যে দেশের আইন যত শক্ত, সে দেশের ভিত্তি ততই গভীর হয়। আইনের শাসন টিকিয়ে রাখে একটা দেশের শৃঙ্খলা; কিন্তু আমার দেশে আমার শহরে ভরদুপুরে চলাচল করতে গিয়ে সম্মুখীন হতে হয় চাঁদাবাজির, অপহরণ, চিনতাই এবং হত্যার হুমকি। তবে কি আমরা স্বাধীনতা অর্জনেই সীমাবদ্ধ, রক্ষা করতে ব্যর্থ?
২৬ মে ২০২৪ দুপুর ১টা থেকে ২টা নাগাদ কুমিল্লা শাসনগাছা বাস স্টেশন থেকে ১৫ থেকে ১৬ বছরের একটা ছেলে যার নাম মোহাম্মদ সাব্বির। যাকে পাবলিক প্লেসে রিকশা থেকে নামিয়ে কিছু বখাটে, চাঁদাবাজ, সন্ত্রাসী পেটে ছুরি ধরে টাকাপয়সাসহ যাবতীয় অনেককিছু আত্মসাৎ করে। ছেলেটি কান্না করে এবং আকুতি করে কোনোভাবে বেঁচে ফিরে। তাদের সাথে কিছু অশ্লীল মেয়েও ছিল ছেলেদের পোশাকে। তাদের টার্গেট ছিল ঐ ছেলেটার জন্য কোনো পাবলিক প্রতিবাদ করলে যেন সে-ই মেয়েগুলোকে কাজে লাগাতে পারে অর্থাৎ ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ঋণক্তভোগী ছেলের দিকেই নিয়ে যাবে এই বলে যে ছেলেটি মেয়েগুলোকে ইভটিজিং করেছে তাই মারধর করছে।
কুমিল্লা কান্দিরপাড় থেকে শুরু করে বেশকিছু জায়গায় এই কিশোর গ্যাং গুলোর উৎপাত বেড়েই চলেছে। সাধারণ জনগণও প্রতিবাদ করতে ভয় পায় কারণ এদের কাজের ভয়াবহতা খুব আতংকের এবং বিপজ্জনক। তাই জনগণের চলাচলের নিরাপত্তা এবং অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এই গ্যাংগুলোকে অনতিবিলম্বে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় যত্রতত্র শোনা যাবে খুন, রাহাজানি, অপহরণ ইত্যাদি। কুমিল্লা মেয়র এ বিষয়ে আপনার তত্ত্বাবধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি খুব জরুরি হয়ে পড়েছে।
ইসরাত জাহান
বুধবার, ২৯ মে ২০২৪
যে দেশের আইন যত শক্ত, সে দেশের ভিত্তি ততই গভীর হয়। আইনের শাসন টিকিয়ে রাখে একটা দেশের শৃঙ্খলা; কিন্তু আমার দেশে আমার শহরে ভরদুপুরে চলাচল করতে গিয়ে সম্মুখীন হতে হয় চাঁদাবাজির, অপহরণ, চিনতাই এবং হত্যার হুমকি। তবে কি আমরা স্বাধীনতা অর্জনেই সীমাবদ্ধ, রক্ষা করতে ব্যর্থ?
২৬ মে ২০২৪ দুপুর ১টা থেকে ২টা নাগাদ কুমিল্লা শাসনগাছা বাস স্টেশন থেকে ১৫ থেকে ১৬ বছরের একটা ছেলে যার নাম মোহাম্মদ সাব্বির। যাকে পাবলিক প্লেসে রিকশা থেকে নামিয়ে কিছু বখাটে, চাঁদাবাজ, সন্ত্রাসী পেটে ছুরি ধরে টাকাপয়সাসহ যাবতীয় অনেককিছু আত্মসাৎ করে। ছেলেটি কান্না করে এবং আকুতি করে কোনোভাবে বেঁচে ফিরে। তাদের সাথে কিছু অশ্লীল মেয়েও ছিল ছেলেদের পোশাকে। তাদের টার্গেট ছিল ঐ ছেলেটার জন্য কোনো পাবলিক প্রতিবাদ করলে যেন সে-ই মেয়েগুলোকে কাজে লাগাতে পারে অর্থাৎ ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিয়ে ঋণক্তভোগী ছেলের দিকেই নিয়ে যাবে এই বলে যে ছেলেটি মেয়েগুলোকে ইভটিজিং করেছে তাই মারধর করছে।
কুমিল্লা কান্দিরপাড় থেকে শুরু করে বেশকিছু জায়গায় এই কিশোর গ্যাং গুলোর উৎপাত বেড়েই চলেছে। সাধারণ জনগণও প্রতিবাদ করতে ভয় পায় কারণ এদের কাজের ভয়াবহতা খুব আতংকের এবং বিপজ্জনক। তাই জনগণের চলাচলের নিরাপত্তা এবং অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এই গ্যাংগুলোকে অনতিবিলম্বে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় যত্রতত্র শোনা যাবে খুন, রাহাজানি, অপহরণ ইত্যাদি। কুমিল্লা মেয়র এ বিষয়ে আপনার তত্ত্বাবধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি খুব জরুরি হয়ে পড়েছে।
ইসরাত জাহান