নাটোরের সিংড়ায় একটি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন।
সিংড়া পৌরসভা কার্যালয়ের সঙ্গে লাগোয়া ওই গ্যারেজে মঙ্গলবার ভোর ৪টা দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগুন নেভাতে গিয়ে গ্যারেজের নৈশ প্রহরী মো. মাহাতাব আহত হয়েছেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, গ্যারেজের নৈশপ্রহরী ও আশেপাশের লোকজন ভোরবেলা গ্যারেজের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে। ওই সময় গ্যারেজের ভেতরে বিকট শব্দও হয়। তখন তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
“গ্যারেজের ভেতরে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের একটি গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স এবং আটটি অটোরিকশা রাখা ছিল। অটোরিকশাগুলো গ্যারেজের ভেতরে চার্জ দেওয়া হত। আগুনে সবই পুড়ে গেছে।“
ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে আব্দুস সালাম জানান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আগুনে ১১টি যানবাহন পুড়ে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিংড়া থানার ওসি মিজানুর রহমানও মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি বলেন, “এখন পর্যন্ত এর বাইরে আগুন লাগার অন্য কোনো আলামত পাইনি।“
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩
নাটোরের সিংড়ায় একটি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন।
সিংড়া পৌরসভা কার্যালয়ের সঙ্গে লাগোয়া ওই গ্যারেজে মঙ্গলবার ভোর ৪টা দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগুন নেভাতে গিয়ে গ্যারেজের নৈশ প্রহরী মো. মাহাতাব আহত হয়েছেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিংড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, গ্যারেজের নৈশপ্রহরী ও আশেপাশের লোকজন ভোরবেলা গ্যারেজের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে। ওই সময় গ্যারেজের ভেতরে বিকট শব্দও হয়। তখন তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
“গ্যারেজের ভেতরে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের একটি গাড়ি, দুটি অ্যাম্বুলেন্স এবং আটটি অটোরিকশা রাখা ছিল। অটোরিকশাগুলো গ্যারেজের ভেতরে চার্জ দেওয়া হত। আগুনে সবই পুড়ে গেছে।“
ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে আব্দুস সালাম জানান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আগুনে ১১টি যানবাহন পুড়ে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিংড়া থানার ওসি মিজানুর রহমানও মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি বলেন, “এখন পর্যন্ত এর বাইরে আগুন লাগার অন্য কোনো আলামত পাইনি।“