বল নিয়ে ছুটছেন মেসি
আমেরিকার ক্লাবের জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরেছে ইন্টার মায়ামি। গতকাল শনিবার তিনি গোল করলেও মিনেসোটার কাছে ১-৪ গোলে হেরেছে মায়ামি। আমেরিকার ক্লাবের হয়ে সবচেয়ে বড় হারের সাক্ষী থেকেছেন মেসি।
মায়ামির প্রধান স্ট্রাইকার লুই সুয়ারেস চোট পাওয়ায় সমস্যায় পড়েছেন কোচ জাভিয়ের মাসচেরানো। দলে কোনো স্ট্রাইকার খেলাতে পারছেন না তিনি। বাধ্য হয়ে পাঁচ মিডফিল্ডারের সামনে মেসিকে খেলাচ্ছেন ফলস নাইন পজিশনে। কিন্তু মায়ামি তো আর বার্সেলোনা নয়। মেসি সামনে খেলায় বল পাচ্ছেন না। ফলে গোলের সুযোগ কম তৈরি হচ্ছে। তাতেই সমস্যায় পড়ছে মায়ামি।
মিনেসোটার বিপক্ষে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। লঙ্গোয়ানে গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান মার্কানিচ। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় একক দক্ষতায় এক গোল শোধ করেন মেসি। কিন্তু দলের রক্ষণের হাল এত খারাপ হলে তিনি আর কী করবেন?
৬৮ মিনিটের মাথায় চাপে পড়ে আত্মঘাতী গোল করেন ওয়েইগান্ট। দু’মিনিট পরে মিনেসোটার হয়ে চতুর্থ গোল করেন রবিন লড। মায়ামিতে যোগ দেয়ার পরে এত খারাপ ভাবে কোনো ম্যাচ হারেননি তিনি। কিন্তু এই মৌসুম যত এগোচ্ছে তত খারাপ খেলছে মায়ামি।
মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় চার নম্বরে মায়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ১২ ম্যাচে ২৫। অর্থাৎ, পরের ম্যাচ জিততে পারলে সিনসিনাটির ঘাড়ের কাছে পৌঁছে যাবে মায়ামি। কিন্তু মেসিদের দলের যা অবস্থা তাতে সেই সম্ভাবনা কম।
বল নিয়ে ছুটছেন মেসি
রোববার, ১১ মে ২০২৫
আমেরিকার ক্লাবের জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরেছে ইন্টার মায়ামি। গতকাল শনিবার তিনি গোল করলেও মিনেসোটার কাছে ১-৪ গোলে হেরেছে মায়ামি। আমেরিকার ক্লাবের হয়ে সবচেয়ে বড় হারের সাক্ষী থেকেছেন মেসি।
মায়ামির প্রধান স্ট্রাইকার লুই সুয়ারেস চোট পাওয়ায় সমস্যায় পড়েছেন কোচ জাভিয়ের মাসচেরানো। দলে কোনো স্ট্রাইকার খেলাতে পারছেন না তিনি। বাধ্য হয়ে পাঁচ মিডফিল্ডারের সামনে মেসিকে খেলাচ্ছেন ফলস নাইন পজিশনে। কিন্তু মায়ামি তো আর বার্সেলোনা নয়। মেসি সামনে খেলায় বল পাচ্ছেন না। ফলে গোলের সুযোগ কম তৈরি হচ্ছে। তাতেই সমস্যায় পড়ছে মায়ামি।
মিনেসোটার বিপক্ষে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। লঙ্গোয়ানে গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান মার্কানিচ। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় একক দক্ষতায় এক গোল শোধ করেন মেসি। কিন্তু দলের রক্ষণের হাল এত খারাপ হলে তিনি আর কী করবেন?
৬৮ মিনিটের মাথায় চাপে পড়ে আত্মঘাতী গোল করেন ওয়েইগান্ট। দু’মিনিট পরে মিনেসোটার হয়ে চতুর্থ গোল করেন রবিন লড। মায়ামিতে যোগ দেয়ার পরে এত খারাপ ভাবে কোনো ম্যাচ হারেননি তিনি। কিন্তু এই মৌসুম যত এগোচ্ছে তত খারাপ খেলছে মায়ামি।
মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় চার নম্বরে মায়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা সিনসিনাটির পয়েন্ট ১২ ম্যাচে ২৫। অর্থাৎ, পরের ম্যাচ জিততে পারলে সিনসিনাটির ঘাড়ের কাছে পৌঁছে যাবে মায়ামি। কিন্তু মেসিদের দলের যা অবস্থা তাতে সেই সম্ভাবনা কম।