রংপুর নগরীর ষ্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নীচ তলায় ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে এসে দুঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায় ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের পেছনে কাপড়ের দোকান ও গুদামে আগুনের সুত্রপাত হয় এরপর মহুর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে করে ৩০টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান আগুনের সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা ধারনা করছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার সময় দুই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী জামাল মার্কেটের কর্মচারী আফজাল জানান তিনি মার্কেটের ভেতরেই থাকেন হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে তিনি আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। এ সময় আশে পার্শ্বের লোকজন ফায়ার সার্ভিসকে খকবর দেয়। তিনি জানান মার্কেটের পেছনে অনেক গুলো গুদাম রয়েছে। যেহেতু নীচলাটি কাপড়ের মার্কেট সে কারনে গুদাম গুলোতে রেডিমেট শার্ট জামা মেয়েদের কাপড় বোরখা সহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে মালামাল গুদামে থাকে। সম্ভবত বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি জানান।
মার্কেটের ব্যবসায়ী শাহ আলম জানান তার গুদামে কোটি টাকার মালামাল ছিলো সব পুড়ে গেছে তিনি নঃিস্ব হয়ে গেছেন। একই কথা জানালেন ব্যবসায়ী মমতাজ , আকবর সহ অনেকে। তবে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন মার্কেটের পেছনে এবং নীচ তলায় লেগেছে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে আরো ব্যাপক ক্ষতি হতো। কেননা ৫ ততলা বিশিষ্ট মার্কেটে ব্যাংক সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল ও অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক অহিদুল ইসলাম জানিয়েছেন আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে অন্য এলাকা থেকে আরো ২টি মিলে ১০টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সুত্রপাত তদন্ত না করে বলা যাবেনা বলেও জানান তিনি।
মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
রংপুর নগরীর ষ্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নীচ তলায় ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে এসে দুঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায় ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের পেছনে কাপড়ের দোকান ও গুদামে আগুনের সুত্রপাত হয় এরপর মহুর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে করে ৩০টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান আগুনের সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা ধারনা করছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে এসে দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার সময় দুই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী জামাল মার্কেটের কর্মচারী আফজাল জানান তিনি মার্কেটের ভেতরেই থাকেন হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে তিনি আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। এ সময় আশে পার্শ্বের লোকজন ফায়ার সার্ভিসকে খকবর দেয়। তিনি জানান মার্কেটের পেছনে অনেক গুলো গুদাম রয়েছে। যেহেতু নীচলাটি কাপড়ের মার্কেট সে কারনে গুদাম গুলোতে রেডিমেট শার্ট জামা মেয়েদের কাপড় বোরখা সহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে মালামাল গুদামে থাকে। সম্ভবত বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তিনি জানান।
মার্কেটের ব্যবসায়ী শাহ আলম জানান তার গুদামে কোটি টাকার মালামাল ছিলো সব পুড়ে গেছে তিনি নঃিস্ব হয়ে গেছেন। একই কথা জানালেন ব্যবসায়ী মমতাজ , আকবর সহ অনেকে। তবে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন মার্কেটের পেছনে এবং নীচ তলায় লেগেছে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে আরো ব্যাপক ক্ষতি হতো। কেননা ৫ ততলা বিশিষ্ট মার্কেটে ব্যাংক সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল ও অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক অহিদুল ইসলাম জানিয়েছেন আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে অন্য এলাকা থেকে আরো ২টি মিলে ১০টি ইউনিট দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সুত্রপাত তদন্ত না করে বলা যাবেনা বলেও জানান তিনি।