বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগে কিশোর ও কিশোরীদের হাতে হাতেও সহজভাবেই ধরা দিচ্ছে মোবাইল ফোন। কখনও তারা মোবাইলে গেম খেলায় মত্ত হয়ে থাকছে তো কখনও বা আবার ভালো-মন্দ ভিডিও দেখতেও তারা ব্যস্ত থাকছে।
বাবা -মারাও যে যার নিজের নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। আর তাই ছেলেমেয়েদের বায়না মেটাতে গিয়ে হাতে দিয়ে দেয় ফোন। আর এই ফোনের নেশাতেই মত্ত হয়ে কিশোর ও কিশোরীরা আজ কোথাও বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে।
গুণীজনদের কথা, ‘বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু নেই।’ আর তাই অভিভাবকদের এ বিষয়ে একটু সচেতন থাকা উচিত। মোবাইলের বদলে হাতে দেয়া হোক বই। যাতে জ্ঞানের আলো পৌঁছাক কিশোর ও কিশোরদের মধ্যে। মোবাইল নয়, বই হয়ে উঠুক কিশোর ও কিশোরীদের প্রকৃত বন্ধু।
লিয়াকত হোসেন খোকন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগে কিশোর ও কিশোরীদের হাতে হাতেও সহজভাবেই ধরা দিচ্ছে মোবাইল ফোন। কখনও তারা মোবাইলে গেম খেলায় মত্ত হয়ে থাকছে তো কখনও বা আবার ভালো-মন্দ ভিডিও দেখতেও তারা ব্যস্ত থাকছে।
বাবা -মারাও যে যার নিজের নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। আর তাই ছেলেমেয়েদের বায়না মেটাতে গিয়ে হাতে দিয়ে দেয় ফোন। আর এই ফোনের নেশাতেই মত্ত হয়ে কিশোর ও কিশোরীরা আজ কোথাও বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে।
গুণীজনদের কথা, ‘বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু নেই।’ আর তাই অভিভাবকদের এ বিষয়ে একটু সচেতন থাকা উচিত। মোবাইলের বদলে হাতে দেয়া হোক বই। যাতে জ্ঞানের আলো পৌঁছাক কিশোর ও কিশোরদের মধ্যে। মোবাইল নয়, বই হয়ে উঠুক কিশোর ও কিশোরীদের প্রকৃত বন্ধু।
লিয়াকত হোসেন খোকন