থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় চাকরির ফাঁদে পড়া নিয়ে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কতা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে (যেমন ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম) প্রচার চালাচ্ছে। এসব স্ক্যাম সেন্টার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে বাধ্য করছে।
দূতাবাস জানিয়েছে, প্রতারক চক্রগুলি স্ক্যাম সেন্টার থেকে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের সাথে যোগাযোগ করে। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিনিয়োগ করার পর সেই অ্যাকাউন্ট বন্ধ করে টাকা আত্মসাৎ করে।
বিদেশে কম্পিউটার পরিচালনা সম্পর্কিত চাকরির প্রস্তাব পেলে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা যেতে পারে।
থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে, মিয়ানমার ও কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারগুলো থেকে উদ্ধারকৃত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। স্ক্যাম প্রতিরোধে সংশ্লিষ্ট এনজিও এবং প্রতিষ্ঠানগুলোর সাথে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় চাকরির ফাঁদে পড়া নিয়ে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই সতর্কতা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা স্ক্যাম প্রতিষ্ঠান বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে নিয়োগের জন্য অনলাইন মাধ্যমে (যেমন ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম) প্রচার চালাচ্ছে। এসব স্ক্যাম সেন্টার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে বাধ্য করছে।
দূতাবাস জানিয়েছে, প্রতারক চক্রগুলি স্ক্যাম সেন্টার থেকে ফেইসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের সাথে যোগাযোগ করে। তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিনিয়োগ করার পর সেই অ্যাকাউন্ট বন্ধ করে টাকা আত্মসাৎ করে।
বিদেশে কম্পিউটার পরিচালনা সম্পর্কিত চাকরির প্রস্তাব পেলে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা যেতে পারে।
থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে যে, মিয়ানমার ও কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারগুলো থেকে উদ্ধারকৃত এবং পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। স্ক্যাম প্রতিরোধে সংশ্লিষ্ট এনজিও এবং প্রতিষ্ঠানগুলোর সাথে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে।