌঁছার কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হলো। উপস্থিত সবাই বইমেলাবিষয়ক অর্থাৎ বইমেলাকে কিভাবে ফলপ্রসূ ও চমকপ্রদ করে তোলা যায় সে ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, নতুন নতুন ধারণা ও পরামর্শমৃলক অভিমত ব্যক্ত করেন। যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ইতিবাচক মনে হয়েছে ও আমাকে খুব আশান্বিত করেছে তা হলো আয়োজক কমিটির কাউকে নেতৃত্বের তালুকদারি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়নি। এমনকি সামনের সারিতে বা মঞ্চে বসে নিজের চেহারা দেখিয়ে নেতৃত্ব জাহিরের সুযোগ থাকা সত্ত্বেও সে সুযোগ তারা লুফে নেননি। আগত অতিথিদের আদর-আপ্যায়নসহ সভাটিকে কিভাবে অর্থবহ ও সাফল্যমন্ডিত করে তোলা যায় সে দিকটাতেই তাদের নজর ছিল বেশি। এমন একটি ডেডিকেটেড দল যদি কোনো কাজে হাত দেয় তবে সে কাজ কি সফল না হয়ে পারে! সুতরাং বলতেই পারি, এ দলের দরদি মন ও ভালোবাসায়, কর্মস্পৃহা ও হাতের ছোঁয়ায় প্রস্তুতি সভাটি যেমন সফল হয়েছে তেমনি আগামী ২৮ তারিখের বইমেলাটিও যে অনবদ্য হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই।

কোনো কাজে যখন নারীদের অংশগ্রহণ থাকে সে কাজটি তখন আরও বেশি সহজ, সুন্দর, সাবলীল ও সুচারু হয়ে উঠে। ওইদিনের মিটিংয়ে বেশ কিছু সম্মানিত নারী সদস্যের উপস্থিতি ও সক্রিয়তা পরিলক্ষিত হয়। তারাও যে ভালো দিক মন্দ দিক নিয়ে ভাবেন বা সঙ্গতি-অসঙ্গতি নিয়ে কথা বলতে জানেন তারই প্রতিফলন ঘটেছে ওই সভায়। এক শ্রদ্ধেয় ভাবি তো বলেই ফেললেন, ‘ভাইয়া , সমাজের অসঙ্গতি নিয়ে আর চুপ থাকা যাবে না। তাই এসব নিয়ে আরও বেশি বেশি করে লেখা চাই।’

যে সমাজে নারীরা এমন সাহসী, স্পষ্টবাদী ও অগ্রগামী সে সমাজকে ঠেকিয়ে রাখে ওই সাধ্য কার! আর এমন নারীদের অংশগ্রহণমৃলক কোনো কর্মকান্ডকে বিফল করে দেয় সে শক্তিই বা কার! সুতারাং আমাদের এ সম্মানিত নারীদের সমর্থন ও সহযোগিতা এবং আয়োজক কমিটির একদল নিবেদিত প্রাণের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ২৮ তারিখের বইমেলাটি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে আমার বিশ্বাস।

তবে হ্যাঁ, আমজনতা হিসেবে আমাদেরও বেশ দায়িত্ববোধ ও দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বইমেলায় অংশগ্রহণ না করি তবে তা কখনো সফলতার মুখ দেখবে না। কিন্ত সত্যিকারার্থে আমাদের নিজেদের স্বার্থেই বইমেলায় যোগদান করে একে পরিপূর্ণ সার্থক করে তুলতে হবে। আমাদের সন্তান-সন্ততি তথা নতুন প্রজন্মকে বইমেলার প্রয়োজনীয়তা, ইতিহাস ও কৃষ্টি এবং বইমেলা, ভাষা আন্দোলন ও ভাষাদিবস যে একই সুতোয় গাঁথা তা তুলে ধরতে হলে মোট কথা শেকড়ের প্রতি মোহময় করে তুলতে হলে বইমেলার মতো এমন উৎসবে সপরিবারে উপস্থিত হওয়া একান্তই বাঞ্চনীয়।

যখন থেকে আয়ারল্যান্ডে বইমেলার যাত্রা শুরু তখন থেকেই আমি এর সঙ্গে সম্পৃক্ত এবং প্রতিবারই এর ওপর ভিত্তি করে একটি করে নিবন্ধ লিখি। তারই ধারাবাহিকতায় গত কোনো একটি নিবন্ধে বলেছিলাম, একদিন এ বইমেলা এক মহিরুহে পরিণত হবে। আজ আবারো লিখি, পেছন থেকে সহযোগিতা করে যাওয়া এমেরিটাস প্রফেসর হাসমির উদারতা, বইমেলার প্রথম স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমানের সাংগঠনিক দক্ষতা, আয়োজক কমিটির বুদ্ধিমত্তা-পরিকল্পনা-একাগ্রতা, কর্মস্পৃহা ও পরিশশীলতা, নারীদের ত্যাগ ও অগ্রগামীতা এবং সাধারণ মানুষের দরদি ভালোবাসা অর্থাৎ এগুলো রসায়নের সঠিক সংমিশ্রণ অব্যাহত রাখতে পারলে আমাদের এ বইমেলাটি শুধু আয়ারল্যান্ড নয় গোটা ইউরোপের রোল মডেলে যে পরিণত হবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই।

[লেখক: উপদেষ্টা, আয়ারল্যান্ড পরিবহন মন্ত্রণালয়]

back to top