রংপুরের পীরগাছায় বহুভাষী সাটলিপি প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ গত ২৮ ডিসেম্বর অবসরে যান। ওই দিন হতে পদটি শুন্য। ওই পদে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন অজ্ঞাত কারণে কোন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেননি। ফলে কলেজের শ্রেণি পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমের অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে গত ১১ জানুয়ারি সংবাদ-এর অনলাইন ভার্ষনে পীরগাছায় অধ্যক্ষ পদ শুন্যঃ সংকটে শিক্ষক-কর্মচারি ও প্রশাসনিক কার্যক্রম শিরোনামে একটি খবর প্রকাশ হয়। ফলে নড়েচড়ে বসেন জেলা প্রশাসক। তিনি পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ওই কলেজের সভাপতিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেষ্ঠ্যতার ভিত্তিতে একজনকে দায়িত্ব দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেন। এই নির্দেশনারও দুই দিন পর অফিস সময় শেষে আজ (মঙ্গলবার) সন্ধা ৬.১৬ মিনিটে ওই কলেজের জেষ্ঠ্য সহকারি অধ্যাপক আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি নাজমুল হক সুমন। তবে দায়িত্বে হস্তান্তর পত্রে স্বাক্ষর করেছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ এমদাদুল হক সরকার, তারিখ-২৮/১২/২০২৪খ্রি.। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, গত ১৩/০১/২৫খ্রি. তারিখে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ এমদাদুল হক সরকার দায়িত্ব হস্তান্তরের একটি রেজুলেশন নিয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। যে রেজুলেশনে ম্যানেজিং কমিটির কোন সদস্যের স্বাক্ষর ছিল না। স্বাক্ষর না থাকায় ওই রেজুলেশনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরত দেন। অর্থাৎ ওই কলেজে ১৪ জানুয়ারি আজ (মঙ্গলবার) সন্ধা ৬.১৬ মিনিটে গত ২৮ডিসেম্বরের ব্যাকডেটে দায়িত্ব হস্তান্তর দেখানো হয়। বিলম্বে দায়িত্ব দেওয়ার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার নির্বাহী অফিসারকে মোবাইল করা হলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, দায়িত্ব দেওয়ার জন্য সভা কত তারিখে দেখানো হয়েছে, সেটি দেখার বিষয়। আমি নির্বাহী অফিসারকে বলছি আপনার ফোন রিসিভ করার জন্য। আমি একটি মিটিং এ আছি, মিটিং শেষে আপনাকে ফোন দিব।
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
রংপুরের পীরগাছায় বহুভাষী সাটলিপি প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ গত ২৮ ডিসেম্বর অবসরে যান। ওই দিন হতে পদটি শুন্য। ওই পদে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন অজ্ঞাত কারণে কোন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেননি। ফলে কলেজের শ্রেণি পাঠদান ও প্রশাসনিক কার্যক্রমের অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে গত ১১ জানুয়ারি সংবাদ-এর অনলাইন ভার্ষনে পীরগাছায় অধ্যক্ষ পদ শুন্যঃ সংকটে শিক্ষক-কর্মচারি ও প্রশাসনিক কার্যক্রম শিরোনামে একটি খবর প্রকাশ হয়। ফলে নড়েচড়ে বসেন জেলা প্রশাসক। তিনি পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ওই কলেজের সভাপতিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জেষ্ঠ্যতার ভিত্তিতে একজনকে দায়িত্ব দেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেন। এই নির্দেশনারও দুই দিন পর অফিস সময় শেষে আজ (মঙ্গলবার) সন্ধা ৬.১৬ মিনিটে ওই কলেজের জেষ্ঠ্য সহকারি অধ্যাপক আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি নাজমুল হক সুমন। তবে দায়িত্বে হস্তান্তর পত্রে স্বাক্ষর করেছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ এমদাদুল হক সরকার, তারিখ-২৮/১২/২০২৪খ্রি.। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, গত ১৩/০১/২৫খ্রি. তারিখে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ এমদাদুল হক সরকার দায়িত্ব হস্তান্তরের একটি রেজুলেশন নিয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। যে রেজুলেশনে ম্যানেজিং কমিটির কোন সদস্যের স্বাক্ষর ছিল না। স্বাক্ষর না থাকায় ওই রেজুলেশনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরত দেন। অর্থাৎ ওই কলেজে ১৪ জানুয়ারি আজ (মঙ্গলবার) সন্ধা ৬.১৬ মিনিটে গত ২৮ডিসেম্বরের ব্যাকডেটে দায়িত্ব হস্তান্তর দেখানো হয়। বিলম্বে দায়িত্ব দেওয়ার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার নির্বাহী অফিসারকে মোবাইল করা হলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, দায়িত্ব দেওয়ার জন্য সভা কত তারিখে দেখানো হয়েছে, সেটি দেখার বিষয়। আমি নির্বাহী অফিসারকে বলছি আপনার ফোন রিসিভ করার জন্য। আমি একটি মিটিং এ আছি, মিটিং শেষে আপনাকে ফোন দিব।