বরিশালে নৌকা প্রতীকের উঠান বৈঠকে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সেরনিয়াবাতের সামনেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ জুন) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত ৮টায় নগরীর ১০ নং ওয়ার্ডের বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কইতর সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি, মনির, ও দুই নারী।
জানা গেছে, শুক্রবার রাতে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর উঠান বৈঠক হওয়ার কথা ছিল। পরে একই দিন রাত ৮টায় ওই উঠান বৈঠক হওয়ার কথা থাকলেও প্রার্থী রাত ৯টার দিকে মঞ্চে আসেন। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বক্তব্যের জন্য মাইকের কাছে গেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখর দাসের মঞ্চে ওঠা নিয়ে হট্টগোল তৈরি হয়। এ সময় প্রধান অতিথি বক্তব্য শুরু করার আগেই ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কবির ও জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ক্ষিপ্ত হয়ে মঞ্চ ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার, ০৩ জুন ২০২৩
বরিশালে নৌকা প্রতীকের উঠান বৈঠকে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সেরনিয়াবাতের সামনেই দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ জুন) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২ জুন) রাত ৮টায় নগরীর ১০ নং ওয়ার্ডের বান্দ রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কইতর সুমন, সিদ্দিক, নুরজামাল, সানি, মনির, ও দুই নারী।
জানা গেছে, শুক্রবার রাতে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর উঠান বৈঠক হওয়ার কথা ছিল। পরে একই দিন রাত ৮টায় ওই উঠান বৈঠক হওয়ার কথা থাকলেও প্রার্থী রাত ৯টার দিকে মঞ্চে আসেন। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। পরে মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বক্তব্যের জন্য মাইকের কাছে গেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখর দাসের মঞ্চে ওঠা নিয়ে হট্টগোল তৈরি হয়। এ সময় প্রধান অতিথি বক্তব্য শুরু করার আগেই ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ কবির ও জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত ক্ষিপ্ত হয়ে মঞ্চ ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।