বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

কৃষক কাঁদে, ভোক্তাও কাঁদে

কৃষক কাঁদে, ভোক্তাও কাঁদে

দেশে যখন আলু রোপনের মৌসুম চলছিল তখন আলুর বাজার দর ছিল বেপরোয়া। বীজ আলু পেতে কৃষকদের কি নাজেহাল দশা। অনেক দাম দিয়েও তারা ভালো বীজ সংগ্রহ করতে পারেনি। পেঁয়াজেরও একই হাল। তারা ভালো বীজ পেতে মরিয়া হয়েছিলেন। কিন্তু দেশের সরকার তা দিতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছেন। তবে শুধু বীজই নয় তারা সার কিনতে যেয়ে আরো বেশি নাকাল হয়েছেন। অনেক জায়গায় সার সংকট ছিল চোখে পড়ার মতো। আবার সার পেলেও তাতে দাম গুনতে হয়েছে বস্তা প্রতি ২ থেকে ৩ শত টাকা বেশি।

কৃষককে আলু ও পেঁয়াজ চাষ করতেই হবে। তার কারণ- বাজাওে এ দুটি পণ্যের আকাশ ছোঁয়া দাম। তাতেই কৃষক মরিয়া হয়ে চাষ শুরু করেছে আলু আর পেঁয়াজ। তাছাড়া ভারতের কৃষকরাও আলু আর পেয়াজে বাম্পার ফলন ফলিয়েছে। তারা বাংলাদেশে রপ্তানি করে ভালোই দুটো পয়সার মুখ দেখেছিলেন। কিন্তু উভয় দেশের উৎপাদন বেশি হয়ায় তা এখন কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে। আলু আর পেঁয়াজে কৃষকের উৎপাদন খরচও উঠছে না। তার পেছনের প্রেক্ষাপট আবার ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় শীতের সবজি ব্যাপক উৎপাদন হয়েছে। একটি বড় সাইজের কপি পাওয়া যাচ্ছে ১০ টাকায়। চারা, সার এবং শ্রমিক মজুরি দিয়ে এক একটি কপির খরচ হয়েছে যেখানে ২০ টাকার মতো সেখানে তাদের বিক্রি করতে হয় অর্ধেক দামে। তারা এর আগে ধান চাষ করে তখন কান্না করছিলেন বাজার মূল্যে পায়নি বলে।

সেই ধানের চাল কিনতে গিয়ে এবার ভোক্তাদের চোখে জল। তাহলে হাসে কে? কে বেশি দাম নিয়ে তৃপ্তির হাসি হাসছে তাকে খুঁজে বের করতে হবে রাষ্ট্রকে। নইলে কৃষকও কাঁদবে সেই সাথে তাল মিলিয়ে ভোক্তাদেরও কাঁদতে হবে; আর সিন্ডিকেটধারী মাফিয়ারা দাঁত বের করে হাসবে তা হতে দেয়া যাবে না।

রাসেল ভূঁইয়া

খলিফাবাড়ী, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ

‘পাঠকের চিঠি’ : আরও খবর

» এলপিজি ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি

» কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে

» সঙ্গীত ও শরীরচর্চা: সুস্থ জীবনের দুই স্তম্ভ

» কৃষিতে নতুন প্রজন্মের প্রত্যাবর্তন: আশার ইঙ্গিত

» বিশ্বায়নের গ্রাসে আদিবাসী ভাষা ও সংস্কৃতি

» বর্ষায় পদ্মাতীরের মানুষদের দুর্বিষহ জীবন

» জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন চাই

» ভেঙে পড়া পুকুরপাড়ের রাস্তায় গ্রামবাসীর দুর্বিষহ জীবন

» ছয় কুড়ি বিল আর নয় কুড়ি কান্দা: প্রকৃতির সাথে গাঁথা টাঙ্গুয়ার মানুষের ভাগ্য

» ময়মনসিংহকে যানজটমুক্ত শহর গড়ে তোলার দাবি

» অপর্যাপ্ত পাবলিক টয়লেট

» মোবাইল ব্যাংকিং প্রতারণা কেন বাড়ছে?

» নিরাপদ ভোজ্য তেল ও ভিটামিন সমৃদ্ধকরণ

» হাওর অঞ্চলের শিক্ষার উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজন

» কসমেটিক সংস্কৃতি : সুন্দর হওয়ার চাপ নারীর মানসিক স্বাস্থ্যে কী করছে

» মামলার রায় ও আইনের ভাষা হোক বাংলা

» বেকারত্বের অভিশাপ বাংলাদেশের মাথায়

» ট্রাফিক সিগন্যাল অমান্য : মানুষের আচরণ নাকি সিস্টেমের ব্যর্থতা?

» মশার কয়েলের ধোঁয়া : ঘরের বাতাসের নীরব বিপদ

» রাবির হলের খাবারে স্বাস্থবিধির সংকট