কিশোরগঞ্জে নিকলীর হাওরের অথৈ পানিতে গোসল করতে নেমে দুইপর্যটক নিখোঁজ রয়েছেন। এরা হলেন কুমিল্লার লাকসামের জসিমউদ্দিনের ছেলে রনি (২২) এবং গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামেরছাইদুর রহমানের ছেলে আলমগীর (২০)। নিকল থানা ও অন্যান্য সূত্রেজানা গেছে, শুক্রবার সকালে ৬০ জনের একটি পর্যটক দল দু’টিইঞ্জিনচালিত নৌকায় চড়ে গহিন হাওরে বেড়াতে যান। দুপুর আড়াইটারদিকে তারা শিংপুর ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় ঘোড়উত্রা নদীতেগোসল করতে নামেন। গোসলশেষে সবাই নৌকায় উঠলেও দু’জননিখোঁজ থাকেন। খবর পেয়ে পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসেরডুবুরি দল তল্লাশি শুরু করেছে। নিকলী থানার পরিদর্শক (তদন্ত)আনিসুল হক শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটস্থলথেকে জানিয়েছেন, নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কোনসন্ধান পাওয়া যায়নি। এরা দু’জন গাড়িচালক ছিলেন বলে তিনিজানিয়েছেন। কয়েকদিন আগে নিকলীর ছাতিরচর হাওরেও যশোরের একব্যবসায়ী পানিতে ডুবে মারা গেছেন।উল্লেখ্য, এই সময়টাতে হাওরের বিস্তীর্ণ এলাকার দৃশ্যপট থাকে সাগরেরমত। হাওরে অন্তত ২৫টি ছোটবড় নদী থাকলেও এসব নদীর আলাদা কোনসীমারেখা বোঝার উপায় থাকে না। দ্বীপের মত নাক ভাসিয়ে জেগেথাকা গ্রামগুলো ছাড়া নদীর পাড়সহ পুরো হাওর এলাকা থাকে পানিতেনিমজ্জিত। যে কারণে সঠিক গাইড বা অভিজ্ঞতা ছাড়া হাওরের পানিতেনেমে যাওয়াটা অনেক সময়ই প্রাণহানির কারণ হয়ে ওঠে। এর আগেও বেশকিছু পর্যটক হাওরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
কিশোরগঞ্জে নিকলীর হাওরের অথৈ পানিতে গোসল করতে নেমে দুইপর্যটক নিখোঁজ রয়েছেন। এরা হলেন কুমিল্লার লাকসামের জসিমউদ্দিনের ছেলে রনি (২২) এবং গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামেরছাইদুর রহমানের ছেলে আলমগীর (২০)। নিকল থানা ও অন্যান্য সূত্রেজানা গেছে, শুক্রবার সকালে ৬০ জনের একটি পর্যটক দল দু’টিইঞ্জিনচালিত নৌকায় চড়ে গহিন হাওরে বেড়াতে যান। দুপুর আড়াইটারদিকে তারা শিংপুর ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় ঘোড়উত্রা নদীতেগোসল করতে নামেন। গোসলশেষে সবাই নৌকায় উঠলেও দু’জননিখোঁজ থাকেন। খবর পেয়ে পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসেরডুবুরি দল তল্লাশি শুরু করেছে। নিকলী থানার পরিদর্শক (তদন্ত)আনিসুল হক শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটস্থলথেকে জানিয়েছেন, নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কোনসন্ধান পাওয়া যায়নি। এরা দু’জন গাড়িচালক ছিলেন বলে তিনিজানিয়েছেন। কয়েকদিন আগে নিকলীর ছাতিরচর হাওরেও যশোরের একব্যবসায়ী পানিতে ডুবে মারা গেছেন।উল্লেখ্য, এই সময়টাতে হাওরের বিস্তীর্ণ এলাকার দৃশ্যপট থাকে সাগরেরমত। হাওরে অন্তত ২৫টি ছোটবড় নদী থাকলেও এসব নদীর আলাদা কোনসীমারেখা বোঝার উপায় থাকে না। দ্বীপের মত নাক ভাসিয়ে জেগেথাকা গ্রামগুলো ছাড়া নদীর পাড়সহ পুরো হাওর এলাকা থাকে পানিতেনিমজ্জিত। যে কারণে সঠিক গাইড বা অভিজ্ঞতা ছাড়া হাওরের পানিতেনেমে যাওয়াটা অনেক সময়ই প্রাণহানির কারণ হয়ে ওঠে। এর আগেও বেশকিছু পর্যটক হাওরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।