দেখতে দেখতে চলে এসেছে ফেব্রুয়ারি মাস। শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২৫’। বইয়ের সাথে পাঠকের এক মেলবন্ধন তৈরি করে এই বইমেলা। বইমেলা শুধু বইয়ের একটি মেলা নয়; এটি প্রাণের মেলা। বছরের অন্যান্য সময়ে অপেক্ষা থাকে ফেব্রুয়ারি মাসের জন্য। বইয়ের নতুন গন্ধ বিমোহিত করে আট থেকে আশি সকলকে। ছোট থেকে বড় সকলে এসে জমা হয়ে এই ছত্রছায়ায়। এক ছাদের নিচে বসে পাঠক-লেখক- প্রকাশকের মিলনমেলা।
প্রথম বই প্রকাশ হওয়া একজন লেখকের কাছে অনেক বড় ব্যাপার। চিরস্মরণীয় সেই দিন। বইয়ের ওপর নিজের নাম দেখা অনেক ভাগ্যের বিষয়। বইমেলা উপলক্ষ্যে নতুন নতুন লেখকের বই প্রকাশিত হয়। লেখালেখি যারা করেন তারা জানেন একজন লেখকের কাছে বই প্রকাশিত হওয়ার মুহূর্তটি কতটা আনন্দের, কতটা সুখের। বর্তমানে শুধু বড় লেখকেরাই নয় বরং ছোট লেখকদের সংখ্যাও কম নয়।
পাঠক এবং লেখকের সম্পর্ক অনেক পুরোনো। একটি বই কিনে সেখানে যদি সেই লেখক উপস্থিত থাকেন তবে পাঠকের আনন্দ আর ধরে না। প্রিয় লেখকের অটোগ্রাফ নেয়া অনেক লেখকের কাছে সৌভাগ্যের বিষয়। ইদানীংকালে লেখকের সাথে সেলফি বা ছবি তোলা নতুন সংস্কৃতি হলেও তা বেশ জনপ্রিয়। তবে আমার কাছে অটোগ্রাফের ভূমিকা অন্য সবকিছু থেকে এগিয়ে।
অনেকে বলেন, লেখালেখি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি গুণ। লেখার সাথে লেখকের সম্পর্ক কিছুটা নাড়ির টানের মতো। পাঠক আর লেখকের সম্পর্ক অনেক গাঢ়। পাঠক লেখকের লেখা পড়ে তাঁর চিন্তায় সমান তালে মগ্ন হয়ে যায়।
যদি ভালো একজন লেখক হতে চান তবে আপনাকে প্রথমে ভালো পাঠক হতে হবে। এক্ষেত্রে পড়ার কোন বিকল্প নেই। শিশুদের ছোট থেকেই বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদেরকে বয়স উপযোগী বই কিনে দিন। একটু বড় হলে তার মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। এই শিশুদের মধ্যে থেকেই বের হয়ে আসবে বড় কোন লেখক। প্রিয়জনকে কি উপহার দেন? বই দিয়েছেন কখনো? প্রিয়জনকে বই উপহার দিন। একটি বই একটি সম্পদ। দিনে দিনে লেখক-পাঠক এবং প্রকাশকের সম্পর্ক আরও দৃঢ় হোক। নতুন নতুন লেখকে সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশ।
প্রীতি রাহা
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
দেখতে দেখতে চলে এসেছে ফেব্রুয়ারি মাস। শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২৫’। বইয়ের সাথে পাঠকের এক মেলবন্ধন তৈরি করে এই বইমেলা। বইমেলা শুধু বইয়ের একটি মেলা নয়; এটি প্রাণের মেলা। বছরের অন্যান্য সময়ে অপেক্ষা থাকে ফেব্রুয়ারি মাসের জন্য। বইয়ের নতুন গন্ধ বিমোহিত করে আট থেকে আশি সকলকে। ছোট থেকে বড় সকলে এসে জমা হয়ে এই ছত্রছায়ায়। এক ছাদের নিচে বসে পাঠক-লেখক- প্রকাশকের মিলনমেলা।
প্রথম বই প্রকাশ হওয়া একজন লেখকের কাছে অনেক বড় ব্যাপার। চিরস্মরণীয় সেই দিন। বইয়ের ওপর নিজের নাম দেখা অনেক ভাগ্যের বিষয়। বইমেলা উপলক্ষ্যে নতুন নতুন লেখকের বই প্রকাশিত হয়। লেখালেখি যারা করেন তারা জানেন একজন লেখকের কাছে বই প্রকাশিত হওয়ার মুহূর্তটি কতটা আনন্দের, কতটা সুখের। বর্তমানে শুধু বড় লেখকেরাই নয় বরং ছোট লেখকদের সংখ্যাও কম নয়।
পাঠক এবং লেখকের সম্পর্ক অনেক পুরোনো। একটি বই কিনে সেখানে যদি সেই লেখক উপস্থিত থাকেন তবে পাঠকের আনন্দ আর ধরে না। প্রিয় লেখকের অটোগ্রাফ নেয়া অনেক লেখকের কাছে সৌভাগ্যের বিষয়। ইদানীংকালে লেখকের সাথে সেলফি বা ছবি তোলা নতুন সংস্কৃতি হলেও তা বেশ জনপ্রিয়। তবে আমার কাছে অটোগ্রাফের ভূমিকা অন্য সবকিছু থেকে এগিয়ে।
অনেকে বলেন, লেখালেখি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি গুণ। লেখার সাথে লেখকের সম্পর্ক কিছুটা নাড়ির টানের মতো। পাঠক আর লেখকের সম্পর্ক অনেক গাঢ়। পাঠক লেখকের লেখা পড়ে তাঁর চিন্তায় সমান তালে মগ্ন হয়ে যায়।
যদি ভালো একজন লেখক হতে চান তবে আপনাকে প্রথমে ভালো পাঠক হতে হবে। এক্ষেত্রে পড়ার কোন বিকল্প নেই। শিশুদের ছোট থেকেই বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদেরকে বয়স উপযোগী বই কিনে দিন। একটু বড় হলে তার মধ্যে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। এই শিশুদের মধ্যে থেকেই বের হয়ে আসবে বড় কোন লেখক। প্রিয়জনকে কি উপহার দেন? বই দিয়েছেন কখনো? প্রিয়জনকে বই উপহার দিন। একটি বই একটি সম্পদ। দিনে দিনে লেখক-পাঠক এবং প্রকাশকের সম্পর্ক আরও দৃঢ় হোক। নতুন নতুন লেখকে সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশ।
প্রীতি রাহা