গত ১৩ আগস্ট আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ থেকে এই অলিম্পিয়াডের সেমিফাইনালে ৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী আরো ৮জন শিক্ষার্থী অনারেবল মেনশন লাভ করেছে।
আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে বয়সের ভিত্তিতে ২টি ক্যাটাগরিতে পরীক্ষা হয়। ১৪-১৭ বছর বয়সী এবং ১৮-২৫ বছর বয়সী শিক্ষার্থী। সেমিফাইনালে অংশগ্রহণকারী ৭জন শিক্ষার্থী ১৪-১৭ বছর বয়সী ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। এরা হলো- ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে নাহিয়ান শতদ্রু, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির জাহিন ইমরোজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের মাধ্যমিক পরীক্ষার্থী তাওহীদুর রহমান শিশির, আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির সাইফ আহমেদ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির তাহমিদ আল সিফাত, সরকারী কে. সি. কলেজ, ঝিনাইদহের একাদশ শ্রেণির স¤্রাট রহমান, নটরডেম কলেজ, ঢাকার একাদশ শ্রেণির নাইমুল ইসলাম।
অলিম্পিয়াডে অনারেবল মেনশন পেয়েছে ৮জন। এরা হলো- নটরডেম কলেজের একাদশ শ্রেণির আজমাইন মুকসিত এনাম, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির সাদিয়া রহমান মৌলি, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর ১০ম শ্রেণির অর্ণব দত্ত, স্কলাস্টিকার ৯ম শ্রেণির অনুরূপ দাস, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির শ্রেয়ান দাস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ১০ম শ্রেণির ফারহান মাশুক, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির সাদিয়া বিনতে রউফ এবং এম.সি. কলেজ, সিলেট এর একাদশ শ্রেণির মোহনা চৌধুরী।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২১ বাংলাদেশে প্রথমবারের মত বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হয়। দেশের সকল জেলা হতে ১৪-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা একটি অনলাইন প্লাটফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে অংশ নেওয়া প্রায় ১৪০০ শিক্ষার্থী থেকে জাতীয় পর্বের জন্য মোট ২৫০ জনকে নির্বাচিত করা হয়। জাতীয় পর্বের অংশগ্রহণকারীদের থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই ৫০ জন বিজয়ীকে নিয়ে গত ২৬-৩০ জুলাই ৫ দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেন্টর হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ভলিন্টিয়ারসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
গত ১৩ আগস্ট আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড ২০২১ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করে আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ থেকে এই অলিম্পিয়াডের সেমিফাইনালে ৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী আরো ৮জন শিক্ষার্থী অনারেবল মেনশন লাভ করেছে।
আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে বয়সের ভিত্তিতে ২টি ক্যাটাগরিতে পরীক্ষা হয়। ১৪-১৭ বছর বয়সী এবং ১৮-২৫ বছর বয়সী শিক্ষার্থী। সেমিফাইনালে অংশগ্রহণকারী ৭জন শিক্ষার্থী ১৪-১৭ বছর বয়সী ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। এরা হলো- ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে নাহিয়ান শতদ্রু, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির জাহিন ইমরোজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের মাধ্যমিক পরীক্ষার্থী তাওহীদুর রহমান শিশির, আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির সাইফ আহমেদ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির তাহমিদ আল সিফাত, সরকারী কে. সি. কলেজ, ঝিনাইদহের একাদশ শ্রেণির স¤্রাট রহমান, নটরডেম কলেজ, ঢাকার একাদশ শ্রেণির নাইমুল ইসলাম।
অলিম্পিয়াডে অনারেবল মেনশন পেয়েছে ৮জন। এরা হলো- নটরডেম কলেজের একাদশ শ্রেণির আজমাইন মুকসিত এনাম, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির সাদিয়া রহমান মৌলি, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-এর ১০ম শ্রেণির অর্ণব দত্ত, স্কলাস্টিকার ৯ম শ্রেণির অনুরূপ দাস, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির শ্রেয়ান দাস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ১০ম শ্রেণির ফারহান মাশুক, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির সাদিয়া বিনতে রউফ এবং এম.সি. কলেজ, সিলেট এর একাদশ শ্রেণির মোহনা চৌধুরী।
উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২১ বাংলাদেশে প্রথমবারের মত বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করা হয়। দেশের সকল জেলা হতে ১৪-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা একটি অনলাইন প্লাটফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে অংশ নেওয়া প্রায় ১৪০০ শিক্ষার্থী থেকে জাতীয় পর্বের জন্য মোট ২৫০ জনকে নির্বাচিত করা হয়। জাতীয় পর্বের অংশগ্রহণকারীদের থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই ৫০ জন বিজয়ীকে নিয়ে গত ২৬-৩০ জুলাই ৫ দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মেন্টর হিসেবে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ভলিন্টিয়ারসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।