চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল
ম্যাচ শেষে পোর্তোর খেলোয়াড়দের আনন্দ উদযাপন
প্রায় অর্ধেক সময় একজন কম নিয়ে খেলেও এফসি পোর্তো ইটালির জায়ান্ট ইউভেন্টাসকে বিদায় করে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। অলিভিয়েরা খেলার ১১৫তম মিনিটে ফ্রি কিক থেকে গোল পোর্তোকে পৌছে দেন কোয়ার্টার ফাইনালে, যদিও নিজেদের মাঠে ইউভেন্টাস জিতেছিল ৩-২ গোলে। কিন্তু প্রথম লেগে তারা ২-১ গোলে হেরেছিল। দুই লেগ মিলিয়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে অ্যাওয়ে গোলের নিয়মে পরের রাউন্ডে উঠে যায় পোর্তো। এর ফলে ১৯৯৬ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা আরও একবার ধাক্কা খায় ইউভেন্টাসের। অলিভিয়েরা ফ্রি কিক থেকে সরাসরি গোলটি করেন। তার শটটি জালে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর দুই পায়ের মাঝ দিয়ে। এর দুই মিনিট পর অ্যাড্রিয়েন র্যাবিয়ট গোল করে আশা জাগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা আর আলোর মুখ দেখেনি। মূলত পোর্তোর গোলরক্ষক অগাস্টিন মার্কেশিনের অসামান্য দৃঢ়তায় গোল বঞ্চিত করে ইউভেন্টাসকে।
ম্যাচটিতে ইউভেন্টাস মোটেও ভালভাবে শুরু করতে পারেনি। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকার পর এ ম্যাচের ১৯ মিনিটে তারা আরেকটি গোল খেয়ে বসে। পোর্তোর মেহেদি টারেমিকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন মেরিথ ডেমিরাল। অলিভিয়েরা পেনাল্টি থেকে গোল করেন। ৪৯ মিনিটেই একটি গোল শোধ করেন ফেডেরিকো চিসা। ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন টারেমি। হলুদ কার্ড দেখার পর তিনি ক্ষিপ্ত হয়ে বলে লাথি মেরে বাইরে পাঠিয়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। একজন বেশী নিয়ে খেলার সুযোগ কাজে লাগায় ইউভেন্টাস এবং ৬৩ মিনিটে চিসার গোল তারা এগিয়ে যায়। হুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে গোলটি করেন চিসা। এর ফলে দুই লেগ মিলিয়ে ফল দাড়ায় ৩-৩। মনে হচ্ছিল ইউভেন্টাস একজন বেশী নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে পরের রাউন্ডে উঠে যাবে। কিন্তু পোর্তোর রক্ষণভাগ দারুনভাবে ইউভেন্টাসের আক্রমন রুখে দিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে উভয় দল একটি করে গোল করলে অ্যাওয়ে গোলের নিয়মে পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় পোর্তো। ইউভেন্টাস এ নিয়ে পর পর দুই মৌসুম অ্যাওয়ে গোলের নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। এর আগে ২০০৪ সালে পোর্তো শেষ সময়ে ফ্রি কিক থেকে গোল করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেবার তারা শিরোপাও জিতেছিল। ১৭ বছর পর পোর্তো আবার কোয়ার্টার ফাইনালে উঠলো ফ্রি কিকে গোল করে।
ইউভেন্টাস সর্বাত্মক চেষ্টা করেও পোর্তোর রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলনা। ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু গোলরক্ষককে পরাস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। আলভারো মোরাতার গোল বাতিল করেছেন রেফারি ভিএআর দেখে। আসলে এবার কোচ আন্দ্রে পিরলোর অধীনে ইউভেন্টাস মোটেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। তারই প্রতিফলন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সিরি এ লিগেও তাদের অবস্থান ভাল না। সব মিলিয়ে এ ম্যাচে পরাজয় কোচ আন্দ্রে পিরলোর উপর চাপ আরও বাড়িয়ে দিল।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল
ম্যাচ শেষে পোর্তোর খেলোয়াড়দের আনন্দ উদযাপন
বুধবার, ১০ মার্চ ২০২১
প্রায় অর্ধেক সময় একজন কম নিয়ে খেলেও এফসি পোর্তো ইটালির জায়ান্ট ইউভেন্টাসকে বিদায় করে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। অলিভিয়েরা খেলার ১১৫তম মিনিটে ফ্রি কিক থেকে গোল পোর্তোকে পৌছে দেন কোয়ার্টার ফাইনালে, যদিও নিজেদের মাঠে ইউভেন্টাস জিতেছিল ৩-২ গোলে। কিন্তু প্রথম লেগে তারা ২-১ গোলে হেরেছিল। দুই লেগ মিলিয়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে অ্যাওয়ে গোলের নিয়মে পরের রাউন্ডে উঠে যায় পোর্তো। এর ফলে ১৯৯৬ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা আরও একবার ধাক্কা খায় ইউভেন্টাসের। অলিভিয়েরা ফ্রি কিক থেকে সরাসরি গোলটি করেন। তার শটটি জালে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর দুই পায়ের মাঝ দিয়ে। এর দুই মিনিট পর অ্যাড্রিয়েন র্যাবিয়ট গোল করে আশা জাগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা আর আলোর মুখ দেখেনি। মূলত পোর্তোর গোলরক্ষক অগাস্টিন মার্কেশিনের অসামান্য দৃঢ়তায় গোল বঞ্চিত করে ইউভেন্টাসকে।
ম্যাচটিতে ইউভেন্টাস মোটেও ভালভাবে শুরু করতে পারেনি। প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকার পর এ ম্যাচের ১৯ মিনিটে তারা আরেকটি গোল খেয়ে বসে। পোর্তোর মেহেদি টারেমিকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন মেরিথ ডেমিরাল। অলিভিয়েরা পেনাল্টি থেকে গোল করেন। ৪৯ মিনিটেই একটি গোল শোধ করেন ফেডেরিকো চিসা। ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন টারেমি। হলুদ কার্ড দেখার পর তিনি ক্ষিপ্ত হয়ে বলে লাথি মেরে বাইরে পাঠিয়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। একজন বেশী নিয়ে খেলার সুযোগ কাজে লাগায় ইউভেন্টাস এবং ৬৩ মিনিটে চিসার গোল তারা এগিয়ে যায়। হুয়ান কুয়াদ্রাদোর ক্রস থেকে গোলটি করেন চিসা। এর ফলে দুই লেগ মিলিয়ে ফল দাড়ায় ৩-৩। মনে হচ্ছিল ইউভেন্টাস একজন বেশী নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে পরের রাউন্ডে উঠে যাবে। কিন্তু পোর্তোর রক্ষণভাগ দারুনভাবে ইউভেন্টাসের আক্রমন রুখে দিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে উভয় দল একটি করে গোল করলে অ্যাওয়ে গোলের নিয়মে পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় পোর্তো। ইউভেন্টাস এ নিয়ে পর পর দুই মৌসুম অ্যাওয়ে গোলের নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল। এর আগে ২০০৪ সালে পোর্তো শেষ সময়ে ফ্রি কিক থেকে গোল করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। সেবার তারা শিরোপাও জিতেছিল। ১৭ বছর পর পোর্তো আবার কোয়ার্টার ফাইনালে উঠলো ফ্রি কিকে গোল করে।
ইউভেন্টাস সর্বাত্মক চেষ্টা করেও পোর্তোর রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলনা। ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু গোলরক্ষককে পরাস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। আলভারো মোরাতার গোল বাতিল করেছেন রেফারি ভিএআর দেখে। আসলে এবার কোচ আন্দ্রে পিরলোর অধীনে ইউভেন্টাস মোটেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। তারই প্রতিফলন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সিরি এ লিগেও তাদের অবস্থান ভাল না। সব মিলিয়ে এ ম্যাচে পরাজয় কোচ আন্দ্রে পিরলোর উপর চাপ আরও বাড়িয়ে দিল।