alt

সারাদেশ

প্রতিদিনই বাড়ছে মৃত্যু

সংবাদ অনলাইন ডেস্ক : সোমবার, ১৯ এপ্রিল ২০২১

চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে কারওয়ান বাজারের চিত্র। উপচেপড়া ভিড়, করোনার বিপজ্জনক পরিস্থিতিতেও কোন সচেতনতা নেই, ঝুঁকি নিয়েই বাজারে চলাফেরা-সংবাদ

দেশে ফের মৃত্যুর রেকর্ড। করোনা একদিনেই কেড়ে নিল ১১২ জনের প্রাণ। এ নিয়ে টানা চতুর্থদিন শতাধিক করে করোনা রোগীর মৃত্যু হলো। তবে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকলেও আক্রান্তদের সুস্থতার হার বাড়ছে। সোমবারও (১৯ এপ্রিল) মোট শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা প্রায় দুই হাজার বেশি ছিল। সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমছে। সম্প্রতি সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেলেও তা লাখের নিচে নেমে এসেছে। সোমবার পর্যন্ত দেশে ৯১ হাজারের বেশি সক্রিয় করোনা রোগী (অ্যাক্টিভ কেস) ছিল। তাদের মধ্যে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন প্রায় ৮৫ হাজার রোগী। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা সংবাদকে বলেন, ‘যেসব রোগী বাসায় আছেন, তারা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিচ্ছেন। এর মধ্যে মাইল্ড সিমট্রম (মৃদু লক্ষণ) রোগীই বেশি। তাদের ঝুঁকি কম, হাসপাতালে আসার প্রয়োজন নেই। তবে যাদের বয়স বেশি, নানা রোগে ভুগছেন তাদের আমরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার মারা যাওয়া ১১২ জনকে নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৯৭ জনের। এর মধ্যে পাঁচ হাজার ৯২৩ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। এ হিসাবে মোট মৃত্যুর ৫৬ দশমিক ৪৩ শতাংশই ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে চার হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, আর একই দিন সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন করোনা রোগী। নতুন শনাক্ত রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো সাত লাখ ২৩ হাজার ২২১ জনে। এর বিপরীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

এ হিসাবে এখনও সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯১ হাজার ৪২৪ জন। এর মধ্যে সারাদেশে ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে’ ভর্তি আছেন ছয় হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সাধারণ শয্যায় ভর্তি পাঁচ হাজার ৭১৭ জন এবং আইসিইউতে আছেন ৭৩৪ জন রোগী। বাকি ৮৪ হাজার ৯৭৩ জন বাসাবাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ফোন কলে ‘টেলিমেডিসিন’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সরকার ঘোষিত তিনটি নম্বরে ফোন করে ১৯ হাজার ৯৫৬ জন নাগরিক ‘কোভিড-১৯’ সংক্রান্ত চিকিৎসাসেবা নিয়েছেন। তিনটি নম্বর হলো- স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩), ৩৩৩ এবং আইইডিসিআর (১০৬৫৫)। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত টেলিমেডিসিন সেবা পেতে ওই তিনটি নম্বরে ‘ফোন কল’ আসে দুই কোটি ৭২ লাখ ৮১ হাজার ৩৮৯টি।

এ ব্যাপারে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত নম্বরের বাইরেও নানাভাবে আক্রান্ত লোকজন টেলিমেডিসিন সেবা নিচ্ছেন। অনেকেই ব্যক্তিগতভাবে পরিচিত চিকিৎসকদের কাছ থেকে সেবা নিচ্ছেন।’

গত মার্চের শুরুতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত ১ মার্চ ৫৮৫ জনের করোনা শনাক্ত এবং আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর নিয়মিত বাড়তে থাকে শনাক্তের সংখ্যা ও মৃত্যু। গত চারদিনই টানা শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল ১০২ জন, ১৭ ও ১৬ এপ্রিল ১০১ জন করে করোনা রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের ১০ দিন পর একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য বিভাগ। পরবর্তীতে ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর কথা বলা হয়।

আর করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু ৫০ এর নিচে নামেনি। এখন দৈনিক মৃত্যু শতকের ওপরে রয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে করোনা শনাক্তে ৩৩তম এবং মৃত্যুর সংখ্যায় ৩৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে চার হাজার ২৭১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরে দৈনিক ছয় হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত ৭ এপ্রিল একদিনে সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬০টি পরীক্ষাগারে (ল্যাব) ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। এর আগে ১৮ এপ্রিল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ০৬ শতাংশ এবং ১৭ এপ্রিল ছিল ২১ দশমিক ৪৬ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৩৭ জন নারী। এর মধ্যে ৯৭ জন হাসপাতালে, তিনজন বাড়িতে এবং একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।

গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ৬৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১০ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের দশজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন একজন।

করোনায় দেশে মোট মারা যাওয়া ১০ হাজার ৪৯৭ জনের মধ্যে পুরুষ সাত হাজার ৭৬৯ জন এবং নারী দুই হাজার ৭২৮ জন।

কক্সবাজারে জলকেলি উৎসবের সমাপনীতে আলোকিত জীবনের প্রত্যাশা

ছবি

মায়ানমারের বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে

ছবি

রাজশাহীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ৩

ছবি

ইউএসএআইডি এবং সিমিট প্রতিনিধি দলের বারি পরিদর্শন

ছবি

পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনে নারীর ঝুলন্ত মরদেহ

ছবি

‘আনন্দে’ শুরুর পর সড়কের ঈদযাত্রা কেন ‘বিষাদে’

ছবি

ঘটনা চাপা দিতে ১৫০ বস্তা সিমেন্ট সরিয়ে ফেলার অভিযোগ

মীরসরাইয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, ঘরের চাল ছিদ্র হয়ে গেছে

ছবি

মাধবপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ছবি

টঙ্গীতে আগুনে পুড়ল ১২টি খাদ্য গুদাম

ছবি

জলকেলি উৎসবে মুখরিত কক্সবাজরের রাখাইন পল্লী

শেরপুরে বিনামূল্যে সার বীজ বিতরণ উদ্বোধন

কেশবপুরে সকাল-সন্ধ্যা বাজারের দখল নিয়ে দু’পক্ষ মুখোমুখি উচ্ছেদ আতঙ্কে অর্ধশতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

ভালুকায় বোরো ধানে চিটা কৃষকের মাথায় হাত

ছবি

গোবিন্দগঞ্জে সরকারি রাস্তার ১২০টি গাছ কর্তনের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পুঠিয়ায় শাশুড়িকে হত্যা করেন পুত্রবধূ

ছবি

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি

নড়াইলের শ্রীনগর গ্রামে ভ্যানচালককে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ছবি

প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা

ছবি

প্রেমিকার ওপর অভিমান প্রেমিকের আত্মহত্যা

ছবি

শ্যামনগর পদ্মপুকুরের প্রধান সড়কের একাংশ যেন বালুর স্তুপে পরিণত

আমার চেয়ে খারাপ লোক এ জেলায় নাই : তাহেরপুত্র বিপ্লব

ছবি

কক্সবাজারে রিসোর্টে পযটক তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

ছবি

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ছবি

টোলপ্লাজায় ট্রাকের ধাক্কা, নিহত ১৪

ছবি

গরমে অতিষ্ঠ জনজীবন, বেশিরভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

কোম্পানীগঞ্জে পর্যটকের সঙ্গে এএসপির মারামারি

ছবি

গ্রাহকের টাকা আত্মসাৎ গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

শার্শায় সাংবাদিকের উপর হামলা

ছবি

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি

সালথায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ছবি

শিবগঞ্জে পরিবারের উপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

ছবি

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতা নিহত

ছবি

নরসিংদীতে বজ্রপাতে নিহত ১, আহত ২

tab

সারাদেশ

প্রতিদিনই বাড়ছে মৃত্যু

সংবাদ অনলাইন ডেস্ক

চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনে কারওয়ান বাজারের চিত্র। উপচেপড়া ভিড়, করোনার বিপজ্জনক পরিস্থিতিতেও কোন সচেতনতা নেই, ঝুঁকি নিয়েই বাজারে চলাফেরা-সংবাদ

সোমবার, ১৯ এপ্রিল ২০২১

দেশে ফের মৃত্যুর রেকর্ড। করোনা একদিনেই কেড়ে নিল ১১২ জনের প্রাণ। এ নিয়ে টানা চতুর্থদিন শতাধিক করে করোনা রোগীর মৃত্যু হলো। তবে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকলেও আক্রান্তদের সুস্থতার হার বাড়ছে। সোমবারও (১৯ এপ্রিল) মোট শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা প্রায় দুই হাজার বেশি ছিল। সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমছে। সম্প্রতি সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেলেও তা লাখের নিচে নেমে এসেছে। সোমবার পর্যন্ত দেশে ৯১ হাজারের বেশি সক্রিয় করোনা রোগী (অ্যাক্টিভ কেস) ছিল। তাদের মধ্যে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন প্রায় ৮৫ হাজার রোগী। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা সংবাদকে বলেন, ‘যেসব রোগী বাসায় আছেন, তারা টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিচ্ছেন। এর মধ্যে মাইল্ড সিমট্রম (মৃদু লক্ষণ) রোগীই বেশি। তাদের ঝুঁকি কম, হাসপাতালে আসার প্রয়োজন নেই। তবে যাদের বয়স বেশি, নানা রোগে ভুগছেন তাদের আমরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সোমবার মারা যাওয়া ১১২ জনকে নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৯৭ জনের। এর মধ্যে পাঁচ হাজার ৯২৩ জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। এ হিসাবে মোট মৃত্যুর ৫৬ দশমিক ৪৩ শতাংশই ৬০ বছরের বেশি বয়স্ক নাগরিক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একদিনে চার হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, আর একই দিন সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন করোনা রোগী। নতুন শনাক্ত রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো সাত লাখ ২৩ হাজার ২২১ জনে। এর বিপরীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

এ হিসাবে এখনও সক্রিয় করোনা রোগী রয়েছেন ৯১ হাজার ৪২৪ জন। এর মধ্যে সারাদেশে ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে’ ভর্তি আছেন ছয় হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সাধারণ শয্যায় ভর্তি পাঁচ হাজার ৭১৭ জন এবং আইসিইউতে আছেন ৭৩৪ জন রোগী। বাকি ৮৪ হাজার ৯৭৩ জন বাসাবাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ফোন কলে ‘টেলিমেডিসিন’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সরকার ঘোষিত তিনটি নম্বরে ফোন করে ১৯ হাজার ৯৫৬ জন নাগরিক ‘কোভিড-১৯’ সংক্রান্ত চিকিৎসাসেবা নিয়েছেন। তিনটি নম্বর হলো- স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩), ৩৩৩ এবং আইইডিসিআর (১০৬৫৫)। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত টেলিমেডিসিন সেবা পেতে ওই তিনটি নম্বরে ‘ফোন কল’ আসে দুই কোটি ৭২ লাখ ৮১ হাজার ৩৮৯টি।

এ ব্যাপারে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত নম্বরের বাইরেও নানাভাবে আক্রান্ত লোকজন টেলিমেডিসিন সেবা নিচ্ছেন। অনেকেই ব্যক্তিগতভাবে পরিচিত চিকিৎসকদের কাছ থেকে সেবা নিচ্ছেন।’

গত মার্চের শুরুতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। গত ১ মার্চ ৫৮৫ জনের করোনা শনাক্ত এবং আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর নিয়মিত বাড়তে থাকে শনাক্তের সংখ্যা ও মৃত্যু। গত চারদিনই টানা শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ এপ্রিল ১০২ জন, ১৭ ও ১৬ এপ্রিল ১০১ জন করে করোনা রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের ১০ দিন পর একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য বিভাগ। পরবর্তীতে ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর কথা বলা হয়।

আর করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু ৫০ এর নিচে নামেনি। এখন দৈনিক মৃত্যু শতকের ওপরে রয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে করোনা শনাক্তে ৩৩তম এবং মৃত্যুর সংখ্যায় ৩৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিকেলে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে চার হাজার ২৭১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত একদিনে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরে দৈনিক ছয় হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত ৭ এপ্রিল একদিনে সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬০টি পরীক্ষাগারে (ল্যাব) ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ২১৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। এর আগে ১৮ এপ্রিল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ০৬ শতাংশ এবং ১৭ এপ্রিল ছিল ২১ দশমিক ৪৬ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৩৭ জন নারী। এর মধ্যে ৯৭ জন হাসপাতালে, তিনজন বাড়িতে এবং একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পথে।

গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ৬৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং ১০ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের দশজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন একজন।

করোনায় দেশে মোট মারা যাওয়া ১০ হাজার ৪৯৭ জনের মধ্যে পুরুষ সাত হাজার ৭৬৯ জন এবং নারী দুই হাজার ৭২৮ জন।

back to top