মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের চার প্রার্থীর মধ্যে এক প্রার্থীকে এমপির সমর্থন দেয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় ভোটাররা। আওয়ামী লীগের চার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় নির্বাচন নিয়ে ভোটাররা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও বালিয়াটি ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, সহসভাপতি আব্দুল ওয়াদুদ বাবু ও যুগ্ন সম্পাদক আলহাজ গোলাম হোসেন। এছাড়া জাসদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান আলী সাজু ও সতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ জাহিদ মালেকের বিটিআই টাওয়ারে ১৬ মে সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের ডেকে নিয়ে একতরফাভাবে যুগ্ম সম্পাদক গোলাম হোসেনকে সমর্থন দেন। আমি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তৃণমূল পর্যায়ে ভোটারদের সমর্থন পেয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর লোকজন আমার কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ১৬ মে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ গোলাম হোসেন এমপি সমর্থন আদায় করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের বলছেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও এমপি আমাকে সমর্থন দিয়েছে। আপনারা সবাই আমাকে আনারস প্রতীকে ভোট দিবেন। মানিকগঞ্জ সাটুরিয়ার নির্বাচনী এলাকার এমপি জাহিদ মালেকের এ ঘোষনা দেয়ার পর সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিবাদ করেছে হরগজ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার, ২০ মে ২০২৪
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের চার প্রার্থীর মধ্যে এক প্রার্থীকে এমপির সমর্থন দেয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় ভোটাররা। আওয়ামী লীগের চার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সম্প্রতি একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় নির্বাচন নিয়ে ভোটাররা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।
সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও বালিয়াটি ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, সহসভাপতি আব্দুল ওয়াদুদ বাবু ও যুগ্ন সম্পাদক আলহাজ গোলাম হোসেন। এছাড়া জাসদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান আলী সাজু ও সতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ জাহিদ মালেকের বিটিআই টাওয়ারে ১৬ মে সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের ডেকে নিয়ে একতরফাভাবে যুগ্ম সম্পাদক গোলাম হোসেনকে সমর্থন দেন। আমি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তৃণমূল পর্যায়ে ভোটারদের সমর্থন পেয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর লোকজন আমার কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত ১৬ মে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ গোলাম হোসেন এমপি সমর্থন আদায় করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তিনি ভোটারদের বলছেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও এমপি আমাকে সমর্থন দিয়েছে। আপনারা সবাই আমাকে আনারস প্রতীকে ভোট দিবেন। মানিকগঞ্জ সাটুরিয়ার নির্বাচনী এলাকার এমপি জাহিদ মালেকের এ ঘোষনা দেয়ার পর সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিবাদ করেছে হরগজ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।