দেশের ব্যাংকসমূহে লেনদেন শুরু হয় সকাল ১০টায়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেনের পূর্ব প্রস্তুতির জন্য ব্যাংক কর্মকর্তাদের কমপক্ষে আধাঘণ্টা পূর্বেই অফিসে প্রবেশ করতে হয়। লেনদেন পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য ব্যাংকের অফিসিয়াল কর্মঘণ্টা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
বর্তমানে দেশজুড়ে লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। এমতাবস্থায় ব্যাংক সমূহের লেনদেন সময়সূচি ০১ ঘণ্টা কমিয়ে পূর্বের ন্যায় তথা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। দেশের ৬১টি তফসিলি ব্যাংক সমূহের প্রায় ১১ হাজারের বেশি শাখা ও উপশাখা রয়েছে। ব্যাংকিং কার্যক্রমের সময় কমে আসলে বিদ্যুৎ অনেকাংশেই সাশ্রয় হবে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কার্যক্রমের সময় কমিয়ে আনা, রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
দেশজুড়ে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের ছোবল থেকে মুক্তি পেতে উপরোক্ত প্রস্তাবনা বিবেচনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফৌজিয়া নওশীন
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
দেশের ব্যাংকসমূহে লেনদেন শুরু হয় সকাল ১০টায়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। লেনদেনের পূর্ব প্রস্তুতির জন্য ব্যাংক কর্মকর্তাদের কমপক্ষে আধাঘণ্টা পূর্বেই অফিসে প্রবেশ করতে হয়। লেনদেন পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য ব্যাংকের অফিসিয়াল কর্মঘণ্টা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
বর্তমানে দেশজুড়ে লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। এমতাবস্থায় ব্যাংক সমূহের লেনদেন সময়সূচি ০১ ঘণ্টা কমিয়ে পূর্বের ন্যায় তথা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। দেশের ৬১টি তফসিলি ব্যাংক সমূহের প্রায় ১১ হাজারের বেশি শাখা ও উপশাখা রয়েছে। ব্যাংকিং কার্যক্রমের সময় কমে আসলে বিদ্যুৎ অনেকাংশেই সাশ্রয় হবে। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কার্যক্রমের সময় কমিয়ে আনা, রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
দেশজুড়ে চলমান ভয়াবহ লোডশেডিংয়ের ছোবল থেকে মুক্তি পেতে উপরোক্ত প্রস্তাবনা বিবেচনা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ফৌজিয়া নওশীন