মানুষ যখন তার প্রাপ্য অধিকার হতে বঞ্চিত হয়,তখন তার দাবি আদায়ের প্রয়োজন পড়ে। তবে যে দাবি মৌলিক অধিকার ও প্রয়োজন বহির্ভূত, জনগণের দুর্ভোগ ও অশান্তির কারণ হয়, সে দাবি নিঃসন্দেহে অযৌক্তিক ও স্বার্থান্বেষী। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে, প্রতিনিয়ত দল বেঁধে রাস্তা অবরোধ করার পালা যেন প্রতিনিয়তই চলছে। রাজধানীর শাহবাগ, গুলিস্তান, মহাখালী, নিউমার্কেট মোড়, গুলশান ও অন্যান্য প্রধান সড়কগুলোকে কেন্দ্র করে চলছে দাবি আদায়ের মিছিল। সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারে। অনেকের দৈনন্দিন আয়ে জীবন চলে। মৌলিক চাহিদার জন্য তারাও দাবি জানাতে পারতেন, তাদের সংখ্যা শহরে অগণিত।
জনদুর্ভোগ সৃষ্টি করলে, খেঁটে খাওয়া মানুষগুলোই আগে না খেয়ে থাকে। তাদের ডিঙিয়ে কোনো কিছু হাসিল করা তাদের অধিকার লঙ্ঘন করার সমান।শিক্ষায় বিলাসিতা নেয়ার আগের দাবিগুলো এখনো আনাচে-কানাচে ঘুরে। পেটে ভাত না থাকলে গলায় ও জোর থাকে না অনেকের, শিক্ষা তো বিলাসিতা। অন্যদিকে প্রতিনিয়ত আন্দোলনকারীরা আসে দলগত বা শ্রেণীবদ্ধ হয়ে। একপর্যায়ে আন্দোলনকে গতিশীল করতে তারা জনদুর্ভোগকে বেছে নেয়। ব্যস্ত শহরে যানজটের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে, উসকানিমূলক স্ট্যাটাস দেয়া হয়। তারই সূত্র ধরে, অসচেতন, বিবেক বর্জিত ও লোভের বশবর্তী হয়েও কয়েক শ্রেণীর মানুষ দাবিদার হয়ে যায়। রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, অন্তর্বর্তী সরকারকে উত্তেজিত ও পথভ্রষ্ট করতে অপপ্রচেষ্টা চালনাকারীরা ইনডাইরেক্টলি ষড়যন্ত্র চালাচ্ছে। সচেতনতা ও সুশিক্ষার অভাব, সংকুচিত মনোভাব নিয়ে থাকা নাগরিক দেশের জন্য অভিশাপ ও উন্নয়নে বড় বাধা।
রুমা হাওলাদার
ঢাকা।
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
মানুষ যখন তার প্রাপ্য অধিকার হতে বঞ্চিত হয়,তখন তার দাবি আদায়ের প্রয়োজন পড়ে। তবে যে দাবি মৌলিক অধিকার ও প্রয়োজন বহির্ভূত, জনগণের দুর্ভোগ ও অশান্তির কারণ হয়, সে দাবি নিঃসন্দেহে অযৌক্তিক ও স্বার্থান্বেষী। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে, প্রতিনিয়ত দল বেঁধে রাস্তা অবরোধ করার পালা যেন প্রতিনিয়তই চলছে। রাজধানীর শাহবাগ, গুলিস্তান, মহাখালী, নিউমার্কেট মোড়, গুলশান ও অন্যান্য প্রধান সড়কগুলোকে কেন্দ্র করে চলছে দাবি আদায়ের মিছিল। সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের জীবনকে ঠেলে দিচ্ছে অন্ধকারে। অনেকের দৈনন্দিন আয়ে জীবন চলে। মৌলিক চাহিদার জন্য তারাও দাবি জানাতে পারতেন, তাদের সংখ্যা শহরে অগণিত।
জনদুর্ভোগ সৃষ্টি করলে, খেঁটে খাওয়া মানুষগুলোই আগে না খেয়ে থাকে। তাদের ডিঙিয়ে কোনো কিছু হাসিল করা তাদের অধিকার লঙ্ঘন করার সমান।শিক্ষায় বিলাসিতা নেয়ার আগের দাবিগুলো এখনো আনাচে-কানাচে ঘুরে। পেটে ভাত না থাকলে গলায় ও জোর থাকে না অনেকের, শিক্ষা তো বিলাসিতা। অন্যদিকে প্রতিনিয়ত আন্দোলনকারীরা আসে দলগত বা শ্রেণীবদ্ধ হয়ে। একপর্যায়ে আন্দোলনকে গতিশীল করতে তারা জনদুর্ভোগকে বেছে নেয়। ব্যস্ত শহরে যানজটের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে, উসকানিমূলক স্ট্যাটাস দেয়া হয়। তারই সূত্র ধরে, অসচেতন, বিবেক বর্জিত ও লোভের বশবর্তী হয়েও কয়েক শ্রেণীর মানুষ দাবিদার হয়ে যায়। রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, অন্তর্বর্তী সরকারকে উত্তেজিত ও পথভ্রষ্ট করতে অপপ্রচেষ্টা চালনাকারীরা ইনডাইরেক্টলি ষড়যন্ত্র চালাচ্ছে। সচেতনতা ও সুশিক্ষার অভাব, সংকুচিত মনোভাব নিয়ে থাকা নাগরিক দেশের জন্য অভিশাপ ও উন্নয়নে বড় বাধা।
রুমা হাওলাদার
ঢাকা।