ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেছে ‘সনাতনী যুব’। এ সময় বিক্ষোভকারীরা আখাউড়া চেকপোস্টের দিকে অগ্রসর হলে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।
বিক্ষোভে অংশ নেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রতিমা ভৌমিক। তিনি বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের ঘটনা উদ্বেগজনক। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার অত্যন্ত নিন্দনীয়। আমরা তার দ্রুত মুক্তি চাই।”
বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
প্রতিমা ভৌমিক আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা
এর আগে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। তারা কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা পুড়িয়ে ফেলে।
বাংলাদেশ সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। এ ঘটনায় কূটনৈতিকভাবে ভারতের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেছে ‘সনাতনী যুব’। এ সময় বিক্ষোভকারীরা আখাউড়া চেকপোস্টের দিকে অগ্রসর হলে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।
বিক্ষোভে অংশ নেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রতিমা ভৌমিক। তিনি বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়নের ঘটনা উদ্বেগজনক। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার অত্যন্ত নিন্দনীয়। আমরা তার দ্রুত মুক্তি চাই।”
বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
প্রতিমা ভৌমিক আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা
এর আগে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। তারা কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা পুড়িয়ে ফেলে।
বাংলাদেশ সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। এ ঘটনায় কূটনৈতিকভাবে ভারতের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।