পাকিস্তানে টানা ভারি বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখওয়া, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি—এই চারটি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, গত ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। প্রদেশের অন্তত ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ১০টি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে, আরও ২২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ফসল ও ঘরবাড়ি ভেসে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া লরেলাই ও সুরব এলাকায় সোলার প্যানেলগুলো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদে তিন শিশুসহ ছয়জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও জরুরি বিভাগ। খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ, বুনের, মানশেরা ও কারাক জেলায় ভূমিধস ও বন্যায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) সোমবার দেশজুড়ে দুই দিনের জন্য ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
পাকিস্তানে টানা ভারি বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখওয়া, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি—এই চারটি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, গত ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। প্রদেশের অন্তত ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ১০টি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে, আরও ২২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান সীমান্তবর্তী ওয়াশুক জেলায় ফসল ও ঘরবাড়ি ভেসে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া লরেলাই ও সুরব এলাকায় সোলার প্যানেলগুলো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদে তিন শিশুসহ ছয়জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও জরুরি বিভাগ। খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ, বুনের, মানশেরা ও কারাক জেলায় ভূমিধস ও বন্যায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) সোমবার দেশজুড়ে দুই দিনের জন্য ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে।