চাঁপাইনবাবগঞ্জ : চালু হলো ঢালারচর এক্সপ্রেস ট্রেন -সংবাদ
রেলসেবা জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় শুক্রবার (১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা পর্যন্ত চালু হলো ঢালারচর এক্সপ্রেস ট্রেন। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করলো। এ টেনটি চালু হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ এমপি আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় রেলস্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যাত্রীরা তাদের আনন্দের কথা এমপিকে বলতে ভোলেননি, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় রেলষ্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ও সহকারি স্টেশন মাস্টার আমানতুল্লাহ বিন আমিন উপস্থিত ছিলেন। আ.লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ এমপি বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো, সরাসরি পাবনার সঙ্গে এ অঞ্চলের ট্রেন যোগাযোগ স্থাপন, জেলার অর্থনীতিসহ সবকিছুই পাল্টে দিতে ভুমিকা রাখবে। উপ নির্বাচনে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ হতে পাবনা পর্যন্ত ঢালাইচর ট্রেনটি চালুর ব্যাপারে। সেই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। গত মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহে ৬ দিন বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী এবং পাবনা ছেড়ে যাবে এক্সপ্রেস, এর শোভন চেয়ার সিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা ও শোভন টিকিটের দাম ১৩০ টাকা এবং রাজশাহী যাবার ভাড়া ৬৫ ও ৫৫ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ : চালু হলো ঢালারচর এক্সপ্রেস ট্রেন -সংবাদ
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
রেলসেবা জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় শুক্রবার (১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা পর্যন্ত চালু হলো ঢালারচর এক্সপ্রেস ট্রেন। শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করলো। এ টেনটি চালু হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ এমপি আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় রেলস্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যাত্রীরা তাদের আনন্দের কথা এমপিকে বলতে ভোলেননি, সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় রেলষ্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ ও সহকারি স্টেশন মাস্টার আমানতুল্লাহ বিন আমিন উপস্থিত ছিলেন। আ.লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ এমপি বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো, সরাসরি পাবনার সঙ্গে এ অঞ্চলের ট্রেন যোগাযোগ স্থাপন, জেলার অর্থনীতিসহ সবকিছুই পাল্টে দিতে ভুমিকা রাখবে। উপ নির্বাচনে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ হতে পাবনা পর্যন্ত ঢালাইচর ট্রেনটি চালুর ব্যাপারে। সেই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। গত মঙ্গলবার সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহে ৬ দিন বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী এবং পাবনা ছেড়ে যাবে এক্সপ্রেস, এর শোভন চেয়ার সিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা ও শোভন টিকিটের দাম ১৩০ টাকা এবং রাজশাহী যাবার ভাড়া ৬৫ ও ৫৫ টাকা।