দেশের যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম ঝুঁকির নাম সড়ক। দৈনন্দিন সেই ঝুঁকিপূর্ণ সড়ক কেড়ে নিচ্ছে তাজা তাজা প্রাণ। সাম্প্রতিক ময়লার গাড়ির চাপায় প্রাণ হারায় নটর ডেম কলেজের এক মেধাবী শিক্ষার্থী নাইম হাসান। এভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটায় প্রাণ যাচ্ছে অগণিত পথচারীর।
কতটা অনিরাপদ আমাদের দেশের প্রধান সড়কগুলো তা প্রতিনিয়ত জীবনের বিনিময়ে বুঝিয়ে দিচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক গাড়িচালদের কারণে দৈনন্দিন বেড়েই চলছে এসব দুর্ঘটনা।
২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন ছিল দেশের সড়ক নিরাপত্তা আদায়ের আন্দোলন। করা হয়েছিল নয় দফা দাবি। তবুও যেন দাবি আদায় সম্পূর্ণ হয়নি। প্রাণ গিয়েছিল দুই শিক্ষার্থীর, রাজপথ তাদের রক্তের দাগ আজও যেন মনে করিয়ে দেয় ‘নিরাপদ সড়ক চাই’ দাবির অপূর্ণতা। আজও রাজিবের মতো অনেকেই পঙ্গুত্বের শিকার, বাসচাপায় আবরার, মাসুদ রানার মতো অনেক শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
সড়ক নিরাপত্তার আইন কঠোর হলেও তা প্রয়োগ হচ্ছে না যথাযথ। ফলে বেপরোয়া যান চালক শাস্তি থেকে ছাড় পেয়ে যাচ্ছে। তাই সড়ক পরিবহন করপোরেশন কর্তৃক ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতন করতে হবে ও বেপরোয়া অপ্রাপ্ত বয়স্ক চালককে লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। প্রয়োজনে নতুন আইন প্রয়োগ করতে হবে।
মো. রায়হান আবিদ
বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
দেশের যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম ঝুঁকির নাম সড়ক। দৈনন্দিন সেই ঝুঁকিপূর্ণ সড়ক কেড়ে নিচ্ছে তাজা তাজা প্রাণ। সাম্প্রতিক ময়লার গাড়ির চাপায় প্রাণ হারায় নটর ডেম কলেজের এক মেধাবী শিক্ষার্থী নাইম হাসান। এভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটায় প্রাণ যাচ্ছে অগণিত পথচারীর।
কতটা অনিরাপদ আমাদের দেশের প্রধান সড়কগুলো তা প্রতিনিয়ত জীবনের বিনিময়ে বুঝিয়ে দিচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক গাড়িচালদের কারণে দৈনন্দিন বেড়েই চলছে এসব দুর্ঘটনা।
২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন ছিল দেশের সড়ক নিরাপত্তা আদায়ের আন্দোলন। করা হয়েছিল নয় দফা দাবি। তবুও যেন দাবি আদায় সম্পূর্ণ হয়নি। প্রাণ গিয়েছিল দুই শিক্ষার্থীর, রাজপথ তাদের রক্তের দাগ আজও যেন মনে করিয়ে দেয় ‘নিরাপদ সড়ক চাই’ দাবির অপূর্ণতা। আজও রাজিবের মতো অনেকেই পঙ্গুত্বের শিকার, বাসচাপায় আবরার, মাসুদ রানার মতো অনেক শিক্ষার্থী আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
সড়ক নিরাপত্তার আইন কঠোর হলেও তা প্রয়োগ হচ্ছে না যথাযথ। ফলে বেপরোয়া যান চালক শাস্তি থেকে ছাড় পেয়ে যাচ্ছে। তাই সড়ক পরিবহন করপোরেশন কর্তৃক ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতন করতে হবে ও বেপরোয়া অপ্রাপ্ত বয়স্ক চালককে লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। প্রয়োজনে নতুন আইন প্রয়োগ করতে হবে।
মো. রায়হান আবিদ