বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের রাজারমাঠে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা মিলে বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
পরে রাজার মাঠে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এ সময় অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংচঙ্গ্যা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র সামসুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং বান্দরবান রিজিয়নের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের রাজারমাঠে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালিরা মিলে বর্ণিল পোশাক, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
পরে রাজার মাঠে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এ সময় অনুষ্ঠানে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহীন,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তংচঙ্গ্যা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র সামসুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।