alt

সারাদেশ

ঢাকামুখী মানুষের চাপ সংক্রমণ উচ্চ ঝুঁকিতে

রোজার ঈদে গাফিলতির ফলে বিপর্যয় ও মৃত্যুর রেকর্ড

রাকিব উদ্দিন : রোববার, ০১ আগস্ট ২০২১

নজরুল আমিন নামে একজনের লাশ মুগদা হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে। তিনি ঢাকার নতুন বাজার এলাকার বাসিন্দা। একদিন আগে করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার তার মৃত্যু হয়। কিন্তু লাশ নিয়ে যেতে দুপুর পর্যন্তও স্বজনরা কেউ আসেনি-সংবাদ

ঈদুল ফিতরের সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের গ্রামে যাতায়াতের কারণেই এখনও করোনা সংক্রমণ ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে। ওই ঈদ যাত্রায় সংক্রমণের প্রভাবেই গত মাসেই ছয় হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গত মে মাসের মাঝামাঝিতে ঈদুল ফিতরের ছুটি ছিল।

এ অবস্থায় চলমান ‘কঠোর লকডাউনের’ শিথিলতা শর্তে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে সংক্রমণ পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন সরকারের কর্তাব্যক্তি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পোশাক কারখানা খুলে দেয়ার ঘোষণার পর থেকেই গত দু’দিন সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লেগে যায়। কোথাও ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।

শুধুমাত্র পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে ‘লকডাউন’ শিথিল করা হলেও গত ঈদে গ্রামের বাড়িতে যাওয়া প্রায় সবাই-ই ঢাকায় ফিরছেন। পোশাক শ্রমিকদের পাশাপাশি গত দুই দিন সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে সাধারণ যাত্রী, ব্যক্তিগত ও ছোট গাড়ির ব্যাপক ভিড় দেখা যায়।

১ আগস্ট থেকে তৈরি পোশাক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্পকারখানা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণা দেয়ার আগের দিন (৩১ জুলাই) সকাল থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ফিরতে শুরু করে মানুষ। গভীর রাত ও রোববার (১ আগস্ট) সারাদিনই যাত্রীদের অস্বাভাবিক ভিড় ছিল বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে।

এ বিষয়ে জানতে চাইলে সরকার গঠিত কোভিডবিষয়ক ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেছেন, ‘আসলে লকডাউন বলতে যা বোঝায় তা এখানে হয়নি। এগুলো শিথিল হলেও যা, থাকলেও তাই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের এখানে সংক্রমণ চলছে, চলবেই। বাড়ছে, বাড়বেই। মানুষের মৃত্যু হচ্ছে, হবেই।’

‘গত রোজার ঈদের সময় মানুষের অবাধ যাতায়াতের কারণেই এখন করোনার সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে’ উল্লেখ করে খ্যাতিমান এই জনস্বাস্থ্যবিদ বলেন, ‘গত দুদিনে মানুষ যেভাবে ঢাকা ফিরেছে, এর খেসারতও দিতে হবে। সংক্রমণ আরও বাড়বে।’ ‘লকডাউন’ উপেক্ষা করে রাজধানীমুখী মানুষের ব্যাপক তৎপরতায় সংক্রমণ আরও বেড়ে যাওয়া শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘আমরা বরাবরই বলেছি জনসমাবেশ উপেক্ষা করে চলতে। কারণ, এগুলো সংক্রমণ বাড়িয়ে দিতে সহায়তা করে। গণমাধ্যমে দেখিয়েছে আর আমরা সবাই দেখেছি, এতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।’

সংক্রমণ নিয়ন্ত্রণের উপায়গুলো স্বাস্থ্য বিভাগের জানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন কোন উপায় নেই। লকডাউনের মেয়াদ বাড়ানো বা কমানো-এটি নির্ভর করবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নীতিনির্ধারণী মহলে, যারা কাজ করেন তাদের ওপর। আমরা বিশ্বাস রাখতে চাই, জনস্বাস্থ্য রক্ষা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চলমান বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সবকিছুই ভাবতে হয়।’

রোজার ঈদের গাফিলতির ফলেই করোনায় বিপর্যয় ও মৃত্যুর রেকর্ড :
গত ফেব্রুয়ারির শেষের দিকে দেশে করোনা সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’ শুরু হয়। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রমণ ‘পিকে’ (চূড়ায় পৌঁছে) উঠে। ওই সময় (৭ এপ্রিল) একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জনের। এরপর নিয়মিত কমতে থাকে শনাক্তের হার। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক শনাক্ত দেড় হাজারের নিচে নেমে আসে। মে মাসের মাঝামাঝিতে ঈদুল ফিতর উপলক্ষে শিথিল করা হয় ‘বিধিনিষেধ’। এতে সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে গ্রামমুখী মানুষের ভিড় লেগে যায়। মানা হয়নি ন্যূনতম স্বাস্থ্যবিধি।

ওই ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করার ফলেই করোনা সংক্রমণ আর নিচের দিকে নামেনি, যা বারবার রেকর্ড ভেঙে এখনও বাড়তির দিকেই রয়েছে। গত মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনা সংক্রমণ কমেনি।

ওই সময় ঈদের ছুটিতে ১৫ মে একদিনে সবচেয়ে কম আড়াই শতাধিক রোগী শনাক্ত হয়। এরপর খুব দ্রুত পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এর মধ্যে গত ২৮ জুলাই একদিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।

আর বিদায়ী জুলাই মাসে করোনায় রেকর্ড ছয় হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। এই মাসে শনাক্তেও নয়া মাইলফলক তৈরি হয়েছে। জুলাইয়ে রেকর্ড তিন লাখ ৩৬ হাজার ২২৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

টানা আট দিন মৃত্যু দুই শতাধিক :
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ২৩১ জন মারা গেছেন। গত ২৫ জুলাই থেকে দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নামেনি। এর আগে ২৪ জুলাই ১৯৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জনে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ:
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। আগের দিন ৯ হাজার ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি।

এই ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।

গত একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দশ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। শনাক্ত অনুপাতে মোট সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ১৩৯ জন ও নারী ৯২ জন। আর দেশে এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং নারী ছিলেন ছয় হাজার ৭৭৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের বয়স ছিল ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। অন্যদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন এবং দুই জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, একদিনে মৃত্যু হওয়া ২৩১ জনের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের নয়জন, রংপুর বিভাগের ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে মারা গেছেন ১৩ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় একজনকে।

শনাক্ত বেশি ঢাকায় :
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আট হাজার ৩৫৫ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরসহ ঢাকা জেলায় ছয় হাজার ২০২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

অন্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ৫৯১ জন, চট্টগ্রামে এক হাজার ৮৫০ জন, রাজশাহীতে ৮০৮ জন, রংপুরে ৬৭৯ জন, খুলনায় ৮৮০ জন, বরিশালে ৬৮৫ জন ও সিলেট বিভাগে ৯৯৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শরণখোলার রেঞ্জে মাছ ধরার সময় পাঁচ জেলে আটক

নারায়ণগঞ্জ শহরে গরম কমাতে ‘তাপকর্ম পরিকল্পনা’

ছবি

কক্সবাজারে জামায়াত নেতার হামলা, বিএনপি নেতা নিহত

ছবি

শায়েস্তাগঞ্জ ও অলিপুরে উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা, উদ্বোধন হলো পুলিশ বক্স

ছবি

বিনা বিচারে ৩০ বছর, অবশেষে মুক্তি পেলেন কানু মিয়া

ছবি

ঐতিহাসিক ভবন ভাঙা ঠেকাতে প্রত্নতত্ত্ব বিভাগের চিঠি

ছবি

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ নেই ১০ বছর

মহেশপুর আদালত চত্বরে জাল কোর্টফিতে সয়লাব

কমলগঞ্জে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মোহনগঞ্জে হারিয়ে গেছে দেশি জাতের ধান

নবাবগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ ভেটেরিনারি হাসপাতালে ১১ পদের মধ্যে ৮ পদেই কেউ নেই

রংপুর চেম্বারের নির্বাচন সম্পন্ন

ছবি

৭ বছর আগের সেই মর্মান্তিক ঘটনায় চোখের জলে বুক ভাসান স্বজনরা

চাঁদপুরে অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

তারাগঞ্জে চাষিদের বীজ, সার ও অর্থ বিতরণ

ছবি

হরিপুর-চিলমারী সেতুর উদ্বোধন ২ আগস্ট

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কলমাকান্দায় আলোচনা সভা

বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ভিডব্লিউবি কার্ডধারীদের কাছে ট্যাক্সের নামে টাকা আদায়

ছবি

দশমিনায় বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষে সাফল্য

কাঁঠালিয়ায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চিতলমারীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছবি

বারবার প্রতিশ্রুতির পরও পাকাকরণ হয়নি সড়ক

পাঁচবিবি উপজেলা প্রশাসন ভবন উদ্বোধন

মা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

ছবি

মাদারগঞ্জে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু পুনর্নির্মাণ

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর হৃদয় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন দুই বন্ধু গ্রেপ্তার

ভুক্তভোগী দুই নারীকে হুমকির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ছবি

বড়াল নদীতে মাছ ধরার উৎসব

স্বজনদের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে গেল পিবিআই টিম

মোরেলগঞ্জে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম

ছবি

চাঁদাবাজি বন্ধে বিএনপির সমাবেশ

অটোরিকশা চালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

খাগড়াছড়িতে এনসিপির নেতানেত্রীর পাল্টাপাল্টি জিডি

ছবি

দোয়ারাবাজারে সেতু না থাকায় বাঁশের সাঁকোতে পারাপার

tab

সারাদেশ

ঢাকামুখী মানুষের চাপ সংক্রমণ উচ্চ ঝুঁকিতে

রোজার ঈদে গাফিলতির ফলে বিপর্যয় ও মৃত্যুর রেকর্ড

রাকিব উদ্দিন

নজরুল আমিন নামে একজনের লাশ মুগদা হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে। তিনি ঢাকার নতুন বাজার এলাকার বাসিন্দা। একদিন আগে করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার তার মৃত্যু হয়। কিন্তু লাশ নিয়ে যেতে দুপুর পর্যন্তও স্বজনরা কেউ আসেনি-সংবাদ

রোববার, ০১ আগস্ট ২০২১

ঈদুল ফিতরের সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের গ্রামে যাতায়াতের কারণেই এখনও করোনা সংক্রমণ ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে। ওই ঈদ যাত্রায় সংক্রমণের প্রভাবেই গত মাসেই ছয় হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গত মে মাসের মাঝামাঝিতে ঈদুল ফিতরের ছুটি ছিল।

এ অবস্থায় চলমান ‘কঠোর লকডাউনের’ শিথিলতা শর্তে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে সংক্রমণ পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন সরকারের কর্তাব্যক্তি ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পোশাক কারখানা খুলে দেয়ার ঘোষণার পর থেকেই গত দু’দিন সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লেগে যায়। কোথাও ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।

শুধুমাত্র পোশাক কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে ‘লকডাউন’ শিথিল করা হলেও গত ঈদে গ্রামের বাড়িতে যাওয়া প্রায় সবাই-ই ঢাকায় ফিরছেন। পোশাক শ্রমিকদের পাশাপাশি গত দুই দিন সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে সাধারণ যাত্রী, ব্যক্তিগত ও ছোট গাড়ির ব্যাপক ভিড় দেখা যায়।

১ আগস্ট থেকে তৈরি পোশাক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্পকারখানা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণা দেয়ার আগের দিন (৩১ জুলাই) সকাল থেকে ঢাকা ও আশপাশের এলাকায় ফিরতে শুরু করে মানুষ। গভীর রাত ও রোববার (১ আগস্ট) সারাদিনই যাত্রীদের অস্বাভাবিক ভিড় ছিল বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে।

এ বিষয়ে জানতে চাইলে সরকার গঠিত কোভিডবিষয়ক ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সদস্য ডা. আবু জামিল ফয়সাল সংবাদকে বলেছেন, ‘আসলে লকডাউন বলতে যা বোঝায় তা এখানে হয়নি। এগুলো শিথিল হলেও যা, থাকলেও তাই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমাদের এখানে সংক্রমণ চলছে, চলবেই। বাড়ছে, বাড়বেই। মানুষের মৃত্যু হচ্ছে, হবেই।’

‘গত রোজার ঈদের সময় মানুষের অবাধ যাতায়াতের কারণেই এখন করোনার সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে’ উল্লেখ করে খ্যাতিমান এই জনস্বাস্থ্যবিদ বলেন, ‘গত দুদিনে মানুষ যেভাবে ঢাকা ফিরেছে, এর খেসারতও দিতে হবে। সংক্রমণ আরও বাড়বে।’ ‘লকডাউন’ উপেক্ষা করে রাজধানীমুখী মানুষের ব্যাপক তৎপরতায় সংক্রমণ আরও বেড়ে যাওয়া শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘আমরা বরাবরই বলেছি জনসমাবেশ উপেক্ষা করে চলতে। কারণ, এগুলো সংক্রমণ বাড়িয়ে দিতে সহায়তা করে। গণমাধ্যমে দেখিয়েছে আর আমরা সবাই দেখেছি, এতে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।’

সংক্রমণ নিয়ন্ত্রণের উপায়গুলো স্বাস্থ্য বিভাগের জানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন কোন উপায় নেই। লকডাউনের মেয়াদ বাড়ানো বা কমানো-এটি নির্ভর করবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নীতিনির্ধারণী মহলে, যারা কাজ করেন তাদের ওপর। আমরা বিশ্বাস রাখতে চাই, জনস্বাস্থ্য রক্ষা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চলমান বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনা সংক্রমণ আরও বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সবকিছুই ভাবতে হয়।’

রোজার ঈদের গাফিলতির ফলেই করোনায় বিপর্যয় ও মৃত্যুর রেকর্ড :
গত ফেব্রুয়ারির শেষের দিকে দেশে করোনা সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’ শুরু হয়। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে সংক্রমণ ‘পিকে’ (চূড়ায় পৌঁছে) উঠে। ওই সময় (৭ এপ্রিল) একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জনের। এরপর নিয়মিত কমতে থাকে শনাক্তের হার। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক শনাক্ত দেড় হাজারের নিচে নেমে আসে। মে মাসের মাঝামাঝিতে ঈদুল ফিতর উপলক্ষে শিথিল করা হয় ‘বিধিনিষেধ’। এতে সড়ক-মহাসড়ক ও নৌ-ঘাটগুলোতে গ্রামমুখী মানুষের ভিড় লেগে যায়। মানা হয়নি ন্যূনতম স্বাস্থ্যবিধি।

ওই ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করার ফলেই করোনা সংক্রমণ আর নিচের দিকে নামেনি, যা বারবার রেকর্ড ভেঙে এখনও বাড়তির দিকেই রয়েছে। গত মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনা সংক্রমণ কমেনি।

ওই সময় ঈদের ছুটিতে ১৫ মে একদিনে সবচেয়ে কম আড়াই শতাধিক রোগী শনাক্ত হয়। এরপর খুব দ্রুত পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এর মধ্যে গত ২৮ জুলাই একদিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।

আর বিদায়ী জুলাই মাসে করোনায় রেকর্ড ছয় হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। এই মাসে শনাক্তেও নয়া মাইলফলক তৈরি হয়েছে। জুলাইয়ে রেকর্ড তিন লাখ ৩৬ হাজার ২২৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

টানা আট দিন মৃত্যু দুই শতাধিক :
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ২৩১ জন মারা গেছেন। গত ২৫ জুলাই থেকে দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নামেনি। এর আগে ২৪ জুলাই ১৯৫ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জনে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ:
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। আগের দিন ৯ হাজার ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি।

এই ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।

গত একদিনে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দশ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। শনাক্ত অনুপাতে মোট সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ১৩৯ জন ও নারী ৯২ জন। আর দেশে এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং নারী ছিলেন ছয় হাজার ৭৭৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের বয়স ছিল ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। অন্যদের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন এবং দুই জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, একদিনে মৃত্যু হওয়া ২৩১ জনের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের নয়জন, রংপুর বিভাগের ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে মারা গেছেন ১৩ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় একজনকে।

শনাক্ত বেশি ঢাকায় :
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আট হাজার ৩৫৫ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরসহ ঢাকা জেলায় ছয় হাজার ২০২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

অন্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ৫৯১ জন, চট্টগ্রামে এক হাজার ৮৫০ জন, রাজশাহীতে ৮০৮ জন, রংপুরে ৬৭৯ জন, খুলনায় ৮৮০ জন, বরিশালে ৬৮৫ জন ও সিলেট বিভাগে ৯৯৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

back to top