আজ সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয় ও কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজ বিকেলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল একদল লোক। তারা রাস্তা বন্ধ করে স্লোগান দিলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাজশাহীতে হামলা ও অগ্নিসংযোগ
রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে দুপুরে হামলা চালায় ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা’ নামের একটি দল। তারা সাইনবোর্ড ভেঙে অগ্নিসংযোগ এবং পত্রিকা পোড়ানোর চেষ্টা করে। পুলিশ বিষয়টি অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর আর মন্তব্য করেনি।
বগুড়ায় হামলা
রাত ১০টা ৪০ মিনিটে বগুড়ার জলেশ্বরীতলায় প্রথম আলোর কার্যালয়ে মুখোশধারীরা ইট-পাথর ছুড়ে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
চট্টগ্রাম, বরিশাল, সিলেট, চাঁদপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরাসরি বিক্ষোভ চালিয়ে একটি চক্র প্রথম আলোর কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার পুলিশ সুপার হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
সরকার বলছে, এ ধরনের হামলা ও বিশৃঙ্খলার পেছনে একটি সুপরিকল্পিত চক্র কাজ করছে। তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
আজ সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রথম আলো কার্যালয় ও কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজ বিকেলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল একদল লোক। তারা রাস্তা বন্ধ করে স্লোগান দিলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাজশাহীতে হামলা ও অগ্নিসংযোগ
রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে দুপুরে হামলা চালায় ‘আলেম ওলামা ও তাওহীদি জনতা’ নামের একটি দল। তারা সাইনবোর্ড ভেঙে অগ্নিসংযোগ এবং পত্রিকা পোড়ানোর চেষ্টা করে। পুলিশ বিষয়টি অস্বীকার করলেও প্রমাণ দেখানোর পর আর মন্তব্য করেনি।
বগুড়ায় হামলা
রাত ১০টা ৪০ মিনিটে বগুড়ার জলেশ্বরীতলায় প্রথম আলোর কার্যালয়ে মুখোশধারীরা ইট-পাথর ছুড়ে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
চট্টগ্রাম, বরিশাল, সিলেট, চাঁদপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরাসরি বিক্ষোভ চালিয়ে একটি চক্র প্রথম আলোর কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার পুলিশ সুপার হামলাকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
সরকার বলছে, এ ধরনের হামলা ও বিশৃঙ্খলার পেছনে একটি সুপরিকল্পিত চক্র কাজ করছে। তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।