টেকনাফের নাফনদী থেকে পৃথক সময়ে দুটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেসে আসা লাশের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও দ্বিতীয় ব্যক্তির মরদেহ শনাক্ত করা যায়নি। শনাক্ত করা লাশটি টেকনাফের দমদমিয়া এলাকার মৃত নুরুল ইসলামর ছেলে মোঃ ইউনুস (৩৩)।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদী থেকে ইউনুসের লাশ উদ্ধার করে পুলিশ । এর আগে দুপুর দেড় ১টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ নৌ -পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, শনিবার (১৩ জুলাই) দুপুর এবং সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী ঘাটের নাফনদীর উত্তর-দক্ষিণে ভাসমান অবস্থায় স্থানীয় এক ব্যক্তিসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুইজনের পড়নে কালো হাফ পেন্ট ও গেঞ্জি-লু্ঙ্গি পরিহিত রয়েছে। দুপুরের সময় উদ্ধার করা লাশের মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের নাগরিক হতে পারে।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও দ্বিতীয় জনের পরিচয় শনাক্ত করা যায়নি। শনাক্ত হওয়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা৷
শনিবার, ১৩ জুলাই ২০২৪
টেকনাফের নাফনদী থেকে পৃথক সময়ে দুটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেসে আসা লাশের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও দ্বিতীয় ব্যক্তির মরদেহ শনাক্ত করা যায়নি। শনাক্ত করা লাশটি টেকনাফের দমদমিয়া এলাকার মৃত নুরুল ইসলামর ছেলে মোঃ ইউনুস (৩৩)।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদী থেকে ইউনুসের লাশ উদ্ধার করে পুলিশ । এর আগে দুপুর দেড় ১টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ নৌ -পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, শনিবার (১৩ জুলাই) দুপুর এবং সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী ঘাটের নাফনদীর উত্তর-দক্ষিণে ভাসমান অবস্থায় স্থানীয় এক ব্যক্তিসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুইজনের পড়নে কালো হাফ পেন্ট ও গেঞ্জি-লু্ঙ্গি পরিহিত রয়েছে। দুপুরের সময় উদ্ধার করা লাশের মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের চেহারার অবয়ব দেখে ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের নাগরিক হতে পারে।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও দ্বিতীয় জনের পরিচয় শনাক্ত করা যায়নি। শনাক্ত হওয়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা৷