সড়কে নেই কোনো শৃঙ্খলা, বেড়েছে অবৈধ যানের দাপট। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান সড়কে গত কয়েক মাস যাবৎ ব্যাপকহারে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার পরিমাণ। সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই যাদের মূল লক্ষ্য। পূর্বে এদের চলাচল অলিতে-গলিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তারা প্রধান সড়কেও অবাধে চলাচল করছে। মানতে চায় না ট্রাফিক আইন। যত্রতত্র রিকশা দাঁড় করিয়ে যাত্রী সন্ধান করে। এদের দেখলে মনে হয় তারা যেন এক প্রতিযোগিতার মধ্যে আছে। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে চায় না।
মাঝে মাঝে উড়ালসড়কেও দেখা মেলে তাদের। দ্রুতগতি এবং অদক্ষ চালকের কারণে যাত্রীরা হরহামেশাই দুর্ঘটনার শিকার হয়। রাজধানীতে এমনিতেই যানবাহনের পরিমাণ বেশি। তার উপর ব্যাটারিচালিত রিকশা প্রধান সড়কে এসে বাড়িয়েছে চাপ। ফলে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে সময়, কমছে উৎপাদনশীলতা। রাজধানীতে অটোরিকশার সংখ্যা আসলে কত তা কারোরই জানা নেই। গবেষকদের মতে সংখ্যাটি প্রায় ১২ লাখের কাছাকাছি। ব্যাটারিচালিত অটোরিকশাগুলো বন্ধ না হওয়ার পেছনে এক বিরাট সিন্ডিকেট দায়ী। যাদের সহায়তায় বেপরোয়াভাবে চলছে এ বাহন। এরা পর্দার আড়ালে থেকে অটোরিকশা চালকদের নিরাপত্তা দিচ্ছে। এ সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
নাফিজ-উর-রহমান
ঢাকা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
সড়কে নেই কোনো শৃঙ্খলা, বেড়েছে অবৈধ যানের দাপট। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান সড়কে গত কয়েক মাস যাবৎ ব্যাপকহারে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার পরিমাণ। সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই যাদের মূল লক্ষ্য। পূর্বে এদের চলাচল অলিতে-গলিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তারা প্রধান সড়কেও অবাধে চলাচল করছে। মানতে চায় না ট্রাফিক আইন। যত্রতত্র রিকশা দাঁড় করিয়ে যাত্রী সন্ধান করে। এদের দেখলে মনে হয় তারা যেন এক প্রতিযোগিতার মধ্যে আছে। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে চায় না।
মাঝে মাঝে উড়ালসড়কেও দেখা মেলে তাদের। দ্রুতগতি এবং অদক্ষ চালকের কারণে যাত্রীরা হরহামেশাই দুর্ঘটনার শিকার হয়। রাজধানীতে এমনিতেই যানবাহনের পরিমাণ বেশি। তার উপর ব্যাটারিচালিত রিকশা প্রধান সড়কে এসে বাড়িয়েছে চাপ। ফলে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে সময়, কমছে উৎপাদনশীলতা। রাজধানীতে অটোরিকশার সংখ্যা আসলে কত তা কারোরই জানা নেই। গবেষকদের মতে সংখ্যাটি প্রায় ১২ লাখের কাছাকাছি। ব্যাটারিচালিত অটোরিকশাগুলো বন্ধ না হওয়ার পেছনে এক বিরাট সিন্ডিকেট দায়ী। যাদের সহায়তায় বেপরোয়াভাবে চলছে এ বাহন। এরা পর্দার আড়ালে থেকে অটোরিকশা চালকদের নিরাপত্তা দিচ্ছে। এ সিন্ডিকেট বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
নাফিজ-উর-রহমান
ঢাকা