গোলশূন্য প্রথমার্ধের পর মাত্র ৯ মিনিটে চার গোল—ম্যাচে ফিরে আসে উত্তেজনা। তবে শেষ পর্যন্ত প্রথম লেগের জয়ই পার্থক্য গড়ে দিল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
বুধবার রাতে মিলানের সান সিরোতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে ইন্টার। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে শেষ চারে জায়গা করে নেয় দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন, যা দুই লেগ মিলিয়ে স্কোরলাইন করে ২-২। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের সেই স্বস্তি।
৫৮ থেকে ৬১ মিনিটের মধ্যে দুটি গোল করে আবারও লিড নেয় ইন্টার। প্রথমে কর্নার থেকে লাউতারো মার্তিনেস এবং এরপর পাভার্দ হেডে গোল করেন। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বায়ার্নের হয়ে ৭৬তম মিনিটে এরিক ডায়ার হেডে গোল করে ম্যাচে সমতা ফেরালেও দুই লেগ মিলিয়ে এক গোল পিছিয়ে থেকেই তাদের বিদায়ঘণ্টা বাজে।
শেষ মুহূর্তে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বায়ার্ন। একবার মুলারের হেড ঠেকান ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের, আর একেবারে শেষ সময়ে কিংসলে কোমানের শট বারের ওপর দিয়ে যায়।
রেফারির শেষ বাঁশিতে উল্লাসে ফেটে পড়ে সান সিরো। পরপর দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল ইন্টার, যেখানে তাদের প্রতিপক্ষ এবার শক্তিশালী বার্সেলোনা।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
গোলশূন্য প্রথমার্ধের পর মাত্র ৯ মিনিটে চার গোল—ম্যাচে ফিরে আসে উত্তেজনা। তবে শেষ পর্যন্ত প্রথম লেগের জয়ই পার্থক্য গড়ে দিল। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
বুধবার রাতে মিলানের সান সিরোতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-২ গোলে ড্র করে ইন্টার। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে শেষ চারে জায়গা করে নেয় দলটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন, যা দুই লেগ মিলিয়ে স্কোরলাইন করে ২-২। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের সেই স্বস্তি।
৫৮ থেকে ৬১ মিনিটের মধ্যে দুটি গোল করে আবারও লিড নেয় ইন্টার। প্রথমে কর্নার থেকে লাউতারো মার্তিনেস এবং এরপর পাভার্দ হেডে গোল করেন। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বায়ার্নের হয়ে ৭৬তম মিনিটে এরিক ডায়ার হেডে গোল করে ম্যাচে সমতা ফেরালেও দুই লেগ মিলিয়ে এক গোল পিছিয়ে থেকেই তাদের বিদায়ঘণ্টা বাজে।
শেষ মুহূর্তে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বায়ার্ন। একবার মুলারের হেড ঠেকান ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের, আর একেবারে শেষ সময়ে কিংসলে কোমানের শট বারের ওপর দিয়ে যায়।
রেফারির শেষ বাঁশিতে উল্লাসে ফেটে পড়ে সান সিরো। পরপর দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল ইন্টার, যেখানে তাদের প্রতিপক্ষ এবার শক্তিশালী বার্সেলোনা।