নরসিংদীর মাধবদীতে চালককে শ্বাসরোধ করে হত্যার পর আসামিরা তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে মঙ্গলবার মাধবদী ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পাথরপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই এলাকার বকুল মিয়ার ছেলে মো. হৃদয় (২৭), ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫) এবং বালুসাইর গ্রামের মুকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ১৫ জুন মাধবদীর মদনপুর সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকার ধামের ভাওলা এলাকার কাঁচা রাস্তার পাশে বড়ই গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে ইজিবাইক চালক নূরুল ইসলামকে (৫০) শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ সময় তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূরুল ইসলাম পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার প্রয়াত কাশেম আলীর ছেলে।
১৯ জুন নূরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মাধবদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পুলিশ সুপার।
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
নরসিংদীর মাধবদীতে চালককে শ্বাসরোধ করে হত্যার পর আসামিরা তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে মঙ্গলবার মাধবদী ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পাথরপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭), একই এলাকার বকুল মিয়ার ছেলে মো. হৃদয় (২৭), ইমান আলীর ছেলে নবী হোসেন (৩৫) এবং বালুসাইর গ্রামের মুকসেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ১৫ জুন মাধবদীর মদনপুর সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকার ধামের ভাওলা এলাকার কাঁচা রাস্তার পাশে বড়ই গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে ইজিবাইক চালক নূরুল ইসলামকে (৫০) শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ সময় তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নূরুল ইসলাম পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার প্রয়াত কাশেম আলীর ছেলে।
১৯ জুন নূরুল ইসলামের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মাধবদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের আদালতে তোলা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পুলিশ সুপার।