দেশের বিভিন্ন স্থানে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে! কুয়াশাচ্ছন্ন ভোর, শিশিরভেজা সবুজ ধানক্ষেত, খড় জ্বালিয়ে শীত নিবারণসহ কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই এ সময়ে। শীতকাল কারও কাছে, স্বাচ্ছন্দ্য ও আয়েশি সময় হলেও, কারো কাছে এ সময়টি অভিশাপস্বরূপ।
শহরাঞ্চলের ফুটপাতে গৃহহীন অসহায় লোক ও পথশিশুদের দেখতে পাই। ইট পাথরের বুকে শুয়েই যারা রাত কাটায়। শীতকালে খোলা আকাশের নিচে তারা বহুকষ্টে রাত্রিযাপন করে। তুমুল কুয়াশা ও শীতের প্রকোপ থেকে বাঁচতে তাদের সংগ্রাম করতে হয়। রাতের আঁধারে ল্যাম্প পোস্টের আলোতে তারা খুঁজে বেড়ায় একটুখানি উষ্ণতা। শীতের প্রকোপে তাদের দেহে প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় থরথর করে কাঁপতে দেখা যায়। শীতের এ সময়ে তারা আক্রান্ত হয় বিভিন্ন রোগে। সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া এ মানুষেরা শীতের সময়টা পার করেন নিদারুণ কষ্টে। ফলে শীতকাল তাদের ভয়ের ও দুর্ভোগের কারণ হয়ে উঠে!
তাদের অকল্পনীয় কষ্টে আমরা একটু মানবিকতা প্রদর্শন করি। আসুন, শীতের শুরুর এ সময়টাতে আমরা নিজেদের অব্যাবহৃত জামাগুলো অসহায় শীতার্ত লোকদের দিয়ে তাদের শীত নিবারণে সহায়তা করি। নিজেদের অবস্থান থেকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সহায়তা করে শীতকালে তাদের দুর্ভোগ লাগবের প্রচেষ্টা চালাই। হাসি ফুটাই তাদের মুখে!
আবীর আল-নাহিয়ান
মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
দেশের বিভিন্ন স্থানে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে! কুয়াশাচ্ছন্ন ভোর, শিশিরভেজা সবুজ ধানক্ষেত, খড় জ্বালিয়ে শীত নিবারণসহ কত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই এ সময়ে। শীতকাল কারও কাছে, স্বাচ্ছন্দ্য ও আয়েশি সময় হলেও, কারো কাছে এ সময়টি অভিশাপস্বরূপ।
শহরাঞ্চলের ফুটপাতে গৃহহীন অসহায় লোক ও পথশিশুদের দেখতে পাই। ইট পাথরের বুকে শুয়েই যারা রাত কাটায়। শীতকালে খোলা আকাশের নিচে তারা বহুকষ্টে রাত্রিযাপন করে। তুমুল কুয়াশা ও শীতের প্রকোপ থেকে বাঁচতে তাদের সংগ্রাম করতে হয়। রাতের আঁধারে ল্যাম্প পোস্টের আলোতে তারা খুঁজে বেড়ায় একটুখানি উষ্ণতা। শীতের প্রকোপে তাদের দেহে প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় থরথর করে কাঁপতে দেখা যায়। শীতের এ সময়ে তারা আক্রান্ত হয় বিভিন্ন রোগে। সুবিধাবঞ্চিত, খেটে খাওয়া এ মানুষেরা শীতের সময়টা পার করেন নিদারুণ কষ্টে। ফলে শীতকাল তাদের ভয়ের ও দুর্ভোগের কারণ হয়ে উঠে!
তাদের অকল্পনীয় কষ্টে আমরা একটু মানবিকতা প্রদর্শন করি। আসুন, শীতের শুরুর এ সময়টাতে আমরা নিজেদের অব্যাবহৃত জামাগুলো অসহায় শীতার্ত লোকদের দিয়ে তাদের শীত নিবারণে সহায়তা করি। নিজেদের অবস্থান থেকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সহায়তা করে শীতকালে তাদের দুর্ভোগ লাগবের প্রচেষ্টা চালাই। হাসি ফুটাই তাদের মুখে!
আবীর আল-নাহিয়ান