গৌরীপুর (ময়মনসিংহ) : স্বেচ্ছাশ্রমে উপজেলার গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়ক মেরামত বিএনপি কর্মীদের -+সংবাদ
পহেলা বৈশাখের আনন্দ-উল্লাস, বর্ণিল সাজ-রঙিন উৎসব ছেড়ে এক ভিন্ন রকম ব্যতিক্রমী আয়োজনে মাতলেন ময়মনসিংহের গৌরীপুরের বিএনপির নেতাকর্মীরা। প্রখর রৌদ্র। ভাঙা রাস্তা। কোথাও উঁচু, কোথাও নিচু। উড়ছে ধুলাবালি। বর্ষায় এ ভাঙা সড়কে কর্দমাক্ততা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষকের পণ্য পরিবহন আর পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুর্ভোগের ভোগান্তি কমাতে মাটি কেটে রাস্তা মেরামতে দিনভর কাজ করেন তারা।
বাংলা নববর্ষের বর্ণিল উৎসবের দিনে কোদাল, টুকরি, বেলচা নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন শতাধিক নেতাকর্মী। ‘আবার মোরা কোদাল ধরবো, জিয়ার এত দেশ গড়বে’ এ স্লোগানে সোমবার কর্মসূচির আয়োজন করে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
এ কর্মসূচির অধিনে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়কের মধ্যবর্তী প্রায় ২০০মিটার রাস্তা মাটিকে কেটে মেরামত করা হয়। রাস্তাটির দু’পাশে পাকা থাকলেও এ স্থানটির কারণে পুরো সড়কটিতে অচলাবস্থার অবসান হলো। কৃষকের মালামাল আনা-নেয়া আর ব্যবসায়ী, এলাকাবাসীর যাতায়তে কষ্টের সমাপ্তি ঘটল।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, এ রাস্তাটির বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় আমরা সউদ্যোগে এ রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছি। এখন প্রশাসনের নিকট দাবি থাকবে, দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি যেনো পাকাকরণ করা হয়। তিনি আরও বলেন, বর্ষবরণ অনেকেই অনেকভাবে করেছে, আমরা এই রাস্তা মেরামতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে উৎসর্গ করলাম। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান বলেন, আমরা রামগোপালপুরবাসী কৃতজ্ঞ এ ইউনিয়নের নেতাকর্মীদের একটি আয়োজনকে সফল করতে আমাদের নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতারা সারাদিন রোদে পুড়ে রাস্তাটির মেরামত কাজে অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল বলেন, এ রাস্তাটি সংস্কারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ‘দশে মিলে করি কাজ, হারিজিতি নাজি লাজ।’ সবাই একযোগে কাজ করায় দীর্ঘদিনের একটি সমস্যা মুহূর্তে সমাধান হয়ে গেল। অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান বলেন, বর্ষবরণের বর্ণিল অনুষ্ঠান বাদ দিয়ে শরীরের ঘাম জড়িয়ে মানুষের উন্নয়ন করার এ কাজটি মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ বলেন, আমাদের খুব আনন্দ লেগেছে। হিরণ ভাই নিজে দিনভর আমাদের সঙ্গে মাটি কেটে, রাস্তা ড্রেসিং করেছেন। সত্যিই আমরা অভিভূত। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার বলেন, দুর্নীতিবাজদের কারণে এই রাস্তার এত দেশটার বেহাল অবস্থা। সেই অবস্থার পরিবর্তন করতে হবে, এ পরিবর্তনের জন্যে আবারও আমরা কোদাল ধরেছি, এই কোদাল দিয়ে দুর্নীতিকেও উৎপাটন করা হবে।
রামগোপালপুর-গৌরীপুর সংযোগ সড়কে কাঁচা রাস্তার সংস্কারে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কাটা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান।
গৌরীপুর (ময়মনসিংহ) : স্বেচ্ছাশ্রমে উপজেলার গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়ক মেরামত বিএনপি কর্মীদের -+সংবাদ
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
পহেলা বৈশাখের আনন্দ-উল্লাস, বর্ণিল সাজ-রঙিন উৎসব ছেড়ে এক ভিন্ন রকম ব্যতিক্রমী আয়োজনে মাতলেন ময়মনসিংহের গৌরীপুরের বিএনপির নেতাকর্মীরা। প্রখর রৌদ্র। ভাঙা রাস্তা। কোথাও উঁচু, কোথাও নিচু। উড়ছে ধুলাবালি। বর্ষায় এ ভাঙা সড়কে কর্দমাক্ততা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষকের পণ্য পরিবহন আর পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুর্ভোগের ভোগান্তি কমাতে মাটি কেটে রাস্তা মেরামতে দিনভর কাজ করেন তারা।
বাংলা নববর্ষের বর্ণিল উৎসবের দিনে কোদাল, টুকরি, বেলচা নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন শতাধিক নেতাকর্মী। ‘আবার মোরা কোদাল ধরবো, জিয়ার এত দেশ গড়বে’ এ স্লোগানে সোমবার কর্মসূচির আয়োজন করে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
এ কর্মসূচির অধিনে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়কের মধ্যবর্তী প্রায় ২০০মিটার রাস্তা মাটিকে কেটে মেরামত করা হয়। রাস্তাটির দু’পাশে পাকা থাকলেও এ স্থানটির কারণে পুরো সড়কটিতে অচলাবস্থার অবসান হলো। কৃষকের মালামাল আনা-নেয়া আর ব্যবসায়ী, এলাকাবাসীর যাতায়তে কষ্টের সমাপ্তি ঘটল।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, এ রাস্তাটির বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় আমরা সউদ্যোগে এ রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছি। এখন প্রশাসনের নিকট দাবি থাকবে, দ্রুত সময়ের মধ্যে এ রাস্তাটি যেনো পাকাকরণ করা হয়। তিনি আরও বলেন, বর্ষবরণ অনেকেই অনেকভাবে করেছে, আমরা এই রাস্তা মেরামতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে উৎসর্গ করলাম। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান বলেন, আমরা রামগোপালপুরবাসী কৃতজ্ঞ এ ইউনিয়নের নেতাকর্মীদের একটি আয়োজনকে সফল করতে আমাদের নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতারা সারাদিন রোদে পুড়ে রাস্তাটির মেরামত কাজে অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল বলেন, এ রাস্তাটি সংস্কারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ‘দশে মিলে করি কাজ, হারিজিতি নাজি লাজ।’ সবাই একযোগে কাজ করায় দীর্ঘদিনের একটি সমস্যা মুহূর্তে সমাধান হয়ে গেল। অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান বলেন, বর্ষবরণের বর্ণিল অনুষ্ঠান বাদ দিয়ে শরীরের ঘাম জড়িয়ে মানুষের উন্নয়ন করার এ কাজটি মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ বলেন, আমাদের খুব আনন্দ লেগেছে। হিরণ ভাই নিজে দিনভর আমাদের সঙ্গে মাটি কেটে, রাস্তা ড্রেসিং করেছেন। সত্যিই আমরা অভিভূত। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার বলেন, দুর্নীতিবাজদের কারণে এই রাস্তার এত দেশটার বেহাল অবস্থা। সেই অবস্থার পরিবর্তন করতে হবে, এ পরিবর্তনের জন্যে আবারও আমরা কোদাল ধরেছি, এই কোদাল দিয়ে দুর্নীতিকেও উৎপাটন করা হবে।
রামগোপালপুর-গৌরীপুর সংযোগ সড়কে কাঁচা রাস্তার সংস্কারে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কাটা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর রহমান খান।