বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষক নেতা আনোয়ারা সুলতানা মারা গেছেন। রোববার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি স্বামী, ২ছেলে-ছেলেবউ, ২ মেয়ে-মেয়ে জামাই, ৬ জন নাতি-নাতনি, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ারা সুলতানা, ১৯৬৮ সালে বাক্ষন্দী গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন। পরবর্তিকালে সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। ২০০৩ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
আনোয়ারা সুলতানা শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। তিনি ১৯৯৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করেছেন। ২০১৯ সালে নারী শিক্ষা অগ্রগতির জন্যে আবুল হাসিম মিঞা স্মৃতি সংসদ সম্মাননা লাভ করেন। বাংলাদেশে নারী অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে তিনি একজন শিশু সংগঠক ছিলেন ।
তার মৃত্যুতে তার সহকর্মী শিক্ষক এবং শিক্ষামহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
বিশিষ্ট শিক্ষাবিদ,শিক্ষক নেতা আনোয়ারা সুলতানা মারা গেছেন। রোববার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি স্বামী, ২ছেলে-ছেলেবউ, ২ মেয়ে-মেয়ে জামাই, ৬ জন নাতি-নাতনি, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আনোয়ারা সুলতানা, ১৯৬৮ সালে বাক্ষন্দী গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করেন। পরবর্তিকালে সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। ২০০৩ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন।
আনোয়ারা সুলতানা শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। তিনি ১৯৯৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহন করেছেন। ২০১৯ সালে নারী শিক্ষা অগ্রগতির জন্যে আবুল হাসিম মিঞা স্মৃতি সংসদ সম্মাননা লাভ করেন। বাংলাদেশে নারী অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে তিনি একজন শিশু সংগঠক ছিলেন ।
তার মৃত্যুতে তার সহকর্মী শিক্ষক এবং শিক্ষামহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।