এয়ারপোর্টের আশপাশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিমানকে লক্ষ্য করে এসব লেজার রশ্মি ছোড়া হচ্ছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিভিন্ন এলাকাজুড়ে মাইকিং করেও সতর্ক করা যাচ্ছে না। একটি বিমানের উড্ডয়ন এবং ল্যান্ডিং বা অবতরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় এক মুহূর্তের জন্য পাইলটের মনোযোগ হারালে ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ দুর্ঘটনার বিষয়টি হেলা করে বেপোরোয়াভাবে লেজার লাইট নিক্ষেপ করা হচ্ছে।
ওয়াশিংটনের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানের উপর লেজার আঘাত বিমান চলাচলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যদি লেজারের আলো পাইলটের চোখে পড়ে, তাহলে তিনি বিভ্রান্ত হতে পারেন।ওই সময়ে যদি পাইলট যদি চোখে আলো পড়া থেকে বাঁচতে সামনের দিক থেকে চোখ সরান তাহলে যেকোনও ভুল করে ফেলতে পারেন। তাই লেজার রশ্মি বিমানে ছোড়া ঠেকাতে সরকারের তরফ থেকে নানা রকম প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
আবু মো. ফজলে রোহান
মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
এয়ারপোর্টের আশপাশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিমানকে লক্ষ্য করে এসব লেজার রশ্মি ছোড়া হচ্ছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিভিন্ন এলাকাজুড়ে মাইকিং করেও সতর্ক করা যাচ্ছে না। একটি বিমানের উড্ডয়ন এবং ল্যান্ডিং বা অবতরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় এক মুহূর্তের জন্য পাইলটের মনোযোগ হারালে ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ দুর্ঘটনার বিষয়টি হেলা করে বেপোরোয়াভাবে লেজার লাইট নিক্ষেপ করা হচ্ছে।
ওয়াশিংটনের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানের উপর লেজার আঘাত বিমান চলাচলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। যদি লেজারের আলো পাইলটের চোখে পড়ে, তাহলে তিনি বিভ্রান্ত হতে পারেন।ওই সময়ে যদি পাইলট যদি চোখে আলো পড়া থেকে বাঁচতে সামনের দিক থেকে চোখ সরান তাহলে যেকোনও ভুল করে ফেলতে পারেন। তাই লেজার রশ্মি বিমানে ছোড়া ঠেকাতে সরকারের তরফ থেকে নানা রকম প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
আবু মো. ফজলে রোহান