আমিনুল ইসলাম
অমর একুশে বইমেলা ২০২৫ এক বিকেলে “ভিন্নচোখ”-এর স্টল থেকে সংগ্রহ করেছিলাম আলী আফজাল খান সম্পাদিত ‘‘ভিন্নচোখ” লিটল ম্যাগাজিনের নতুন কবিতাসংখ্যা- যা প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সম্পাদক সুলেখক আলী আফজাল খান সেদিন স্টলেই ছিলেন। তখনই তার হাত থেকেই পত্রিকাটি সংগ্রহ করেছিলাম। ভিন্নচোখ এর সম্পাদক আলী আফজাল খান; তবে সহ-সম্পাদক পাঁচজন- নির্বাহী সম্পাদক পাঁচজন, উপদেষ্টা দুজন, বিপণন সম্পাদক দুজন, শিল্প উপদেষ্টা একজন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের কয়েকজন ভারতের পশ্চিমবঙ্গের। সম্পাদনা পরিষদ এত বড়ো হওয়ার কারণ হচ্ছে পত্রিকাটি অন্তর্ভুক্তিমূলক চারিত্র্যের এবং আকৃতিতে বড়- ৭২০ পৃষ্ঠার। কবি-প্রাবন্ধিক-অনুবাদক যেখানেই বসবাস করুন, তাদের মানসম্মত লেখা অন্তর্ভুক্ত করার চেষ্টা আছে ভিন্নচোখ সম্পাদক এবং তার টিমের, এটা পত্রিকার সূচি দেখেই সেটা আঁচ করা যায়।
পত্রিকার প্রচ্ছদ শিরোনাম বলছে এটি কবিতাসংখ্যা। এই সংখ্যায় বহু সংখ্যক কবির প্রচুর সংখ্যক কবিতা আছে। দীর্ঘ কবিতা আছে দুজনের: ভাস্কর চৌধুরী এবং দেলোয়ার হোসেন মঞ্জুর। গুচ্ছ কবিতা আছে ৫০ জনের। একক কবিতা আছে ৪৫ জনের। হাইকু আছে ২ জনের। অন্যভাষার ৫জন কবির কবিতার বাংলা অনুবাদ আছে। সাক্ষাৎকার আছে ৩ জনের। এই সংখ্যায় আমারও একগুচ্ছ কবিতা অন্তর্ভুক্ত হয়েছে দেখে স্বভাবতই একটু বাড়তি ভালো লাগার অনুভূতি কাজ করেছে আমার নিজের মাঝে। সমানভাবে সমৃদ্ধ অংশটা হচ্ছে প্রবন্ধ ও গদ্যের। প্রবন্ধ আছে ৪০জনের, অন্তরঙ্গ গদ্য/ মুক্ত গদ্য আছে ১১ জনের।
কবিতা নিয়ে যত রকমের ভাবনা, মতবাদ ও মতবিরোধ আছে, সেসবের অধিকাংশই অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্নজনের প্রবন্ধে ও মুক্তগদ্যে। এটা ঠিক যে, কবিতা বিষয়ক প্রবন্ধ পড়ে কবি হওয়া যায় না, কাব্যশক্তি মূলত জন্মগত অর্জন, তথাপি যাদের জন্মগত কবিপ্রতিভা আছে, তাদের জন্য প্রবন্ধ/গদ্যগুলো সহায়ক হতে পারে। কেননা কবিতা বিষয়ক আলোচনা কবিতাভাবনা ও কাব্যশৈলী উভয় ক্ষেত্রেই নিবিড় আলো ফেলে। এসব পাঠে কবিপ্রতিভার অধিকারী ব্যক্তিগণ তাদের জন্মগত কাব্যশক্তিকে সঠিকপথে বিকশিত করার ও কাজে লাগানোর দিশা পেয়ে যেতে পারেন। সেই বিবেচনায় ভিন্নচোখ এর এই সংখ্যাটি অধিক গুরুত্বপূর্ণ এবং কবিতা চর্চাকারীদের সংগ্রহে রাখার মতো।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভিন্নচোখ এর এই সংখ্যার কবিতার সমৃদ্ধ ডালা। বিভিন্ন বয়সের বহু সংখ্যক বাঙালি কবি এবং কিছু বিদেশি কবির কবিতা রাখা হয়েছে সেই ডালায়। কবিতার পাঠকগণ নানা স্বাদের কবিতা পাবেন একই মলাটের ভেতর। তবে যারা নতুন প্রজন্মের কবিতা লেখক তাদের জন্য সংখ্যাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। উৎকৃষ্ট কবিতা কি তা কবিতা বিষয়ক দশটা প্রবন্ধ/গদ্য পড়ে যতটা শেখা যায়, তারচেয়ে বেশি শেখা যায় কয়েকটি উৎকৃষ্ট মানের কবিতা পাঠ করে।
ভিন্নচোখ এর এই সংখ্যার সকল কবিতাই উৎকৃষ্ট মানের বলে দাবি করা যৌক্তিক হবে না, তবে সত্যের কারণেই একথা বলতে হয় যে, এই সংখ্যায় উৎকৃষ্ট মানের কবিতা আছে অনেকগুলো।
প্রতিটি লেখা ধরে ধরে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। আমি সেদিকে যাচ্ছি না। আগ্রহী পাঠক “ভিন্নচোখ : নতুন কবিতাসংখ্যা” সংগ্রহ করে পড়তে পারেন। সব মিলিয়ে ‘ভিন্নচোখ নতুন কবিতা’ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ কাজ। এমন সুসম্পাদিত ও সমৃদ্ধ একটি প্রকাশনার জন্য সম্পাদক-গবেষক আলী আফজাল খানকে সাধুবাদ জানানোই যায়।
আমিনুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
অমর একুশে বইমেলা ২০২৫ এক বিকেলে “ভিন্নচোখ”-এর স্টল থেকে সংগ্রহ করেছিলাম আলী আফজাল খান সম্পাদিত ‘‘ভিন্নচোখ” লিটল ম্যাগাজিনের নতুন কবিতাসংখ্যা- যা প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সম্পাদক সুলেখক আলী আফজাল খান সেদিন স্টলেই ছিলেন। তখনই তার হাত থেকেই পত্রিকাটি সংগ্রহ করেছিলাম। ভিন্নচোখ এর সম্পাদক আলী আফজাল খান; তবে সহ-সম্পাদক পাঁচজন- নির্বাহী সম্পাদক পাঁচজন, উপদেষ্টা দুজন, বিপণন সম্পাদক দুজন, শিল্প উপদেষ্টা একজন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশের কয়েকজন ভারতের পশ্চিমবঙ্গের। সম্পাদনা পরিষদ এত বড়ো হওয়ার কারণ হচ্ছে পত্রিকাটি অন্তর্ভুক্তিমূলক চারিত্র্যের এবং আকৃতিতে বড়- ৭২০ পৃষ্ঠার। কবি-প্রাবন্ধিক-অনুবাদক যেখানেই বসবাস করুন, তাদের মানসম্মত লেখা অন্তর্ভুক্ত করার চেষ্টা আছে ভিন্নচোখ সম্পাদক এবং তার টিমের, এটা পত্রিকার সূচি দেখেই সেটা আঁচ করা যায়।
পত্রিকার প্রচ্ছদ শিরোনাম বলছে এটি কবিতাসংখ্যা। এই সংখ্যায় বহু সংখ্যক কবির প্রচুর সংখ্যক কবিতা আছে। দীর্ঘ কবিতা আছে দুজনের: ভাস্কর চৌধুরী এবং দেলোয়ার হোসেন মঞ্জুর। গুচ্ছ কবিতা আছে ৫০ জনের। একক কবিতা আছে ৪৫ জনের। হাইকু আছে ২ জনের। অন্যভাষার ৫জন কবির কবিতার বাংলা অনুবাদ আছে। সাক্ষাৎকার আছে ৩ জনের। এই সংখ্যায় আমারও একগুচ্ছ কবিতা অন্তর্ভুক্ত হয়েছে দেখে স্বভাবতই একটু বাড়তি ভালো লাগার অনুভূতি কাজ করেছে আমার নিজের মাঝে। সমানভাবে সমৃদ্ধ অংশটা হচ্ছে প্রবন্ধ ও গদ্যের। প্রবন্ধ আছে ৪০জনের, অন্তরঙ্গ গদ্য/ মুক্ত গদ্য আছে ১১ জনের।
কবিতা নিয়ে যত রকমের ভাবনা, মতবাদ ও মতবিরোধ আছে, সেসবের অধিকাংশই অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্নজনের প্রবন্ধে ও মুক্তগদ্যে। এটা ঠিক যে, কবিতা বিষয়ক প্রবন্ধ পড়ে কবি হওয়া যায় না, কাব্যশক্তি মূলত জন্মগত অর্জন, তথাপি যাদের জন্মগত কবিপ্রতিভা আছে, তাদের জন্য প্রবন্ধ/গদ্যগুলো সহায়ক হতে পারে। কেননা কবিতা বিষয়ক আলোচনা কবিতাভাবনা ও কাব্যশৈলী উভয় ক্ষেত্রেই নিবিড় আলো ফেলে। এসব পাঠে কবিপ্রতিভার অধিকারী ব্যক্তিগণ তাদের জন্মগত কাব্যশক্তিকে সঠিকপথে বিকশিত করার ও কাজে লাগানোর দিশা পেয়ে যেতে পারেন। সেই বিবেচনায় ভিন্নচোখ এর এই সংখ্যাটি অধিক গুরুত্বপূর্ণ এবং কবিতা চর্চাকারীদের সংগ্রহে রাখার মতো।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভিন্নচোখ এর এই সংখ্যার কবিতার সমৃদ্ধ ডালা। বিভিন্ন বয়সের বহু সংখ্যক বাঙালি কবি এবং কিছু বিদেশি কবির কবিতা রাখা হয়েছে সেই ডালায়। কবিতার পাঠকগণ নানা স্বাদের কবিতা পাবেন একই মলাটের ভেতর। তবে যারা নতুন প্রজন্মের কবিতা লেখক তাদের জন্য সংখ্যাটি আরও বেশি গুরুত্বপূর্ণ। উৎকৃষ্ট কবিতা কি তা কবিতা বিষয়ক দশটা প্রবন্ধ/গদ্য পড়ে যতটা শেখা যায়, তারচেয়ে বেশি শেখা যায় কয়েকটি উৎকৃষ্ট মানের কবিতা পাঠ করে।
ভিন্নচোখ এর এই সংখ্যার সকল কবিতাই উৎকৃষ্ট মানের বলে দাবি করা যৌক্তিক হবে না, তবে সত্যের কারণেই একথা বলতে হয় যে, এই সংখ্যায় উৎকৃষ্ট মানের কবিতা আছে অনেকগুলো।
প্রতিটি লেখা ধরে ধরে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। আমি সেদিকে যাচ্ছি না। আগ্রহী পাঠক “ভিন্নচোখ : নতুন কবিতাসংখ্যা” সংগ্রহ করে পড়তে পারেন। সব মিলিয়ে ‘ভিন্নচোখ নতুন কবিতা’ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ কাজ। এমন সুসম্পাদিত ও সমৃদ্ধ একটি প্রকাশনার জন্য সম্পাদক-গবেষক আলী আফজাল খানকে সাধুবাদ জানানোই যায়।