ঢাকার জুরাইন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে রিকশাচালকরা জুরাইন এলাকার সড়ক ও রেললাইন অবরোধ করলে ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
কমলাপুর স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে অবরোধ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিক্ষোভের সময় রিকশাচালকরা রেললাইনে অবস্থান নেওয়ায় পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জমুখী সকল ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়।
উচ্চ আদালতের রায়ে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার নির্দেশের প্রতিবাদে এই বিক্ষোভ হয়। শ্যামপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে পুলিশ সড়ক ছাড়ার জন্য বিক্ষোভকারীদের বললে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
রিকশাচালকরা একপর্যায়ে সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়ক ও ট্রেন চলাচল পুনরায় চালু হয়। ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়ার পর থেকে তিন দিনের বিক্ষোভ চলছিল। হাই কোর্টের আদেশ অনুযায়ী, ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন হাই কোর্টের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে রিকশাচালকরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বৃহস্পতিবার মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর, মালীবাগসহ বিভিন্ন এলাকায় অবরোধ করে রিকশাচালকরা।
এ বিষয়ে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দুর্ঘটনা কমাতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
ঢাকার জুরাইন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভের কারণে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে রিকশাচালকরা জুরাইন এলাকার সড়ক ও রেললাইন অবরোধ করলে ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
কমলাপুর স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে অবরোধ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিক্ষোভের সময় রিকশাচালকরা রেললাইনে অবস্থান নেওয়ায় পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জমুখী সকল ট্রেন বন্ধ রাখতে হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায়।
উচ্চ আদালতের রায়ে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার নির্দেশের প্রতিবাদে এই বিক্ষোভ হয়। শ্যামপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে পুলিশ সড়ক ছাড়ার জন্য বিক্ষোভকারীদের বললে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
রিকশাচালকরা একপর্যায়ে সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়ক ও ট্রেন চলাচল পুনরায় চালু হয়। ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়ার পর থেকে তিন দিনের বিক্ষোভ চলছিল। হাই কোর্টের আদেশ অনুযায়ী, ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন হাই কোর্টের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে রিকশাচালকরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বৃহস্পতিবার মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর, মালীবাগসহ বিভিন্ন এলাকায় অবরোধ করে রিকশাচালকরা।
এ বিষয়ে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দুর্ঘটনা কমাতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু পরবর্তীতে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।