সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার মূল অভিযুক্ত পলাতক এসআই আকবর হােসন ভূঁইয়াকে যেকােনাে মূল্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মহানগর পুলিশের নবাগত কমিশনার মাে: নিশারুল আরিফ। এ লক্ষ্যে তিনজন উপ-কমিশনারের তত্ত্বাবধানে আলাদা তিনটি টিম গঠন করা হয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের এক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, দেশজুড়ে চাঞ্চল্যকর এ নির্যাতনের ঘটনার পর থেকে আকবরকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন স্থানে তাকে ধরতে অভিযান অব্যাহত থাকলেও কােথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরই মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নতুন পুলিশ কমিশনার তার কর্মস্থলে যােগদেন। এর আগেই তিনি নিহত রায়হানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আকবরকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। সেলক্ষ্যে বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এরপর অফিসে ফিরে তিনজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি)কে প্রধান করে পৃথক তিনটি টিম গঠন করেন। এই টিমের প্রধানগণ হলেন- এডিসি (নর্থ ক্রইম) শাহরিয়ার আলম, এডিসি (সাউথ ক্রাইম) এহসান উদ্দিন চৌধরী ও এডিসি (ডিবি) মুনাদুর ইসলাম চৌধুরী। সূত্র জানায়, এই অন্যান্য টিম ছাড়াও নতুন গঠিত এই তিনটি টিমকে সর্বশক্তি ব্যবহার করে আকবরকে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। টিমগুলাে বিভিন্ন গােয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কার্যক্রম চালাবে। তাদের তদারকি করবেন সংশ্লিষ্ট তিনজন উপকমিশনার (ডিসি)। সূত্র আরাে জানায়, সবগুলাে টিমই অতিরিক্ত কমিশনারের তত্ত্বাবধানে থাকবে। তারা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যােগাযােগ রক্ষা করে দিকনির্দেশনা নেবেন।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার মূল অভিযুক্ত পলাতক এসআই আকবর হােসন ভূঁইয়াকে যেকােনাে মূল্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মহানগর পুলিশের নবাগত কমিশনার মাে: নিশারুল আরিফ। এ লক্ষ্যে তিনজন উপ-কমিশনারের তত্ত্বাবধানে আলাদা তিনটি টিম গঠন করা হয়েছে। পুলিশের উচ্চ পর্যায়ের এক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, দেশজুড়ে চাঞ্চল্যকর এ নির্যাতনের ঘটনার পর থেকে আকবরকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। দেশের বিভিন্ন স্থানে তাকে ধরতে অভিযান অব্যাহত থাকলেও কােথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরই মধ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নতুন পুলিশ কমিশনার তার কর্মস্থলে যােগদেন। এর আগেই তিনি নিহত রায়হানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আকবরকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। সেলক্ষ্যে বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এরপর অফিসে ফিরে তিনজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি)কে প্রধান করে পৃথক তিনটি টিম গঠন করেন। এই টিমের প্রধানগণ হলেন- এডিসি (নর্থ ক্রইম) শাহরিয়ার আলম, এডিসি (সাউথ ক্রাইম) এহসান উদ্দিন চৌধরী ও এডিসি (ডিবি) মুনাদুর ইসলাম চৌধুরী। সূত্র জানায়, এই অন্যান্য টিম ছাড়াও নতুন গঠিত এই তিনটি টিমকে সর্বশক্তি ব্যবহার করে আকবরকে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। টিমগুলাে বিভিন্ন গােয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কার্যক্রম চালাবে। তাদের তদারকি করবেন সংশ্লিষ্ট তিনজন উপকমিশনার (ডিসি)। সূত্র আরাে জানায়, সবগুলাে টিমই অতিরিক্ত কমিশনারের তত্ত্বাবধানে থাকবে। তারা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যােগাযােগ রক্ষা করে দিকনির্দেশনা নেবেন।