স্পেনিশ লা লিগা
গোল করছেনে ডেম্বেলে
সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা আবার স্পেনিশ লা লিগার শিরোপার লড়াইয়ে ফিরেছে। বার্সেলোনার হয়ে দারুন খেলেছেন লিওনেল মেসি। প্রথমে তিনি ওসমানে ডেম্বেলেকে গোলের সুযোগ তৈরী করে দেয়ার পর দ্বিতীয়ার্ধে নিজেই করে দলের দ্বিতীয় গোল। এ জয়ের মাধ্যমে বার্সেলোনা উঠেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তারা এখন শীর্ষস্থানীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে। ২৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ২ ম্যাচ কম খেলে অ্যাটলেটিকোর সংগ্রহ ৫৫ এবং ২৪ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫২ পয়েন্ট।
সেভিয়ার কাছে কিছুদিন আগেই কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত হয়েছিল বার্সেলোনা। তাই এ ম্যাচে স্বাগতিক সেভিয়াই ছিল মানসিক দিক থেকে এগিয়ে। কিন্তু মাঠের পারফরমেন্স ছিল ভিন্ন। বার্সেলোনা এ ম্যাচের শুরু থেকেই বেশ ভাল খেলে। বিশেষ করে ওসমানে ডেম্বেলে ছিলেন বেশ কার্যকর। তার গতি এবং ড্রিবলিং সেভিয়ার রক্ষণভাগের উপর বাড়তি চাপ ফেলে। এমনই একটি পরিস্থিতি কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে দেন। মেসির লম্বা পাসের পর দুইজন ডিফেন্ডারের মাঝ দিয়ে নিজের নিয়ন্ত্রনে নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে তিনি প্লেসিং করেন। গোল খেয়ে সেটি পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় স্বাগতিকরা। কিন্তু জেরার্ড পিকের নেতৃত্বে বার্সেলোনার রক্ষণভাগ দারুনভাবে সেভিয়ার আক্রমনগুলো রুখে দেয়। মেসি তার গোলটি করেন কাউন্টার অ্যাটাক থেকে। এক্ষেত্রে ভাগ্যও তাকে কিছুটা সহায়তা করেছে তিনি দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে সেটি ফিরিয়ে দেন গোলরক্ষক বোনো। কিন্তু বল আবার তার কাছেই ফেরত যায়। এবং ফিরতি বলে মেসি গোল করে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জেরার্ড পিকেকে তুলে নেন কোচ। মনে করা হচ্ছে ইনজুরি থেকে কিছুদিন আগে সেরে ওঠায় তাকে নিয়ে খুব বেশী ঝুকি নিতে চাননি কোচ। সেভিয়া একবার বল জালে পাঠিয়েছিল। কিন্তু গোল করার আগে বল নেসেরির হাতে লাগায় সেটি বাতিল করেন রেফারি। এ ম্যাচে জয়ী হওয়ায় কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে কিছুটা বেশী আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বার্সেলোনা। সেমিফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে পারলে শিরোপার স্বপ্ন দেখতে পারবেন রোনাল্ড কোম্যান।
স্পেনিশ লা লিগা
গোল করছেনে ডেম্বেলে
রোববার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
সেভিয়াকে ২-০ গোলে পরাজিত করে বার্সেলোনা আবার স্পেনিশ লা লিগার শিরোপার লড়াইয়ে ফিরেছে। বার্সেলোনার হয়ে দারুন খেলেছেন লিওনেল মেসি। প্রথমে তিনি ওসমানে ডেম্বেলেকে গোলের সুযোগ তৈরী করে দেয়ার পর দ্বিতীয়ার্ধে নিজেই করে দলের দ্বিতীয় গোল। এ জয়ের মাধ্যমে বার্সেলোনা উঠেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তারা এখন শীর্ষস্থানীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে। ২৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ২ ম্যাচ কম খেলে অ্যাটলেটিকোর সংগ্রহ ৫৫ এবং ২৪ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫২ পয়েন্ট।
সেভিয়ার কাছে কিছুদিন আগেই কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে পরাজিত হয়েছিল বার্সেলোনা। তাই এ ম্যাচে স্বাগতিক সেভিয়াই ছিল মানসিক দিক থেকে এগিয়ে। কিন্তু মাঠের পারফরমেন্স ছিল ভিন্ন। বার্সেলোনা এ ম্যাচের শুরু থেকেই বেশ ভাল খেলে। বিশেষ করে ওসমানে ডেম্বেলে ছিলেন বেশ কার্যকর। তার গতি এবং ড্রিবলিং সেভিয়ার রক্ষণভাগের উপর বাড়তি চাপ ফেলে। এমনই একটি পরিস্থিতি কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে দেন। মেসির লম্বা পাসের পর দুইজন ডিফেন্ডারের মাঝ দিয়ে নিজের নিয়ন্ত্রনে নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে তিনি প্লেসিং করেন। গোল খেয়ে সেটি পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় স্বাগতিকরা। কিন্তু জেরার্ড পিকের নেতৃত্বে বার্সেলোনার রক্ষণভাগ দারুনভাবে সেভিয়ার আক্রমনগুলো রুখে দেয়। মেসি তার গোলটি করেন কাউন্টার অ্যাটাক থেকে। এক্ষেত্রে ভাগ্যও তাকে কিছুটা সহায়তা করেছে তিনি দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে সেটি ফিরিয়ে দেন গোলরক্ষক বোনো। কিন্তু বল আবার তার কাছেই ফেরত যায়। এবং ফিরতি বলে মেসি গোল করে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জেরার্ড পিকেকে তুলে নেন কোচ। মনে করা হচ্ছে ইনজুরি থেকে কিছুদিন আগে সেরে ওঠায় তাকে নিয়ে খুব বেশী ঝুকি নিতে চাননি কোচ। সেভিয়া একবার বল জালে পাঠিয়েছিল। কিন্তু গোল করার আগে বল নেসেরির হাতে লাগায় সেটি বাতিল করেন রেফারি। এ ম্যাচে জয়ী হওয়ায় কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে কিছুটা বেশী আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বার্সেলোনা। সেমিফাইনালের ফিরতি লেগে নিজেদের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে পারলে শিরোপার স্বপ্ন দেখতে পারবেন রোনাল্ড কোম্যান।