বন্ধু চিরকাল বন্ধু হলেও বন্ধুত্বের মাঝে বিভিন্ন রকমের মতভেদ আছে। নিশ্চয় ভাবছেন কী? বন্ধুত্বে আবার ভেদাভেদ কী? কখনো ভেবেছেন কি আপনার তালিকায় সবচেয়ে প্রিয় যে বন্ধুগুলো তারা আপনার মতো আপনাকে প্রিয় বন্ধু ভাবছে কিনা ? হ্যাঁ! প্রিয় বন্ধু কিছু থাকবেই। তারাই তো আত্মার আত্মীয় অমিশ্রিত রক্তের বন্ধন। ভালোবাসার আরেক নাম।
তবে সাবধান! ভালোবাসার বন্ধুদের সঙ্গে প্রায় সামান্য ভুল বুঝাবুঝি হয়ে যায়। অল্পতে ফাটল ধরতে দেখা যায় বন্ধুত্বে। ফাটলটি কিঞ্চিৎ আলোচনায় সমাধান করা গেলেও বছরের পর বছর মনে পুষে রাখে সে প্রিয় বন্ধুগুলো। অবশ্যই বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্ত খুবই ছোট বিষয় নয়।
বন্ধুত্বে বিশ্বাস রাখুন। কোন বিপরীত পক্ষের বক্তব্যের জেরে কখনোই নিজেদের সম্পর্কে ফাটল ধরানো উচিত না। মুখোমুখি আলোচনার মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করুন। বন্ধুকে অকারণে দায়ী করবেন না । বন্ধুর কোন কিছু ভালো না হলে অন্যের কাছে সমালোচনা না করে বুঝিয়ে বলুন। শুনতে প্রথমে তিক্ত মনে হলেও ফলাফল মধুর হবে।
ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, দেখা হোক প্রতিদিন, সময় পেরিয়ে হারিয়ে গেলে গোধুলিতে ডেকে উঠে বলবেই তারা ‘বন্ধু! তুমি কোথায়?’
রানা আহম্মেদ অভি
মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
বন্ধু চিরকাল বন্ধু হলেও বন্ধুত্বের মাঝে বিভিন্ন রকমের মতভেদ আছে। নিশ্চয় ভাবছেন কী? বন্ধুত্বে আবার ভেদাভেদ কী? কখনো ভেবেছেন কি আপনার তালিকায় সবচেয়ে প্রিয় যে বন্ধুগুলো তারা আপনার মতো আপনাকে প্রিয় বন্ধু ভাবছে কিনা ? হ্যাঁ! প্রিয় বন্ধু কিছু থাকবেই। তারাই তো আত্মার আত্মীয় অমিশ্রিত রক্তের বন্ধন। ভালোবাসার আরেক নাম।
তবে সাবধান! ভালোবাসার বন্ধুদের সঙ্গে প্রায় সামান্য ভুল বুঝাবুঝি হয়ে যায়। অল্পতে ফাটল ধরতে দেখা যায় বন্ধুত্বে। ফাটলটি কিঞ্চিৎ আলোচনায় সমাধান করা গেলেও বছরের পর বছর মনে পুষে রাখে সে প্রিয় বন্ধুগুলো। অবশ্যই বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্ত খুবই ছোট বিষয় নয়।
বন্ধুত্বে বিশ্বাস রাখুন। কোন বিপরীত পক্ষের বক্তব্যের জেরে কখনোই নিজেদের সম্পর্কে ফাটল ধরানো উচিত না। মুখোমুখি আলোচনার মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করুন। বন্ধুকে অকারণে দায়ী করবেন না । বন্ধুর কোন কিছু ভালো না হলে অন্যের কাছে সমালোচনা না করে বুঝিয়ে বলুন। শুনতে প্রথমে তিক্ত মনে হলেও ফলাফল মধুর হবে।
ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, দেখা হোক প্রতিদিন, সময় পেরিয়ে হারিয়ে গেলে গোধুলিতে ডেকে উঠে বলবেই তারা ‘বন্ধু! তুমি কোথায়?’
রানা আহম্মেদ অভি