নারায়ণগঞ্জ : গোদনাইল হলি উইলস স্কুলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা -সংবাদ
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে ৪ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে গোদনাইলের হলি উইলস স্কুল। যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মঞ্জুশ্রী নিয়োগী ও প্রীতিকনা দাস। স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের সহধর্মিণী সাজেদা হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মনোয়ারা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী আফসার উদ্দিন জন ও স্কুলের উপদেষ্টা আবদুস ছালাম। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে পুষ্পস্তবক ও উপহারসামগ্রী তুলে দেন সাজেদা হাসান ও শাহজাহান ভূইয়া জুলহাস।
অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে সবার উপরে রাখার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহন ভূইয়া জুলহাস বলেন, আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে অসীম সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বে কাহিনী তুলে ধরতে হবে। এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার যুদ্ধদিনের স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যাওয়ার পথে আমাদের অনেকেই মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। কিন্তু মৃত্যুকে তুচ্ছ মনে করেই আমরা যুদ্ধে গেছি।
লক্ষ্মী চক্রবর্তী বলেন, যুদ্ধ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা যে কষ্ট করেছেন তার কোনো তুলনা হয় না, কিন্তু বিজয়ের পর আমরা সেই কষ্ট ভুলে গিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করেছি।
সেলিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধে বীরদের কথা জানতে হবে।
কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, ছাত্র-ছাত্রীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সচেতন নাগরিক হওয়ার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে।
নারায়ণগঞ্জ : গোদনাইল হলি উইলস স্কুলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা -সংবাদ
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে ৪ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে গোদনাইলের হলি উইলস স্কুল। যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, লক্ষ্মী চক্রবর্তী, মঞ্জুশ্রী নিয়োগী ও প্রীতিকনা দাস। স্কুলপ্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের সহধর্মিণী সাজেদা হাসান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মনোয়ারা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী আফসার উদ্দিন জন ও স্কুলের উপদেষ্টা আবদুস ছালাম। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে পুষ্পস্তবক ও উপহারসামগ্রী তুলে দেন সাজেদা হাসান ও শাহজাহান ভূইয়া জুলহাস।
অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে সবার উপরে রাখার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহন ভূইয়া জুলহাস বলেন, আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে অসীম সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বে কাহিনী তুলে ধরতে হবে। এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার যুদ্ধদিনের স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতে যাওয়ার পথে আমাদের অনেকেই মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। কিন্তু মৃত্যুকে তুচ্ছ মনে করেই আমরা যুদ্ধে গেছি।
লক্ষ্মী চক্রবর্তী বলেন, যুদ্ধ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা যে কষ্ট করেছেন তার কোনো তুলনা হয় না, কিন্তু বিজয়ের পর আমরা সেই কষ্ট ভুলে গিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করেছি।
সেলিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধে বীরদের কথা জানতে হবে।
কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, ছাত্র-ছাত্রীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি সচেতন নাগরিক হওয়ার জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে।