জাতীয় পরিচয়পত্র বিভিন্ন সেবা গ্রহণ, ভোট প্রদান, ব্যাংকিং কার্যক্রম এবং অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য। সম্প্রতি ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ভাইভা পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি আবশ্যক। ১৮তম সার্কুলারের ১২(ক) অনুচ্ছেদে বলা হয়েছে মূল কপি দেখাতে না পারলে সরাসরি প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০০১ সাল পর্যন্ত যাদের জন্ম, তাদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করে; কিন্তু ১ জানুয়ারি ২০০২ সালের পর যাদের জন্ম তারা পরিচয়পত্র পায়নি; কিন্তু এমন অবস্থায় চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য এবং নিবন্ধন কর্তৃপক্ষকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ জানায়। কারণ মূল কপি না থাকলে সকলের কাছে অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি আছে।
আবদুল্লাহ আল মামুন
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
জাতীয় পরিচয়পত্র বিভিন্ন সেবা গ্রহণ, ভোট প্রদান, ব্যাংকিং কার্যক্রম এবং অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য। সম্প্রতি ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ভাইভা পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি আবশ্যক। ১৮তম সার্কুলারের ১২(ক) অনুচ্ছেদে বলা হয়েছে মূল কপি দেখাতে না পারলে সরাসরি প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০০১ সাল পর্যন্ত যাদের জন্ম, তাদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করে; কিন্তু ১ জানুয়ারি ২০০২ সালের পর যাদের জন্ম তারা পরিচয়পত্র পায়নি; কিন্তু এমন অবস্থায় চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য এবং নিবন্ধন কর্তৃপক্ষকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ জানায়। কারণ মূল কপি না থাকলে সকলের কাছে অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি আছে।
আবদুল্লাহ আল মামুন
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা