alt

সারাদেশ

অবরোধে আগুন-ককটেল বিস্ফোরণ আতঙ্কিত রাজপথ-জনপথ

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

অবরোধে দূরপাল্লার বাস না ছাড়ায় চাপ বেড়েছে ট্রেনে। বুধবার ঢাকা বিমানবন্দর ট্রেনস্টেশন থেকে তোলা -সংবাদ

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতা মাঝে কিছুটা স্তিমিত হয়েছিল। কিন্তু বুধবার (২৯ নভেম্বর) রাজধানী ও রাজধানীর বাইরের বেশ কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক আবারও বাড়তে শুরু করেছে।

বুধবার বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীর পল্টনে তিনটি, শান্তিনগরে ১টি ও রাজশাহীতে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতরা হচ্ছেন- আবদুল জলিল (৫৫), আবুল বাশার (৫০), আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২), খান আবুল কালাম আজাদ (৬২), মো. সাকিব হোসেন (২৬) ও মো. আশিকুর রহমান (২৮) আহত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছেন ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং বেলা দেড়টার দিকে নগরীর রেলগেইট এলাকায় একটি অটোরিকশা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- নগরীর এসএম খাঁ এলাকার অটোরিকশা চালক আবদুল জলিল (৫৫) ও মেহেরপুর জেলার আবুল বাশার (৫০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, বুধবার দুপুরে আদালত চত্বরে সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে বোমাটি গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায় এবং আদালত চত্বরে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দের কারণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কানে কম শুনছেন বলে জানিয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের গাড়িটি সরিয়ে নেয়া হয় জানিয়ে তিনি বলেন,বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখান থেকে হাত বোমার খোসা উদ্ধার করা হয়েছে। ওসি জানান, বোমা হামলার পর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনার সময় ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা আমার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এ সময় আমরা বিকট শব্দ শুনি। পরে জানলাম বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে নগরীর রেলগেট এলাকায় অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমার হামলায় চালক ও আরোহী আহত হয়েছেন বলে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান। এদিকে আহত আটোরিকশাচালক আবদুল জলিলকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি বলেন, বোমাটি সরাসরি জলিলের শরীরে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণে আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২) ও খান আবুল কালাম আজাদ (৬২) নামে দুইজন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মুকুট বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমি মোটরসাইকেলে করে পল্টন মোড়ে আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আমার ডান পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে আমি ধোঁয়ায় কিছু দেখতে না পেরে দৌড় দিয়ে পাশের একটি গলিতে ঢুকে যাই। সেখান থেকে আমি আমার বন্ধুকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। শব্দে আমার কানেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

স্প্রিন্টারে আহত খান আবুল কালাম আজাদ বলেন, আমি বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশনের মার্কেটিংয়ে চাকরি করি। রিকশায় করে পল্টন মোড় এলাকায় আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার পিঠে ও ডান হাতে স্প্রিন্টারে আঘাত লেগে রক্তপাত হয়। পরে আমার সহকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে।

এ বিষয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমার থানার ঘটনা নয় এটি শাহবাগ থানা এলাকায় ঘটেছে। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আরশাদ বলেন, আমাদের এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে শান্তিনগর বেইলি রোড মোড়ে এ ঘটনাট ঘটে। আহতরা হলেন মো. সাকিব হোসেন (২৬), মো. আশিকুর রহমান (২৮)। তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তির সহকর্মী সবুজ হাসান জানান, তারা দুইজন তৈরি পোশাকের শোরুমের কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে বেলি রোডের মাথার দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেলে বিস্ফোরণে তারা পায়ে আঘাত পেয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তরা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহনের’ ১টি বাসে, রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে এবং সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’র ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ছবি

মুরাদনগরে ধর্ষণ-নির্যাতনের ঘটনার নিন্দা, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ৩৮ বিশিষ্ট নাগরিকের

ছবি

নওগাঁয় ৯০টি খামারে তৈরি হচ্ছে কেঁচো সার

বরমচাল চা বাগানের ইতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ছবি

তারাগঞ্জ প্রাণীসম্পদ অফিস চত্বরে ফুলের চারাগাছ রোপন

বটিয়াঘাটায় ব্যবসায়ীদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ

কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান

পীরগাছায় ছেলের অপরাধে মধ্যযুগীয় কায়দায় বাবার ওপর নির্যাতন

নোয়াখালীতে বিধবাকে গণধর্ষণ

কাজে ফিরেছেন হিলি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা

ছবি

প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার জরিমানা

শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতনের ঘটনায় শিক্ষক কারাগারে

সমিতির জমানো টাকা ফেরত না পেয়ে শোকে মৃত্যু

ছবি

নবীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধে দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট, ভোগান্তি

নড়াইলে এইচএসসিতে সেট পরিবর্তন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি

ছবি

ভৈরবে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর, আহত ১০

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন

মোহনগঞ্জে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পের জৌলুস

ছবি

চিলমারীতে অসময়ের বন্যা পাটচাষিরা চিন্তিত

ছবি

সাড়ে পাঁচ কোটি টাকার পণ্য আটক করল সুনামগঞ্জ বিজিবি

প্রেমের টানে ভারতীয় যুবক লালমনিরহাটে

মহাদেবপুরে অতিরিক্ত ধানচাল মজুদ জেল-জরিমানা, ধান কেনা বন্ধ

ছবি

৬৭০ টাকার বীজ ধান ৭’শ ৫০ টাকা বিক্রি!

সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিলেন অদম্য ইশা

জেলা আ.লীগের সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে

ছবি

বেনাপোল বন্দরে পানি নিষ্কাশনের অভাবে ব্যাহত হচ্ছে পণ্য খালাস

চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ফারিহা

ছবি

বেড়িবাঁধের দুই কিলোমিটার রাস্তাটি এখন গলার কাঁটায়

কালীগঞ্জে হোল্ডিং ট্যাক্স ইস্যুতে পৌরবাসীর সঙ্গে ইউএনওর সরাসরি সংলাপ

ছবি

এনবিআরের আন্দোলন প্রত্যাহার করে নেয়ায় বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামে জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের জন্য নতুন প্রকল্প : কার্যক্রম চলবে ৬ জেলায়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান আটক ৩

ছবি

নেত্রকোনায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা

tab

সারাদেশ

অবরোধে আগুন-ককটেল বিস্ফোরণ আতঙ্কিত রাজপথ-জনপথ

সংবাদ অনলাইন রিপোর্ট

অবরোধে দূরপাল্লার বাস না ছাড়ায় চাপ বেড়েছে ট্রেনে। বুধবার ঢাকা বিমানবন্দর ট্রেনস্টেশন থেকে তোলা -সংবাদ

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতা মাঝে কিছুটা স্তিমিত হয়েছিল। কিন্তু বুধবার (২৯ নভেম্বর) রাজধানী ও রাজধানীর বাইরের বেশ কয়েকটি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক আবারও বাড়তে শুরু করেছে।

বুধবার বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রাজধানীর পল্টনে তিনটি, শান্তিনগরে ১টি ও রাজশাহীতে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতরা হচ্ছেন- আবদুল জলিল (৫৫), আবুল বাশার (৫০), আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২), খান আবুল কালাম আজাদ (৬২), মো. সাকিব হোসেন (২৬) ও মো. আশিকুর রহমান (২৮) আহত হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস জানিয়েছেন ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে এবং বেলা দেড়টার দিকে নগরীর রেলগেইট এলাকায় একটি অটোরিকশা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- নগরীর এসএম খাঁ এলাকার অটোরিকশা চালক আবদুল জলিল (৫৫) ও মেহেরপুর জেলার আবুল বাশার (৫০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, বুধবার দুপুরে আদালত চত্বরে সীমানা প্রাচীরের বাইরে থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে বোমাটি গাড়িতে না পড়ে পাশে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আদালতের জেনারেটর রুমের জানালার কাচ ভেঙে যায় এবং আদালত চত্বরে অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দের কারণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কানে কম শুনছেন বলে জানিয়েছেন।

ঘটনার পরপরই পুলিশের গাড়িটি সরিয়ে নেয়া হয় জানিয়ে তিনি বলেন,বিস্ফোরণের জায়গাটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সেখান থেকে হাত বোমার খোসা উদ্ধার করা হয়েছে। ওসি জানান, বোমা হামলার পর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ঘটনার সময় ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা আমার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন। এ সময় আমরা বিকট শব্দ শুনি। পরে জানলাম বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে নগরীর রেলগেট এলাকায় অটোরিকশাকে লক্ষ্য করে হাতবোমার হামলায় চালক ও আরোহী আহত হয়েছেন বলে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান। এদিকে আহত আটোরিকশাচালক আবদুল জলিলকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি বলেন, বোমাটি সরাসরি জলিলের শরীরে এসে লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণে আবদুর তাহির ভূঁইয়া মুকুট (৩২) ও খান আবুল কালাম আজাদ (৬২) নামে দুইজন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মুকুট বলেন, আমি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আমি মোটরসাইকেলে করে পল্টন মোড়ে আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আমার ডান পায়ে স্প্রিন্টারের আঘাত লাগে। পরে আমি ধোঁয়ায় কিছু দেখতে না পেরে দৌড় দিয়ে পাশের একটি গলিতে ঢুকে যাই। সেখান থেকে আমি আমার বন্ধুকে ফোন দিলে সে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। শব্দে আমার কানেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

স্প্রিন্টারে আহত খান আবুল কালাম আজাদ বলেন, আমি বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশনের মার্কেটিংয়ে চাকরি করি। রিকশায় করে পল্টন মোড় এলাকায় আসলে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আমার পিঠে ও ডান হাতে স্প্রিন্টারে আঘাত লেগে রক্তপাত হয়। পরে আমার সহকর্মীরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে।

এ বিষয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি আমার থানার ঘটনা নয় এটি শাহবাগ থানা এলাকায় ঘটেছে। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আরশাদ বলেন, আমাদের এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ককটেল বিস্ফোরণে আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

রাজধানীর শান্তিনগর বেইলি রোডে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে শান্তিনগর বেইলি রোড মোড়ে এ ঘটনাট ঘটে। আহতরা হলেন মো. সাকিব হোসেন (২৬), মো. আশিকুর রহমান (২৮)। তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নিয়ে আসা ওই দুই ব্যক্তির সহকর্মী সবুজ হাসান জানান, তারা দুইজন তৈরি পোশাকের শোরুমের কর্মী। মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষ করে গাড়িতে ওঠার জন্য রাস্তা দিয়ে হেঁটে বেলি রোডের মাথার দিকে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তের ছোড়া ককটেলে বিস্ফোরণে তারা পায়ে আঘাত পেয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুর্বৃত্তরা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বলে সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। সর্বশেষ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে, একই দিন রাত ৯টা ৫ মিনিটে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহনের’ ১টি বাসে, রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহন’-এর ১টি বাসে এবং সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’র ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

back to top