alt

সারাদেশ

অবরোধে আগুন-ককটেল বিস্ফোরণ আতঙ্কিত রাজপথ-জনপথ

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

অবরোধে দূরপাল্লার বাস না ছাড়ায় চাপ বেড়েছে ট্রেনে। বুধবার ঢাকা বিমানবন্দর ট্রেনস্টেশন থেকে তোলা -সংবাদ

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতা মাঝে কিছুটা স্তিমিত হয়েছিল। কিন্তু বুধবার (২৯ নভেম্বর) রাজধানী ও রাজধানীর বাইরের বেশ কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক আবারও বাড়তে শুরু করেছে।

বুধবার বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীর পল্টনে তিনটি, শান্তিনগরে ১টি ও রাজশাহীতে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতরা হচ্ছেন- আবদুল জলিল (৫৫), আবুল বাশার (৫০), আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২), খান আবুল কালাম আজাদ (৬২), মো. সাকিব হোসেন (২৬) ও মো. আশিকুর রহমান (২৮) আহত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছেন ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং বেলা দেড়টার দিকে নগরীর রেলগেইট এলাকায় একটি অটোরিকশা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- নগরীর এসএম খাঁ এলাকার অটোরিকশা চালক আবদুল জলিল (৫৫) ও মেহেরপুর জেলার আবুল বাশার (৫০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, বুধবার দুপুরে আদালত চত্বরে সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে বোমাটি গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায় এবং আদালত চত্বরে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দের কারণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কানে কম শুনছেন বলে জানিয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের গাড়িটি সরিয়ে নেয়া হয় জানিয়ে তিনি বলেন,বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখান থেকে হাত বোমার খোসা উদ্ধার করা হয়েছে। ওসি জানান, বোমা হামলার পর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনার সময় ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা আমার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এ সময় আমরা বিকট শব্দ শুনি। পরে জানলাম বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে নগরীর রেলগেট এলাকায় অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমার হামলায় চালক ও আরোহী আহত হয়েছেন বলে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান। এদিকে আহত আটোরিকশাচালক আবদুল জলিলকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি বলেন, বোমাটি সরাসরি জলিলের শরীরে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণে আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২) ও খান আবুল কালাম আজাদ (৬২) নামে দুইজন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মুকুট বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমি মোটরসাইকেলে করে পল্টন মোড়ে আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আমার ডান পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে আমি ধোঁয়ায় কিছু দেখতে না পেরে দৌড় দিয়ে পাশের একটি গলিতে ঢুকে যাই। সেখান থেকে আমি আমার বন্ধুকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। শব্দে আমার কানেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

স্প্রিন্টারে আহত খান আবুল কালাম আজাদ বলেন, আমি বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশনের মার্কেটিংয়ে চাকরি করি। রিকশায় করে পল্টন মোড় এলাকায় আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার পিঠে ও ডান হাতে স্প্রিন্টারে আঘাত লেগে রক্তপাত হয়। পরে আমার সহকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে।

এ বিষয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমার থানার ঘটনা নয় এটি শাহবাগ থানা এলাকায় ঘটেছে। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আরশাদ বলেন, আমাদের এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে শান্তিনগর বেইলি রোড মোড়ে এ ঘটনাট ঘটে। আহতরা হলেন মো. সাকিব হোসেন (২৬), মো. আশিকুর রহমান (২৮)। তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তির সহকর্মী সবুজ হাসান জানান, তারা দুইজন তৈরি পোশাকের শোরুমের কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে বেলি রোডের মাথার দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেলে বিস্ফোরণে তারা পায়ে আঘাত পেয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তরা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহনের’ ১টি বাসে, রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে এবং সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’র ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ছবি

সীমান্তে ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা আ.লীগ সভাপতি কামাল আহমেদ গ্রেপ্তার

ছবি

রাউজানে গোলাগুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ছবি

পটিয়ায় সোনা ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে হযরত শাহপরান (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ

ছবি

শরীয়তপুর সদর হাসপাতালের কর্মচারীদের মারধর, ও তত্বাবধায়ককে লাঞ্ছিত করার অভিযোগ রোগীর স্বজনদের বিরুদ্ধে

ছবি

আরসা আরএসও’র গোলাগুলিতে উত্তপ্ত রোহিঙ্গা ক্যাম্প

ছবি

বদিকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

ছবি

কা‌শিমপুর কারাগার‌ে এক কারারক্ষী মাদকসহ আটক

ছবি

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

ছবি

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক

ছবি

চাঁদপুরে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার, মুখ-মাথা স্কচটেপ দিয়ে বাঁধা

ছবি

বারি’র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু

ছবি

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, নিরাপত্তা জোরদার

ছবি

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৩ জনের মৃত্যু

ছবি

গোলাম দস্তগীর গাজীর কারখানায় আবারও লুটপাটের পর আগুন

নরসিংদীতে পাটকলে বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ছবি

কক্সবাজারে উখিয়ায় মুরগী বহনকারী পিকআপ থেকে ইয়াবা উদ্ধার, দুই কারবারী আটক

ছবি

মদনপুরে দেওয়ানবাগ দরবার শরীফে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ

ছবি

কক্সবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

ছবি

টেকনাফে দুই শিশুর মরদেহ উদ্ধার

ছবি

সাভার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

ছবি

অধ্যক্ষকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে স্বাক্ষর, মামলা

ছবি

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৮ সন্ত্রাসী গ্রেফতার

ছবি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ আরসা সদস্য গ্রেফতার

ছবি

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪

নবীকে নিয়ে ‘কটূক্তি’: খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে তরুণকে গণপিটুনি

রংপুরের মিঠাপুকুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ন শ্রেণীকক্ষ

ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি’র অভিযানে ৭৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

শরণখোলায় এক কিশোরীর আত্মহত্যা

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অন্তত ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকে

ছবি

রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

ছবি

নাজিরপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি

ফরিদপুরে নিখোঁজ ছেলের সন্ধান চায় বাবা

ছবি

বাংলাদেশে মায়ানমার বিজিপি সদস্যের মৃত্যু, সর্বোচ্চ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া

ছবি

গাজীপুরে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর কড়া পাহারায় খুলেছে সব কারখানা

tab

সারাদেশ

অবরোধে আগুন-ককটেল বিস্ফোরণ আতঙ্কিত রাজপথ-জনপথ

সংবাদ অনলাইন রিপোর্ট

অবরোধে দূরপাল্লার বাস না ছাড়ায় চাপ বেড়েছে ট্রেনে। বুধবার ঢাকা বিমানবন্দর ট্রেনস্টেশন থেকে তোলা -সংবাদ

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতা মাঝে কিছুটা স্তিমিত হয়েছিল। কিন্তু বুধবার (২৯ নভেম্বর) রাজধানী ও রাজধানীর বাইরের বেশ কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক আবারও বাড়তে শুরু করেছে।

বুধবার বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীর পল্টনে তিনটি, শান্তিনগরে ১টি ও রাজশাহীতে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতরা হচ্ছেন- আবদুল জলিল (৫৫), আবুল বাশার (৫০), আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২), খান আবুল কালাম আজাদ (৬২), মো. সাকিব হোসেন (২৬) ও মো. আশিকুর রহমান (২৮) আহত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছেন ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং বেলা দেড়টার দিকে নগরীর রেলগেইট এলাকায় একটি অটোরিকশা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- নগরীর এসএম খাঁ এলাকার অটোরিকশা চালক আবদুল জলিল (৫৫) ও মেহেরপুর জেলার আবুল বাশার (৫০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, বুধবার দুপুরে আদালত চত্বরে সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে বোমাটি গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায় এবং আদালত চত্বরে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দের কারণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কানে কম শুনছেন বলে জানিয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের গাড়িটি সরিয়ে নেয়া হয় জানিয়ে তিনি বলেন,বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখান থেকে হাত বোমার খোসা উদ্ধার করা হয়েছে। ওসি জানান, বোমা হামলার পর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনার সময় ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা আমার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এ সময় আমরা বিকট শব্দ শুনি। পরে জানলাম বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে নগরীর রেলগেট এলাকায় অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমার হামলায় চালক ও আরোহী আহত হয়েছেন বলে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান। এদিকে আহত আটোরিকশাচালক আবদুল জলিলকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি বলেন, বোমাটি সরাসরি জলিলের শরীরে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণে আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২) ও খান আবুল কালাম আজাদ (৬২) নামে দুইজন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মুকুট বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমি মোটরসাইকেলে করে পল্টন মোড়ে আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আমার ডান পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে আমি ধোঁয়ায় কিছু দেখতে না পেরে দৌড় দিয়ে পাশের একটি গলিতে ঢুকে যাই। সেখান থেকে আমি আমার বন্ধুকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। শব্দে আমার কানেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

স্প্রিন্টারে আহত খান আবুল কালাম আজাদ বলেন, আমি বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশনের মার্কেটিংয়ে চাকরি করি। রিকশায় করে পল্টন মোড় এলাকায় আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার পিঠে ও ডান হাতে স্প্রিন্টারে আঘাত লেগে রক্তপাত হয়। পরে আমার সহকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে।

এ বিষয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমার থানার ঘটনা নয় এটি শাহবাগ থানা এলাকায় ঘটেছে। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আরশাদ বলেন, আমাদের এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে শান্তিনগর বেইলি রোড মোড়ে এ ঘটনাট ঘটে। আহতরা হলেন মো. সাকিব হোসেন (২৬), মো. আশিকুর রহমান (২৮)। তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তির সহকর্মী সবুজ হাসান জানান, তারা দুইজন তৈরি পোশাকের শোরুমের কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে বেলি রোডের মাথার দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেলে বিস্ফোরণে তারা পায়ে আঘাত পেয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তরা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহনের’ ১টি বাসে, রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে এবং সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’র ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

back to top