alt

জাতীয়

পুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিনিধি, গাজীপুর : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বুধবারও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে এম এম নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। এ সময় শিল্প পুলিশ ও ওই কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিকিউরিটি মো. আজিজুর রহমান (৪৫) ও পুলিশ সদস্য নাহিদ (২৮) হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নাহিদ হোসেন গাজীপুর শিল্প পুলিশ-২ এ কনস্টেবল পদে কর্মরত আছেন।

বুধবার সকাল ৯টার সময় কারখানাটির ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে চাবি নিয়ে যান। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা শ্রমিক মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর পৌনে তিনটায় এম এম নীটওয়্যার লি. কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন আরও জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাসায় চলে গেছে। আজ থেকে কাজে যোগ না দিলে কারখানা বন্ধ করে দেয়া ছাড়া আর কিছু করার থাকবে না। শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নীটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাই করা হয়। এর মধ্যে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেডের ১১৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়।

ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের সব পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা ফটকে জড়ো হন তারা। তাদের কাজে ফিরিয়ে নেয়ার জন্য গত দুইদিন ধরে ওই কারখানার সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা।

এম এম নীটওয়্যার লিমিটেডের সাদ্দাম নামে এক শ্রমিক বলেন, নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে শুনেছি। যার কারণে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়েছে। আমি বের হয়ে চলে এসেছি। ভেতরের অবস্থা বলতে পারব না।

এম এম নিটওয়্যার লি.-এর প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। কিন্তু ছাটাইকৃত শ্রমিকরা তাদের পাওনাদি হাসিমুখে বুঝে নিয়ে যাচ্ছেন। তাদের কোনো অভিযোগ নেই। বর্তমানে যে অবস্থা সময় মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্তৃপক্ষ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. ফজল আলী জানান, নাহিদ হোসেন নামে এক পুলিশ সদস্য আহত অবস্থায় মেডিকেল এসেছেন। তার মাথায় আঘাত লেগেছে দুইটি সেলাই দেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম সংবাদ’কে বলেন, এম এম লীটওয়্যার লি. কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। পুলিশ সদস্য ও কারখানার স্টাফ আহতদের বিষয় জানতে চাইলে তিনি বলেন, খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল আটটা থেকে গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন সংবাদ’কে বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনার পর আজ অক্টোবর মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে নগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে গত বুধবার সকালে চক্রবর্তী এলাকায় আশুলিয়া-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টায় শ্রমিকেরা প্রথমে কারখানার গেইটে বিক্ষোভ করলেও পরে তারা চক্রবর্তী এলাকায় এসে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছে। প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত যানচলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পরিদর্শক রাজিব হোসেন সংবাদ’কে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চক্রবর্তী এলাকায় আশুলিয়া-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে। মালিক পক্ষ বলছে, আগামী ২০ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন। শ্রমিকরা তা মানছে না।

অন্যদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় লিথি গ্রুপ এবং এলিগ্যান্স এই দুটি কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করে। শ্রমিকরা জানায়, মাসের ১৩ তারিখ চলে যাচ্ছে এখনও তাদের বেতন দেয়নি। তাই তারা রাস্তায় নেমে আসছে।

জয়দেপুর থানার ওসি আবদুল হালিম সংবাদ’কে বলেন, সকালে লিথি গ্রুপের শ্রমিকেরা গত মাসেব বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। পরে এলাকাবাসী ও মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী ২০ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ^াস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে চলে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম সংবাদ’কে বলেন, বিভিন্ন দাবিতে বুধবার গাজীপুরে কয়েকটি কারখানায় সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছে। এ সময় কোনাবাড়ী এলাকায় নাহিদ হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ রয়েছে।

ছবি

শিবালয়ে বিআইডব্লিউটিএ,র ড্রেজারের ভাসমান পাইপে রহশ্যজনক আগুন, ৫ কোটি টাকা ক্ষতি

ছবি

উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভা দূতাবাসের কাউন্সেলর কামরুল ‘স্ট্যান্ড রিলিজ’

ছবি

আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

ছবি

সংস্কারের গতিই ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে: এএফপিকে প্রধান উপদেষ্টা

ছবি

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ছবি

কার্বন নিঃসরণ কমাতে নতুন জোট ‘জি জিরো’ গঠন

ছবি

কুইক রেন্টাল : দায়মুক্তির বিধান অবৈধ ঘোষণা করল উচ্চ আদালত

ছবি

সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের

ছবি

নভেম্বরে ‘১০ দিনে ১৩শ’ আইন কর্মকর্তা নিয়োগ

ছবি

নতুন উপদেষ্টাদের বিষয়ে জনগণের মনোভাব খতিয়ে দেখার আশ্বাস মাহফুজ আলমের

ছবি

বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের আহ্বান

নেপালের জলবিদ্যুতের জন্য ‘দক্ষিণ এশীয় গ্রিড’ চান ইউনূস

ছবি

কপ২৯ এর তৃতীয় দিনেও নেই কোনো দৃশ্যমান অর্জন

ছবি

সব আহতকে ‘না দেখেই’ ফিরছিলেন, তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা, গাড়ি আটকে বিক্ষোভ

ছবি

জলবায়ু সংকট মোকাবিলায় ‘নতুন সভ্যতার’ ডাক প্রধান উপদেষ্টার

ছবি

৫ বছর ধরে ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ, ৯টি চলছে জোড়াতালি দিয়ে

ছবি

জুলাই গণহত্যার ১০০তম দিনে শহীদি স্মৃতিকথাঃ কান্দে আমার মায়

বিপ্লবের ১০০ তম দিন উপলক্ষ্যে শহীদ ও আহতদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কর্মসূচি

ছবি

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা

ছবি

শিল্পকলার সামনে পথনাটক করে প্রতিবাদ ও নিরাপত্তা চাইবে নাট্যকর্মীরা

ছবি

নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুতের জন্য ‘দক্ষিণ এশীয় গ্রিড’ চান ইউনূস

ছবি

সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে সে সিদ্ধান্ত সরকারের

ছবি

টেকসই পৃথিবীর জন্য ভিন্নধারার সভ্যতা গড়ে তুলতে হবে : ড. ইউনূস

ছবি

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে গেল আহতরা

ঢালাও ভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায় : সম্পাদক পরিষদ

ছবি

জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল

কপ২৯ : দীর্ঘ সময় পেরিয়ে কার্বন ক্রেডিট বাণিজ্য অনুমোদিত

ছবি

মহাসড়কে অবরোধ প্রত্যাহার, গাজীপুরে ১৪ কারখানা বন্ধ

ছবি

ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের

ছবি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

ছবি

ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

ছবি

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই : নাহিদ ইসলাম

ছবি

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল-আজহারের গ্র্যান্ড ইমাম

ছবি

প্রকল্পের কাজ সেনাবাহিনী দ্বারা বাস্তবায়িত হোক, এতে কোনো সমস্যা নাই: শিক্ষা উপদেষ্টা

ছবি

সাবেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার মৃত্যু

ছবি

কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরার আহ্বান

tab

জাতীয়

পুলিশ ও কারখানার স্টাফদের ওপর হামলা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রতিনিধি, গাজীপুর

বুধবারও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে এম এম নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। এ সময় শিল্প পুলিশ ও ওই কারখানার স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিকিউরিটি মো. আজিজুর রহমান (৪৫) ও পুলিশ সদস্য নাহিদ (২৮) হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নাহিদ হোসেন গাজীপুর শিল্প পুলিশ-২ এ কনস্টেবল পদে কর্মরত আছেন।

বুধবার সকাল ৯টার সময় কারখানাটির ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে চাবি নিয়ে যান। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা শ্রমিক মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর পৌনে তিনটায় এম এম নীটওয়্যার লি. কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন আরও জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাসায় চলে গেছে। আজ থেকে কাজে যোগ না দিলে কারখানা বন্ধ করে দেয়া ছাড়া আর কিছু করার থাকবে না। শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নীটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাই করা হয়। এর মধ্যে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেডের ১১৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়।

ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের সব পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা ফটকে জড়ো হন তারা। তাদের কাজে ফিরিয়ে নেয়ার জন্য গত দুইদিন ধরে ওই কারখানার সব শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা।

এম এম নীটওয়্যার লিমিটেডের সাদ্দাম নামে এক শ্রমিক বলেন, নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করছে শুনেছি। যার কারণে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়েছে। আমি বের হয়ে চলে এসেছি। ভেতরের অবস্থা বলতে পারব না।

এম এম নিটওয়্যার লি.-এর প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে। কিন্তু ছাটাইকৃত শ্রমিকরা তাদের পাওনাদি হাসিমুখে বুঝে নিয়ে যাচ্ছেন। তাদের কোনো অভিযোগ নেই। বর্তমানে যে অবস্থা সময় মতো শিপমেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্তৃপক্ষ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. ফজল আলী জানান, নাহিদ হোসেন নামে এক পুলিশ সদস্য আহত অবস্থায় মেডিকেল এসেছেন। তার মাথায় আঘাত লেগেছে দুইটি সেলাই দেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম সংবাদ’কে বলেন, এম এম লীটওয়্যার লি. কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। পুলিশ সদস্য ও কারখানার স্টাফ আহতদের বিষয় জানতে চাইলে তিনি বলেন, খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল আটটা থেকে গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকায় ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন সংবাদ’কে বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনার পর আজ অক্টোবর মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে নগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে গত বুধবার সকালে চক্রবর্তী এলাকায় আশুলিয়া-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টায় শ্রমিকেরা প্রথমে কারখানার গেইটে বিক্ষোভ করলেও পরে তারা চক্রবর্তী এলাকায় এসে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছে। প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত যানচলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পরিদর্শক রাজিব হোসেন সংবাদ’কে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চক্রবর্তী এলাকায় আশুলিয়া-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে। মালিক পক্ষ বলছে, আগামী ২০ তারিখে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন। শ্রমিকরা তা মানছে না।

অন্যদিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় লিথি গ্রুপ এবং এলিগ্যান্স এই দুটি কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করে। শ্রমিকরা জানায়, মাসের ১৩ তারিখ চলে যাচ্ছে এখনও তাদের বেতন দেয়নি। তাই তারা রাস্তায় নেমে আসছে।

জয়দেপুর থানার ওসি আবদুল হালিম সংবাদ’কে বলেন, সকালে লিথি গ্রুপের শ্রমিকেরা গত মাসেব বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। পরে এলাকাবাসী ও মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আগামী ২০ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধ করার আশ^াস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে চলে যায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম সংবাদ’কে বলেন, বিভিন্ন দাবিতে বুধবার গাজীপুরে কয়েকটি কারখানায় সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করছে। এ সময় কোনাবাড়ী এলাকায় নাহিদ হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ রয়েছে।

back to top