চায়না লাইট বাজারে ছেয়ে যাওয়ার কারণে মাটির প্রদীপের চাহিদা কমেছে। এদিকে দিন দিন বাড়ছে মাটির দাম, কয়লার দাম- যেজন্য মৃৎশিল্পীদের মজুরি ঠিকমতো দেয়া যাচ্ছে না। তারপর মাটির প্রদীপের সে রকম আর বাজার নেই। মৃৎশিল্পীদের এ প্রজন্ম তাই এখন আর মাটির প্রদীপের ব্যবসা করতে চান না। তারা অন্য কাজ করবে, কিন্তু পূর্বপুরুষদের এ ব্যবসা করতে নারাজ।
এদিকে মাটির তৈরি প্রদীপের থেকে অপেক্ষাকৃত কম মূল্যে বেশি আলোর সম্ভার নিয়ে বাজারে ছড়িয়ে পড়েছে চায়নার বিভিন্ন আলোকসজ্জা। তাই চায়নার লাইট সহজেই নজর কাড়ে ক্রেতাদের। মাটির প্রদীপের একে তো বাজার নেই, তারপর কোভিডের ফলে মৃৎশিল্পীরা আরও সমস্যায় পড়েছেন। তারপরও কিন্তু কোথাও কোথাও থেমে নেই মাটির প্রদীপ তৈরির কাজ। মাটির প্রদীপসহ ছোটদের খেলার সামগ্রী আজও তৈরি করেন মৃৎশিল্পীরা- বলা যায় একদম চাহিদা ফুরিয়ে যায়নি। আলোর উৎসব দীপাবলিতে সুখ-সমৃদ্ধির কামনায় মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় তারা মাটির প্রদীপ ও মোমবাতিকে বেশি গুরুত্ব দেন। দীপাবলিতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয় এলাকা। কিন্তু দুর্ভাগ্য, বেশ কয়েক বছর থেকেই চায়নার এলইডি লাইটের রোশনাই ফিকে করেছে মাটির প্রদীপ ও মোমবাতির আলো।
লিয়াকত হোসেন খোকন
মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
চায়না লাইট বাজারে ছেয়ে যাওয়ার কারণে মাটির প্রদীপের চাহিদা কমেছে। এদিকে দিন দিন বাড়ছে মাটির দাম, কয়লার দাম- যেজন্য মৃৎশিল্পীদের মজুরি ঠিকমতো দেয়া যাচ্ছে না। তারপর মাটির প্রদীপের সে রকম আর বাজার নেই। মৃৎশিল্পীদের এ প্রজন্ম তাই এখন আর মাটির প্রদীপের ব্যবসা করতে চান না। তারা অন্য কাজ করবে, কিন্তু পূর্বপুরুষদের এ ব্যবসা করতে নারাজ।
এদিকে মাটির তৈরি প্রদীপের থেকে অপেক্ষাকৃত কম মূল্যে বেশি আলোর সম্ভার নিয়ে বাজারে ছড়িয়ে পড়েছে চায়নার বিভিন্ন আলোকসজ্জা। তাই চায়নার লাইট সহজেই নজর কাড়ে ক্রেতাদের। মাটির প্রদীপের একে তো বাজার নেই, তারপর কোভিডের ফলে মৃৎশিল্পীরা আরও সমস্যায় পড়েছেন। তারপরও কিন্তু কোথাও কোথাও থেমে নেই মাটির প্রদীপ তৈরির কাজ। মাটির প্রদীপসহ ছোটদের খেলার সামগ্রী আজও তৈরি করেন মৃৎশিল্পীরা- বলা যায় একদম চাহিদা ফুরিয়ে যায়নি। আলোর উৎসব দীপাবলিতে সুখ-সমৃদ্ধির কামনায় মেতে ওঠে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় তারা মাটির প্রদীপ ও মোমবাতিকে বেশি গুরুত্ব দেন। দীপাবলিতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হয় এলাকা। কিন্তু দুর্ভাগ্য, বেশ কয়েক বছর থেকেই চায়নার এলইডি লাইটের রোশনাই ফিকে করেছে মাটির প্রদীপ ও মোমবাতির আলো।
লিয়াকত হোসেন খোকন