জয়পুরহাটে উৎসাহ উদ্দিপনার মাধ্যমে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী শিক্ষার্থী পারিবারিক পাঠগার উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট শাখার আয়োজনে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন শাখার সভাপতি আমিনুল হক বাবুল। গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দুই দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর, শিক্ষাবীদ, লেখক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবীদ ও লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক, বাংলাদেশ লাইব্রেরি আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল রহমান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সংস্কৃতিজন অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বাড়িতে পারিবারিক পাঠাগার গঠন ও বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বই, ফল, ফুলের গাছের চারা ও শিক্ষার্থীদের নামের একটি করে রাবার স্ট্যাম্প বিতরণ করা হয়।
গত শুক্রবার সকালে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য ও বই বিতরণ করেন পাখি বিশেষজ্ঞ পর্যটক ইনাম আল হক এবং এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য ও ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু ও ড. দেবাশীষ রায় সরকার। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা ব্রতচারী নৃত্য পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানে নাটোর, নওগাঁ ও স্থানীয় শিল্পীবৃন্দ নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
জয়পুরহাটে উৎসাহ উদ্দিপনার মাধ্যমে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী শিক্ষার্থী পারিবারিক পাঠগার উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, জয়পুরহাট শাখার আয়োজনে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন শাখার সভাপতি আমিনুল হক বাবুল। গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দুই দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর, শিক্ষাবীদ, লেখক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডক্টর আতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবীদ ও লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক, বাংলাদেশ লাইব্রেরি আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল রহমান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সংস্কৃতিজন অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বাড়িতে পারিবারিক পাঠাগার গঠন ও বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বই, ফল, ফুলের গাছের চারা ও শিক্ষার্থীদের নামের একটি করে রাবার স্ট্যাম্প বিতরণ করা হয়।
গত শুক্রবার সকালে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য ও বই বিতরণ করেন পাখি বিশেষজ্ঞ পর্যটক ইনাম আল হক এবং এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য ও ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু ও ড. দেবাশীষ রায় সরকার। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পীরা ব্রতচারী নৃত্য পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানে নাটোর, নওগাঁ ও স্থানীয় শিল্পীবৃন্দ নৃত্য ও সংগীত পরিবেশন করেন।