জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশের প্রতিবাদে আন্দোলনরত শুল্ক ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে তাদের চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২০ মে) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দুইজন উপদেষ্টার উপস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দাবি-দাওয়া নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
পরিষদ জানিয়েছে, বুধবার (২২ মে) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও জানিয়েছে, কাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় নিয়োজিত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীরা এনবিআরের নিচতলায় এবং ঢাকার বাইরের কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বুধবার, ২১ মে ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের লক্ষ্যে জারি করা অধ্যাদেশের প্রতিবাদে আন্দোলনরত শুল্ক ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে তাদের চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২০ মে) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং দুইজন উপদেষ্টার উপস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দাবি-দাওয়া নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
পরিষদ জানিয়েছে, বুধবার (২২ মে) দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আরও জানিয়েছে, কাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় নিয়োজিত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীরা এনবিআরের নিচতলায় এবং ঢাকার বাইরের কর্মকর্তা–কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।